আলিম আল রাজি 'র হ-য-ব-র-ল মার্কা ব্লগ

স্বাস্থ্যসংক্রান্ত কোনো বই পড়ার সময় সাবধান। ছাপার ভুলের কারণে আপনার মৃত্যু হতে পারে। মার্ক টোয়েন, সাহিত্যিক।। আমি সব সময়ই বিখ্যাত ছিলাম, কিন্তু এত দিন সবাই জানত না। লেডি গাগা, আমেরিকান পপশিল্পী।। যদি আপনার পিতা-মাতার কোনো সন্তান না থাকে, তাহলে আপনারও নিঃসন্তান হওয়ার সম্ভাবনা আছে। ডিক ক্যাভেট, সাবেক আমেরিকান টিভি উপস্থাপক।। ঈশ্বর রোগ সারান কিন্তু সম্মানী নেন ডাক্তার। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকান রাজনীতিবিদ, লেখক ও বিজ্ঞানী।। প্রলোভনের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো তার বশবর্তী হওয়া। অস্কার ওয়াইল্ড, অভিনেতা ও সাহিত্যিক।। ভুল করার পরও কেউ হাসার অর্থ হলো, সে ইতিমধ্যে দোষ চাপানোর মতো অন্য কাউকে পেয়ে গেছে। রবার্ট ব্লক, সাহিত্যিক।। আমি অনেক বছর যাবৎ আমার স্ত্রীর সঙ্গে কথা বলিনি। আমি তার বক্তব্যে বাধা দিতে চাই না। রডনি ডেঞ্জারফিল্ড, আমেরিকান কৌতুকাভিনেতা।। একজন পুরুষ বিয়ের আগ পর্যন্ত অসম্পূর্ণ থাকে এবং বিয়ের পর সে শেষ হয়ে যায়। সা সা গাবুর, হাঙ্গেরিয়ান-আমেরিকান অভিনেত্রী।। সবার হৃদয়ে নিজের নামটি লিখুন, মার্বেল পাথরের দেয়ালে নয়। চার্লস স্পার্জান, ব্রিটিশ লেখক।। শুধু দালমা আর জিয়াননিনাই আমার বৈধ সন্তান, বাকিরা সবাই আমার অর্থ ও ভুলের ফসল। ডিয়েগো ম্যারাডোনা, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।। কোনো পুরুষ যদি স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয়, তাহলে হয় গাড়িটা নতুন অথবা তার নতুন বিয়ে হয়েছে। প্রিন্স ফিলিপ, ব্রিটেনের রাজপুত্র।। আমি শিশুদের ভালোবাসি। কারণ আপনারা জানেন কি না জানি না, আমি নিজেও শিশু ছিলাম একসময়। টম ক্রুজ, হলিউড অভিনেতা।। জীবনের সব কাক্সিত বস্তুই হয় অবৈধ, কিংবা নিষিদ্ধ, কিংবা চর্বিযুক্ত, কিংবা ব্যয়বহুল, নয়তো বা অন্য কারও স্ত্রী। গ্রুশো মাক্স, সাহিত্যিক।। যতক্ষণ আপনি কোনো ছেলেকে অপছন্দ করবেন, সে আপনার জন্য তার সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। যখন আপনি তাকে ভালোবাসতে শুরু করবেন, ততণে সে তার আগ্রহ হারিয়ে ফেলবে। বিয়ন্স নোয়েলস, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।। আমার একটা অ্যালার্ম ঘড়ি আছে। মজার বিষয় হলো, সেটা কোনো আওয়াজ করে না। এটা আলো দেয়। যতই সময় যেতে থাকে, সেটি ততই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। একপর্যায়ে আলোর চোটে আমার ঘুম ভেঙে যায়। আমার সেই অ্যালার্ম ঘড়িটার নাম জানালা। জে লেনো, মার্কিন কৌতুক অভিনেতা।। আমাকে একটি গিটার দাও, আমি সেটা বাজাব। আমাকে একটি মঞ্চ দাও, আমি গাইব। আমাকে একটি অডিটরিয়াম দাও, আমি তা পরিপূর্ণ করে দেব। এরিক ক্যাপটন, সংগীতজ্ঞ।। আমার স্বামীর সঙ্গে দেখা হওয়ার আগে আমি কখনো প্রেমে পড়িনি, কয়েকবার পা রেখেছিমাত্র। রিটা রুডনার, মার্কিন কৌতুক অভিনেত্রী ও লেখিকা।। অবিবাহিত পুরুষদের ওপর উচ্চহারে কর বসানো উচিত। তারা কেন অন্যদের চেয়ে সুখে থাকবে? অস্কার ওয়াইল্ড, আইরিশ লেখক ও কবি।। বিয়ে হলো কল্পনার কাছে বুদ্ধির পরাজয়। দ্বিতীয় বিয়ে হলো আশার কাছে অভিজ্ঞতার পরাজয়। স্যামুয়েল জনসন, ব্রিটিশ লেখক।। বিয়ে হলো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতোই প্রাকৃতিক, অযৌক্তিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ। লিসা হফম্যান, অভিনেতা ডাসটিন হফম্যানের স্ত্রী।। বুকমার্ক কেনার জন্য ডলার খরচ করার দরকার কী? ডলারটাকেই বুকমার্ক হিসেবে ব্যবহার করুন। স্টিভেন স্পিলবার্গ, চলচ্চিত্র পরিচালক।। আমার মনে হয়, যেসব পুরুষের কান ফুটো করা, তারা বিয়ের জন্য ভালোভাবে প্রস্তুত। কারণ, তারা ব্যথা সহ্য করেছে