আলিম আল রাজি 'র হ-য-ব-র-ল মার্কা ব্লগ

স্বাস্থ্যসংক্রান্ত কোনো বই পড়ার সময় সাবধান। ছাপার ভুলের কারণে আপনার মৃত্যু হতে পারে। মার্ক টোয়েন, সাহিত্যিক।। আমি সব সময়ই বিখ্যাত ছিলাম, কিন্তু এত দিন সবাই জানত না। লেডি গাগা, আমেরিকান পপশিল্পী।। যদি আপনার পিতা-মাতার কোনো সন্তান না থাকে, তাহলে আপনারও নিঃসন্তান হওয়ার সম্ভাবনা আছে। ডিক ক্যাভেট, সাবেক আমেরিকান টিভি উপস্থাপক।। ঈশ্বর রোগ সারান কিন্তু সম্মানী নেন ডাক্তার। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকান রাজনীতিবিদ, লেখক ও বিজ্ঞানী।। প্রলোভনের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো তার বশবর্তী হওয়া। অস্কার ওয়াইল্ড, অভিনেতা ও সাহিত্যিক।। ভুল করার পরও কেউ হাসার অর্থ হলো, সে ইতিমধ্যে দোষ চাপানোর মতো অন্য কাউকে পেয়ে গেছে। রবার্ট ব্লক, সাহিত্যিক।। আমি অনেক বছর যাবৎ আমার স্ত্রীর সঙ্গে কথা বলিনি। আমি তার বক্তব্যে বাধা দিতে চাই না। রডনি ডেঞ্জারফিল্ড, আমেরিকান কৌতুকাভিনেতা।। একজন পুরুষ বিয়ের আগ পর্যন্ত অসম্পূর্ণ থাকে এবং বিয়ের পর সে শেষ হয়ে যায়। সা সা গাবুর, হাঙ্গেরিয়ান-আমেরিকান অভিনেত্রী।। সবার হৃদয়ে নিজের নামটি লিখুন, মার্বেল পাথরের দেয়ালে নয়। চার্লস স্পার্জান, ব্রিটিশ লেখক।। শুধু দালমা আর জিয়াননিনাই আমার বৈধ সন্তান, বাকিরা সবাই আমার অর্থ ও ভুলের ফসল। ডিয়েগো ম্যারাডোনা, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।। কোনো পুরুষ যদি স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয়, তাহলে হয় গাড়িটা নতুন অথবা তার নতুন বিয়ে হয়েছে। প্রিন্স ফিলিপ, ব্রিটেনের রাজপুত্র।। আমি শিশুদের ভালোবাসি। কারণ আপনারা জানেন কি না জানি না, আমি নিজেও শিশু ছিলাম একসময়। টম ক্রুজ, হলিউড অভিনেতা।। জীবনের সব কাক্সিত বস্তুই হয় অবৈধ, কিংবা নিষিদ্ধ, কিংবা চর্বিযুক্ত, কিংবা ব্যয়বহুল, নয়তো বা অন্য কারও স্ত্রী। গ্রুশো মাক্স, সাহিত্যিক।। যতক্ষণ আপনি কোনো ছেলেকে অপছন্দ করবেন, সে আপনার জন্য তার সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। যখন আপনি তাকে ভালোবাসতে শুরু করবেন, ততণে সে তার আগ্রহ হারিয়ে ফেলবে। বিয়ন্স নোয়েলস, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।। আমার একটা অ্যালার্ম ঘড়ি আছে। মজার বিষয় হলো, সেটা কোনো আওয়াজ করে না। এটা আলো দেয়। যতই সময় যেতে থাকে, সেটি ততই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। একপর্যায়ে আলোর চোটে আমার ঘুম ভেঙে যায়। আমার সেই অ্যালার্ম ঘড়িটার নাম জানালা। জে লেনো, মার্কিন কৌতুক অভিনেতা।। আমাকে একটি গিটার দাও, আমি সেটা বাজাব। আমাকে একটি মঞ্চ দাও, আমি গাইব। আমাকে একটি অডিটরিয়াম দাও, আমি তা পরিপূর্ণ করে দেব। এরিক ক্যাপটন, সংগীতজ্ঞ।। আমার স্বামীর সঙ্গে দেখা হওয়ার আগে আমি কখনো প্রেমে পড়িনি, কয়েকবার পা রেখেছিমাত্র। রিটা রুডনার, মার্কিন কৌতুক অভিনেত্রী ও লেখিকা।। অবিবাহিত পুরুষদের ওপর উচ্চহারে কর বসানো উচিত। তারা কেন অন্যদের চেয়ে সুখে থাকবে? অস্কার ওয়াইল্ড, আইরিশ লেখক ও কবি।। বিয়ে হলো কল্পনার কাছে বুদ্ধির পরাজয়। দ্বিতীয় বিয়ে হলো আশার কাছে অভিজ্ঞতার পরাজয়। স্যামুয়েল জনসন, ব্রিটিশ লেখক।। বিয়ে হলো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতোই প্রাকৃতিক, অযৌক্তিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ। লিসা হফম্যান, অভিনেতা ডাসটিন হফম্যানের স্ত্রী।। বুকমার্ক কেনার জন্য ডলার খরচ করার দরকার কী? ডলারটাকেই বুকমার্ক হিসেবে ব্যবহার করুন। স্টিভেন স্পিলবার্গ, চলচ্চিত্র পরিচালক।। আমার মনে হয়, যেসব পুরুষের কান ফুটো করা, তারা বিয়ের জন্য ভালোভাবে প্রস্তুত। কারণ, তারা ব্যথা সহ্য করেছে এবং অলংকারও কিনেছে। রিটা রুডনার, আমেরিকান কৌতুকাভিনেত্রী, লেখিকা ও অভিনেত্রী।। ডায়েটের প্রথম সূত্র হলো : খাবারটা যদি তোমার খেতে খুব ভালো লাগে, তাহলে অবশ্যই জিনিসটা তোমার জন্য তিকর হবে। আইজ্যাক আজিমভ, বিজ্ঞান কল্পকাহিনিকার।। আমার জন্মের পর আমি এত অবাক হয়ে গিয়েছিলাম যে পাক্কা দেড় বছর কথাই বলতে পারিনি। গ্রেসি অ্যালেন, মার্কিন কৌতুকাভিনেত্রী।। আমি কোনো দিন বিখ্যাত হতে পারব না। আমি কিচ্ছু করি না। কিছুই না। আগে দাঁত দিয়ে নখ কাটতাম। এখন তা-ও করি না। ডরোথি পার্কার, আমেরিকান রম্যলেখিকা।। আমি কখনোই আমার স্কুলকে আমার শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে দিইনি। মার্ক টোয়েন, সাহিত্যিক।। সত্যবাদিতাই সর্বোত্তম পন্থা, যদি না আপনি একজন অসাধারণ মিথ্যেবাদী হতে পারেন। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। আলস্য পুরোপুরিভাবে তখনই উপভোগ করা সম্ভব, যখন হাতে প্রচুর কাজ থাকে। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। যখনই টিভিতে পৃথিবীর সব অনাহারি ও দরিদ্র শিশুকে দেখি, কান্না ধরে রাখতে পারি না। মনে হয়, ইশ, আমার ফিগারটাও যদি ওই রকম হতো। মারায়া ক্যারি, সংগীতশিল্পী।। সুষম খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য। ফ্র্যান লেবোউইটজ, মার্কিন লেখক।। ধূমপান মৃত্যু ডেকে আনে। যদি আপনার মৃত্যু ঘটে, তাহলে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি হারাবেন। ব্রুক শিল্ডস, অভিনেত্রী।। বক্সিংয়ে এ পর্যন্ত ইনজুরি, মৃত্যু-দুটোই হয়েছে। কোনোটিই তেমন মারাত্মক ছিল না। অ্যালান মিন্টার, বক্সার।। অন্যের শেষকৃত্যানুষ্ঠানে সব সময় যাওয়া উচিত। তা না হলে তারাও আপনার শেষকৃত্যানুষ্ঠানে আসবে না। ইয়োগি বেরা, বেসবল খেলোয়াড়।। এমন কাজ তোমার করার দরকার নেই, যেটা আগামীকাল অন্যের ঘাড়ে এমনিতেই চাপবে। ডেভিড ব্রেন্ট, অভিনেতা।। আমাকে কোনো প্রশ্ন কোরো না, তাহলে আমাকেও কোনো মিথ্যা বলতে হয় না। ওলিভার গোল্ডস্মিথ, আইরিশ লেখক ও কবি।। মডেলরা হলো বেসবল খেলোয়াড়দের মতো। আমরা খুব তাড়াতাড়ি বিপুল অর্থের মালিক হই, কিন্তু বয়স ৩০ হতে না হতেই আবিষ্কার করি যে আমাদের উচ্চশিক্ষা নেই, কোনো কিছু করারই যোগ্যতা নেই। কিন্তু আমরা খুবই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। এমন সময় সবচেয়ে বুদ্ধির কাজ হলো কোনো মুভিস্টারকে বিয়ে করে ফেলা। সিন্ডি ক্রাফোর্ড, মডেল।। ফিলাডেলফিয়ার পথঘাট খুবই নিরাপদ। শুধু মানুষই সেগুলোকে অনিরাপদ বানিয়ে রেখেছে। ফ্রাংক রিজো, আমেরিকার ফিলাডেলফিয়ার সাবেক মেয়র।। সব সময় মনে রাখবেন, আপনি অনন্য। ঠিক আর সবার মতো। মার্গারেট মেড, নৃতত্ত্ববিদ।। বিশেষজ্ঞরা বলেন, রাগের মাথায় কখনো বাচ্চাদের মারবেন না। আমার প্রশ্ন হলো, তাহলে কখন মারব? মনে যখন আনন্দ থাকে তখন? রোজেইন বার, লেখক।। টেলিভিশন আমার কাছে খুবই শিক্ষামূলক। বাড়ির সবাই যখন টেলিভিশন দেখে, আমি তখন অন্য ঘরে গিয়ে বই পড়তে শুরু করি। গ্রুশো মার্ক্স, কৌতুকাভিনেতা।। হাল ছেড়ো না। একটা ডাকটিকিটকে দেখো। নিজ গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত তা একটি খামের সঙ্গেই লেগে থাকে। জশ বিলিংস, লেখক।। কেউ মহৎ হয়েই জন্মায়, কেউ অনেক চেষ্টা করে মহৎ হয়। বাকিরা পাবলিক রিলেশন অফিসারদের ভাড়া করে। ড্যানিয়েল জে বুরর্স্টিন, ইতিহাসবিদ।। বাস্তব ও কল্পকাহিনির মধ্যে পার্থক্য হলো, কল্পকাহিনিকে সব সময় যুক্তিপূর্ণ হতে হয়। টম ক্যান্সি, লেখক।। অস্ট্রেলিয়ার মানুষের অন্যতম প্রিয় শখ হচ্ছে কবিতা না পড়া। ফিলিস ম্যাকগিনলে, লেখক।। চলচ্চিত্রের দৈর্ঘ্য মানুষের ব্লাডারের সহ্যমতার সমানুপাতিক হওয়া উচিত। আলফ্রেড হিচকক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।।