এবং অলংকারও কিনেছে। রিটা রুডনার, আমেরিকান কৌতুকাভিনেত্রী, লেখিকা ও অভিনেত্রী।। ডায়েটের প্রথম সূত্র হলো : খাবারটা যদি তোমার খেতে খুব ভালো লাগে, তাহলে অবশ্যই জিনিসটা তোমার জন্য তিকর হবে। আইজ্যাক আজিমভ, বিজ্ঞান কল্পকাহিনিকার।। আমার জন্মের পর আমি এত অবাক হয়ে গিয়েছিলাম যে পাক্কা দেড় বছর কথাই বলতে পারিনি। গ্রেসি অ্যালেন, মার্কিন কৌতুকাভিনেত্রী।। আমি কোনো দিন বিখ্যাত হতে পারব না। আমি কিচ্ছু করি না। কিছুই না। আগে দাঁত দিয়ে নখ কাটতাম। এখন তা-ও করি না। ডরোথি পার্কার, আমেরিকান রম্যলেখিকা।। আমি কখনোই আমার স্কুলকে আমার শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে দিইনি। মার্ক টোয়েন, সাহিত্যিক।। সত্যবাদিতাই সর্বোত্তম পন্থা, যদি না আপনি একজন অসাধারণ মিথ্যেবাদী হতে পারেন। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। আলস্য পুরোপুরিভাবে তখনই উপভোগ করা সম্ভব, যখন হাতে প্রচুর কাজ থাকে। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। যখনই টিভিতে পৃথিবীর সব অনাহারি ও দরিদ্র শিশুকে দেখি, কান্না ধরে রাখতে পারি না। মনে হয়, ইশ, আমার ফিগারটাও যদি ওই রকম হতো। মারায়া ক্যারি, সংগীতশিল্পী।। সুষম খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য। ফ্র্যান লেবোউইটজ, মার্কিন লেখক।। ধূমপান মৃত্যু ডেকে আনে। যদি আপনার মৃত্যু ঘটে, তাহলে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি হারাবেন। ব্রুক শিল্ডস, অভিনেত্রী।। বক্সিংয়ে এ পর্যন্ত ইনজুরি, মৃত্যু-দুটোই হয়েছে। কোনোটিই তেমন মারাত্মক ছিল না। অ্যালান মিন্টার, বক্সার।। অন্যের শেষকৃত্যানুষ্ঠানে সব সময় যাওয়া উচিত। তা না হলে তারাও আপনার শেষকৃত্যানুষ্ঠানে আসবে না। ইয়োগি বেরা, বেসবল খেলোয়াড়।। এমন কাজ তোমার করার দরকার নেই, যেটা আগামীকাল অন্যের ঘাড়ে এমনিতেই চাপবে। ডেভিড ব্রেন্ট, অভিনেতা।। আমাকে কোনো প্রশ্ন কোরো না, তাহলে আমাকেও কোনো মিথ্যা বলতে হয় না। ওলিভার গোল্ডস্মিথ, আইরিশ লেখক ও কবি।। মডেলরা হলো বেসবল খেলোয়াড়দের মতো। আমরা খুব তাড়াতাড়ি বিপুল অর্থের মালিক হই, কিন্তু বয়স ৩০ হতে না হতেই আবিষ্কার করি যে আমাদের উচ্চশিক্ষা নেই, কোনো কিছু করারই যোগ্যতা নেই। কিন্তু আমরা খুবই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। এমন সময় সবচেয়ে বুদ্ধির কাজ হলো কোনো মুভিস্টারকে বিয়ে করে ফেলা। সিন্ডি ক্রাফোর্ড, মডেল।। ফিলাডেলফিয়ার পথঘাট খুবই নিরাপদ। শুধু মানুষই সেগুলোকে অনিরাপদ বানিয়ে রেখেছে। ফ্রাংক রিজো, আমেরিকার ফিলাডেলফিয়ার সাবেক মেয়র।। সব সময় মনে রাখবেন, আপনি অনন্য। ঠিক আর সবার মতো। মার্গারেট মেড, নৃতত্ত্ববিদ।। বিশেষজ্ঞরা বলেন, রাগের মাথায় কখনো বাচ্চাদের মারবেন না। আমার প্রশ্ন হলো, তাহলে কখন মারব? মনে যখন আনন্দ থাকে তখন? রোজেইন বার, লেখক।। টেলিভিশন আমার কাছে খুবই শিক্ষামূলক। বাড়ির সবাই যখন টেলিভিশন দেখে, আমি তখন অন্য ঘরে গিয়ে বই পড়তে শুরু করি। গ্রুশো মার্ক্স, কৌতুকাভিনেতা।। হাল ছেড়ো না। একটা ডাকটিকিটকে দেখো। নিজ গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত তা একটি খামের সঙ্গেই লেগে থাকে। জশ বিলিংস, লেখক।। কেউ মহৎ হয়েই জন্মায়, কেউ অনেক চেষ্টা করে মহৎ হয়। বাকিরা পাবলিক রিলেশন অফিসারদের ভাড়া করে। ড্যানিয়েল জে বুরর্স্টিন, ইতিহাসবিদ।। বাস্তব ও কল্পকাহিনির মধ্যে পার্থক্য হলো, কল্পকাহিনিকে সব সময় যুক্তিপূর্ণ হতে হয়। টম ক্যান্সি, লেখক।। অস্ট্রেলিয়ার মানুষের অন্যতম প্রিয় শখ হচ্ছে কবিতা না পড়া। ফিলিস ম্যাকগিনলে, লেখক।। চলচ্চিত্রের দৈর্ঘ্য মানুষের ব্লাডারের সহ্যমতার সমানুপাতিক হওয়া উচিত। আলফ্রেড হিচকক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।।