.

বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

এক কাহন - ৯: "তবুও বৃষ্টি চাই"

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

১.
তেমন কিছু করার পাচ্ছি না। কলেজ বন্ধ। সারাদিন বসে বসে গান শুনছি কেবল। বাংলালায়নের ৪ গিগাবাইট শেষ হয়ে গেছে। ইউটিউবে যেতে পারছি না, কিছু ডাউনলোডও করতে পারছি না। গুগলে সার্চ দিয়ে দেশি বিদেশি ব্লগ আর ম্যাগাজিন পড়া ছাড়া তেমন কিছু করতে পারছি না।
বিদেশি একটা জার্নালে হিউম্যান সাইকোলজি নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য পেলাম। হুবুহু অনুবাদ করে দিচ্ছি।

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১১

মুক্তির গান গাওয়া এই মানুষটাকে বাঁচাতে হবে। একটু এগিয়ে আসবেন প্লিজ?

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

দ্ভুত অভিমান সবার। যারা আমাদের জাগাবে তারা সবাই চলে যাচ্ছে একজন একজন করে।
সেন্ট্রাল হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে গত ১৫ দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে আছেন এমনই এক অভিমানি গানের পাখি।
কামরুদ্দিন আবসার। গনসংগীত শিল্পি। স্বাধীনতা পরবর্তি সময়ে তার হাত ধরেই অনেকটা পথ পেরিয়েছিলো বাংলাদেশের গনসংগীত। যার গানে অগুনিত মানুষের রক্তে কাপন ধরতো, জেগে উঠার আহ্বান থাকতো যার গানে তিনিই এখন ঘুমিয়ে আছেন আই সি ইউ তে।

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

যে সমস্যাগুলো সমাধানের জন্য রস+আলো পাঠকসংখ্যা বের করে

মন্তব্যঃ টি

স+আলো প্রায়ই পাঠকদের লেখা নিয়ে বের করে পাঠকসংখ্যা। ঘোষণা দিয়ে পাঠকদের কাছ থেকে নেওয়া হয় লেখা। কিন্তু পাঠকসংখ্যা বের হতে দেরি হয় সপ্তাহের পর সপ্তাহ। পাঠকদের দাবির মুখেও বের হয় না তা। বের হয় অনেক দিন পরে, হঠাৎ করে। এই পাঠকসংখ্যা কেন বের হয়? কী তার কারণ? গবেষণা করে জানাচ্ছেন আলিম আল রাজি:


সমস্যা
রস+আলো বিভাগীয় সম্পাদক চলে গেছেন দেশের বাইরে। দেশে থাকতেই তিনি বিরাট ফাঁকিবাজ। বিদেশ গিয়ে একেবারেই ভুলে গেলেন রস+আলো ও তাঁর লাখ লাখ পাঠকের কথা।

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১

উইকিলিকস এবার ফাস করলো সামু ব্লগের গোপন তারবার্তা

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 1 টি .

ইকিলিকস এবার ফাস করলো পৃথিবীর সব চেয়ে বড় বাংলা ব্লগ সামহোয়্যারইন ব্লগ-এর বেশ কিছু গোপন তারবার্তা।
উইকিলিকস-এর ফাঁস করা এসব নথি থেকে জানা গেছে সামু ব্লগের অনেক না জানা কাহিনি।
আপনাদের জন্য সেগুলো তুলে এনেছেন আলিম আল রাজি।

একসাথে ডিনার করেছিলেন সামু ও আমু ব্লগের মডুঃ
সামু ব্লগের মডু আরিল ও আমার ব্লগের মডু সুশান্ত দাশ গুপ্ত একসাথে ডিনার করেছিলেন। গত ডিসেম্বরে সুশান্ত দাশ গুপ্ত এক সফরে বাংলাদেশ আসলে তারা একসাথে রাজধানীর এক হোটেলে ডিনার করেন।

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১

এক কাহন ৮: প্রথমবারের মতো অনুভব করলাম অনেক কিছু

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

মা শুয়ে আছেন স্ট্র্যাচারে। কিছুক্ষণ পরেই তাকে নেয়া হবে অপারেশন থিয়েটারে।
বাবা কাদছেন।
বোন কাদছে।
মা শক্ত করে আমার হাত ধরে আছেন। আমি যাবো তার সাথে অপারেশন থিয়েটারে।

নার্স স্ট্র্যাচার নিয়ে যেতে শুরু করলো। আমি বাবার চোখের দিকে তাকালাম। অদ্ভুত শূন্যতা। আমি বাবার এই চোখের সাথে পরিচিত না একটুও। মা হাত ধরে আছেন বাবার।
ডক্টর স্বান্তনা দিচ্ছেন বাবাকে "বেশি সিরিয়াস কিছু না। আল্লাহকে ডাকুন। এভাবে ভেঙ্গে পড়লে তো চলবে না"

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১১

ভিকারুন্নেসাতে সেদিন যা ঘটেছিলো

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

সামহোয়্যারিনব্লগের সর্বাধিক পঠিত পোস্ট মনে হয় এটা।
এই পোস্টের মাধ্যমে চেষ্টা করেছিলাম ব্লগের শক্তিকে ব্যবহার করে ঐদিন ভিকারুন্নেসার ভেতরের অবস্থা সম্পর্কে সবাইকে জানাতে।
এই কাজে আমাকে সাহায্য করেছিলেন কয়েক ভিকি ও এক্স ভিকি। আসলে মূল কাজটাই করেছিলেন তারা।
ঐদিন দেয়া সব আপডেটের ব্যাক-আপ রাখা ছিলোনা আমার পার্সোনাল ব্লগে। আজ রাখলাম।

পোস্টটি দিয়েছিলাম ১৪ জুলাই ২০১১। স্টিকি হয়েছিলো তিনদিন।

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

একটি ফাটক (ফেসবুকে যে নাটক)

মন্তব্যঃ টি

রিত্র:

ছেলে ১,
ছেলে ২,
মেয়ে।

মঞ্চ: ফেসবুক। নীল আর সাদা রং মিলে কিছুটা স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করবে।
দৃশ্য এক:
মঞ্চে ধীরপায়ে এল একটি মেয়ে। সে হলো মেয়ে ১।
এরপর এল একটি ছেলে। সে হলো ছেলে ১।

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

এক কাহন - ৭: প্রফ শেষের আনন্দে ছন্দে নাচে নটরাজ

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

১.
হিস্টলজিতে এক ম্যাডাম আছেন। বাড়ি সিলেট। তিনি আমাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলেন। তার শুদ্ধের নমুনা দেই কয়েকটা।
"এই, ওবায়দি আসো"
"এদিকে আসোনা কেনে? কথা কানে যায় না?"
"তুমি কিতা খাতা কমপ্লিট করে এনেছো নি?"

ম্যাডাম কালকে সাবধান করছিলেন আমাকে, "তোমারে নিয়া ডর আছে রে ভাই(ম্যাডাম প্রায়ই স্টুডেন্ট-দের ভাই ডেকে ফেলেন)। তুমি ক্লাসে ছিলা অনেক কম ছিলা। ফাকিবাজি করছো। ভালা করি পড়ে এসো"

আমি "ভালা করি" পড়ে গেলাম এনাটমি হার্ড পার্ট দিতে। আজকেই ছিলো প্রফ-এর শেষ দিন।

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

সবাই কথা রেখেছে। (একটি কাউন্টার কবিতা) (কিঞ্চিত ১৮+)

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

বাই কথা রেখেছে।
আঠারো বছর কেটে গেলো,
সবাই কথা রেখেছে।

ছেলে বেলায় "উরাধুড়া" ব্যান্ড
বলেছিলো,
পয়লা বৈশাখের দিন
হবে কনসার্ট।

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১

সি ড্রাইভে লুকিয়ে ছিলে (ফুল ভার্সন, ১৮+)

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

সি ড্রাইভে লুকিয়ে ছিলে,
দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি
অন্য ড্রাইভে সার্চ দিয়েছি আসল ড্রাইভে যাইনি... ই ই ই।

আমার পুরো মোবাইল ফোনে, পেনড্রাইভে, পিসির কোনে
তুমিই ছিলে এক মাত্র পর্ন, আর তো আমি চাইনি
হায়, আর তো আমি চাইনি,
অন্য ড্রাইভে সার্চ দিয়েছি আসল ড্রাইভে যাইনি... ই ই ই।

তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার সবি,
আনন্দে তাই ভুলেছিলাম লুকাতে সেই অ্যাভি(.avi) ই ই ই।

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

আমি বনাম আমার প্রেমিকার ছোট ভাই

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

ব সময় প্রেমিকের প্রধান শত্রু  হয় প্রেমিকার বড় ভাই। এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু আমার ক্ষেত্রে ঘটনা উলটা। আমার প্রধান ও একমাত্র শত্রু হলো প্রেমিকার ছোট ভাই। বয়স চার বছর।
তার সাথে আমার প্রথম কথা হয় আমার প্রথম ডেটিং এর দিন। আমার প্রেমিকাকে তার মা বিকেলে একা বাসা থেকে বের হতে দেন না। বের হতে হলে কাউকে সাথে নিতে হয়। সেদিন সাথে এসেছিলো এই পিচ্চি। পিচ্চির মাথায় ক্যাপ। নাদুস নুদুস লাগছিলো দেখতে। আমি দেখে গাল টিপে দিয়ে বললাম,

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১

এক কাহন ৬: বোকা ছেলে, চালাক স্যার, হুমায়ুন আহমেদ ও একটি ছবি

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

১.
টানা ৫/৬ দিন ছিলো প্রচ্চন্ড গরম। "আয় বৃষ্টি ঝেপে" টাইপ আবহাওয়া। কিন্তু বৃষ্টি আর আসেনি। অবশেষে বৃষ্টি আসলো গতকাল রাত ১২ টার দিকে। ভয়ংকর বৃষ্টি। মনে হলো কেউ আকাশ থেকে শত শত পানি ভরা কলসী উপুড় করে দিয়েছে। একটু পর পর টুং টাং বাজনা বাজাচ্ছে কলসীর গায়ে। অদ্ভুত সুন্দর রিনিঝিনি বৃষ্টি। রবীন্দ্রনাথের ভাষায় "বরিষও ধরা মাঝে শান্তিরও বারি"।

কিন্তু সকালেই শান্তির বারি হয়ে গেলো অশান্তির বারি।

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

রহম করো মা'বুদ

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

বিনা ওয়ারেন্টে জেলে ঢুকিয়ে দেয়া হয়েছে পাওয়ার সার্জ ব্যান্ডের গিটারিস্ট নাহিয়ানকে। তার অপরাধ মন্ত্রীর ভাইয়ের বাসার কাছে গান প্র্যাকটিস করছিলো। কঠিন অপরাধ। তাকে তো এমনি এমনি ছেড়ে দেয়া যায় না! মিথ্যা চুরির মামলায় ঢুকিয়ে দেয়া হলো তাকে। গ্রেপতার করে উলটা করে ঝুলিয়ে পেটানো হয়েছে, ইলেক্ট্রিক শক দেয়া হয়েছে।
হায় বঙ্গদেশ!

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

এক কাহনঃ ৫ - "আগুনের সাথে ভেজার বাসনা"

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

১.
প্রায় বছর খানেক হলো সামহোয়্যারইনব্লগে জামাত শিবিরের বিপক্ষে কিছু করিনি। আগেও যে করতাম খুব তেমন না। কয়েকটা জামাত বিরোধী স্যাটায়ার আর কয়েকটা কমেন্ট করেছিলাম যতোদূর মনে পড়ে।
এখন তো ব্লগে পোস্টই দেই না আগের মতো। কমেন্ট করি মাসে ২/৩ টা। ক্যাচাল তো অনেক দূরের ব্যাপার।
কিন্তু আজকে ব্লগে গিয়ে দেখি জামাত-এর বরাহ শাবকরা আমার বিপক্ষে উঠে পড়ে লেগেছে। প্রায় ১ বছর আগে দেয়া কিঞ্চিত ডলা এরা এখনো ভুলতে পারেনি। মজাই পেলাম। স্যাটায়ারের জোর প্রচন্ড। বোঝা গেলো।

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১

সংখ্যাতত্ত্বে ৯/১১ অথবা ১১-ময় ১১ সেপ্টেম্বর

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

নিউমারলজি আমার খুব আগ্রহের ব্যাপারগুলোর একটি। কে জানি বলেছিলেন "সংখ্যাই ইশ্বর।" আমি এই কথার সাথে একমত।
১১ সেপ্টেম্বর। যেদিনটি পরিচিত ৯/১১ নামে। ইতিহাসের ভয়ংকরতম দিনগুলোর একটি। ১২ সেপ্টেম্বর ২০০১ এর পত্রিকাগুলো দেখছিলাম গতকাল। ঐদিন "দ্যা এক্সামিনার" পত্রিকার হেডলাইন ছিলো "BUSTARDS!"
কিছুটা মজা হয়েছি ওটা দেখে। পত্রিকার শিরোনামও এমন হয়!


যাই হোক, সংখ্যাতত্ত্বে ৯/১১ নিয়ে একটা লেখা বেশ আগে কোথায় যেনো পড়েছিলাম। বেশ মজার ছিলো ওটা। কিন্তু ঐ লেখাটা হারিয়ে ফেলেছি। তাই গুগলের দ্বারস্ত হলাম। পেয়েও গেলাম। অনুবাদও করে ফেললাম। অনেকেই হয়তো পড়েছেন আগে। না পড়লে পড়ে ফেলতে পারেন।

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১১

এক কাহন ৪: আবছা নীল আমার লাগে ভালো

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

১.
জ সম্ভবত বৃষ্টি হবে। হোক।
শহরের বৃষ্টি কেনো জানি গ্রামের বৃষ্টির মতো সুন্দর হয়না। কংক্রিটের ছাদে পা রেখে বৃষ্টি গায়ে মাখার মাঝে একটু যেনো কৃত্রিমতা থেকে যায়।

আমার ধারনা পৃথিবীর সব চেয়ে বেশি বৃষ্টি হয় আমাদের গ্রামটাতে।
আমাদের গ্রামটাকে আমি অসম্ভব ভালোবাসি। কারণ আমি ঘিনঘিনে গ্রাম্যতা দেখেছি, ছায়া ঢাকা শান্ত গ্রামও দেখেছি।
আমাদের গ্রামটা হলো দ্বিতীয় ক্যাটাগরির। ছিমছাম সুন্দর একটা গ্রাম। পাশে নদী। সারি নদী। সারি নদীর ওপাশে উচু উচু পাহাড়। রাস্তার পাশে সারী সারী গাছ। রাস্তার অন্য পাশে হাওর। বিকেল হলে লাল সূর্য অস্ত যায়। অদ্ভুত সুন্দর দৃশ্য।

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১

এক কাহন - ৩: নার্ভাস নাইনটি নাইনের ক্ষপ্পরে

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

১.
নার্ভাস-৯৯ এর ক্ষপ্পরে পড়ে গেছি। সামহোয়্যারে পোস্ট সংখ্যা এখন ৯৯ টা। একটা পোস্ট দিলেই সেঞ্চুরি হয়ে যাবে। কিন্তু দিতে ইচ্ছে করছে না। পোস্টের আইডিয়া যে নেই তা না। আইডিয়া আছে, এমনকি ড্রাফটে বেশ কয়েকটা পোস্ট-ও লেখা আছে। আমার ড্রাফটে এতো পোস্ট একসাথে কখনো জমেনি। এবারই জমলো। তারপরেও পোস্ট পাবলিশ করতে ইচ্ছে করছে না কেনো জানি!

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১১

এক কাহন - ২: মুডে আছি

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 1 টি .

১.
সিরিজের নামটাই পালটে ফেললাম। আগের নাম বদলে করে ফেললাম "এক কাহন"। কেনো করলাম? জানি না।

২.
ফিজিওলজি ভাইবা ছিলো আজ।
ভয়াবহ অবস্থা। ভাইবা জিনিষটা এমনিতেই ভয়ংকর। তার উপর সেটা যদি হয় এই গ্রহের অন্যতম শ্রেষ্ঠ ফিজিওলজিস্ট ডক্টর এম এ হাই-এর সামনে বসে তাহলে ভয় পাওয়ার কথা আরো বেশি।

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১১

এক কাহন - ১: ক্যাটাগরিতে নতুন সংযোজন

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

মি সাধারণত পড়াশোনা করি অনেক কম। কম পড়ে বড় বড় বিপদ সামলাতে সামলাতে মোটামোটি অভ্যাস হয়ে গেছে। মেডিকেলে এসেও অভ্যাসটা ছাড়তে পারিনি। এইচ এস সি পর্যন্ত দেখা যেতো একটানা ২০/২৫ দিন না পড়ে পরীক্ষার আগের দিন পড়েছি। তারপর কোন রকমে টেনেটুনে পাশ করে ফেলেছি স্কুল কলেজের অভ্যন্তরীন পরীক্ষাগুলোতে। এর খেসারত দিতে হয়েছিলো SSC ও HSC পরীক্ষার আগে। টেস্টের পরে দম বন্ধ করে পড়তে হয়েছে।
ম্যাডিকেলে এসে কাহিনি একটু প্যাচ লেগে গেলো। এখানে দেখি প্রতিদিন পরীক্ষা। যার ফলে প্রায় প্রতিদিনই পড়তে হয়। তারপরেও আমি যে খুব বেশি পড়ি তা না।

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

আজ হিমুর ব্রেক-আপ

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

মার কাছে ঈদের দিন আর অন্যান্ন দিনের মাঝে তেমন কোন পার্থক্য নেই। ভেবেছিলাম দুপুর পর্যন্ত ঘুমাবো। কিন্তু সেটা আর হলো না। সকাল সকাল ঘুম ভাঙ্গলো খালু সাহেবের ফোন পেয়ে।
- হ্যালো কে হিমু?
- জি খালুসাহেব। ঈদ মোবারক।
- রাখো তোমার মোবারক ফোবারক।
- কি হয়েছে?
- I am in deep trouble. সমস্যা বাদলকে নিয়ে। এই গাধা পুত্র আমার লাইফ ত্যানা ত্যানা করে দিয়েছে। সাক্ষাতে বিস্তারিত বলবো। তুমি এখনি আমার বাসায় চলে আসো। কুইক। উইথিন হাফ এন আওয়ার।
- ওকে কমরেড।

 
টেমপ্লেট ডিজাইন আলিম আল রাজি | ব্যাক্তিগত ব্লগসাইট খেয়ালিকা'র জন্য খেয়ালিকা | যোগাযোগ