.

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

শাওনকে একটু শান্তিতে থাকতে দিন প্লিজ

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 53 টি .


আমি কেবল হুমায়ূন আহমেদের লেখা পড়তে চেয়েছিলাম। হুমায়ূন আহমেদের মৃত্যু নিয়ে কোনো অক্ষর ব্যবসায়ীর লেখা না। তাই গত পাঁচ দিন ধরে কোন পত্রিকা পড়িনা। বাসায় হকার যেভাবে পত্রিকা দিয়ে যায় সেভাবেই পড়ে থাকে। খুলেও দেখিনা একবার।

কিন্তু পত্রিকা না পড়লেও আজকাল আর কোনোকিছু থেকে নিজেকে দূরে রাখা যায়না। ফেসবুকে একবার ঢু মারলেই বুঝা যায় কোথায় কী ঘটছে না ঘটছে।
হুমায়ূন আহমেদ স্যারের চলে যাওয়ায় সবারই মন খারাপ ছিলো। থাকাটাই স্বাভাবিক। সবার ফেসবুক স্ট্যাটাস দেখেই সেটা বোঝা যাচ্ছিলো।
কিন্তু গত দুই দিন ধরে অনেকের কথাবার্তাই অন্য দিকে মোড় নিতে শুরু করেছে।

বাঙালি সবকিছুকে উৎসবে পরিণত করে ফেলতে পারে। কথাটা সত্য।
প্রাথমিক শোকটা কেটে যাবার আগেই হুমায়ূন স্যারের মৃত্যুকে এখন সবাই মেহের আফরোজ শাওনকে অপমান করার উৎসব বানিয়ে ফেলেছে। ফেসবুকে স্যারের মৃত্যু নিয়ে ১০ টা স্ট্যাটাস থাকলে এর মধ্যে ৬ টাতেই থাকে শাওনকে গালাগালি। আমি অবাক হয়ে লক্ষ্য করছি আমাদের তথাকথিত প্রগতিশীল মানুষগুলোও এক্ষেত্রে পিছিয়ে নেই। যে যেভাবে পারছে শাওনকে তুলাধুনা করছে। কেউ সুশীলতার মুখোশটা খুলতে পারছেনা বলে আকারে ইঙ্গিতে আর কেউ সরাসরি গালাগালি করে। কী অশ্লীল উৎসব!

যে মানুষটা এতোটা দিন স্যারের সাথে ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত স্যারের হাত ধরে ছিলেন তাকে এক ঝটকায় সবাই খলনায়ক বানিয়ে ফেলছে। পুরো ব্যপারটাতে ঘি ঢালছে আমাদের অতি উৎসাহী মিডিয়াগুলো।

প্রথম শুনা অভিযোগটা ছিলো এরকমঃ শাওন বিজনেস ক্লাস টিকিটের জন্য ঝামেলা করছেন। তিনি গো ধরে বসে আছেন বিজনেস ক্লাস টিকিট ছাড়া তিনি আসবেন না। শাওনের গো ধরার কারণেই স্যারের দেশে ফেরা বিলম্বিত হয়েছে।
খবরটা প্রথম প্রকাশ করেছিলো এননিউজ নামের একটা অখ্যাত অনলাইন পত্রিকা। আমাদের ফেসবুক পেজ আর কিছু কপি পেস্ট ব্লগারের কল্যানে কিছুক্ষণের মধ্যেই খবরটা বেশ জনপ্রিয় হয়ে উঠলো।
দেখলাম অভিযোগটা শুনে এটার সত্য মিথ্যা যাচাই না করেই সবাই মাতামাতি শুরু করে দিলো। ব্লগে আর ফেসবুকে শাওনের চৌদ্দ গোস্টি উদ্ধারের দায়ীত্ব নিয়ে নিলো সবাই। মনে হচ্ছিলো সবাই অপেক্ষাই করছিলো এরকম একটা খবরের জন্য যেটা পেলে সাথে সাথে ঝাপিয়ে পড়া যাবে সদ্য স্বামী হারা এই মানুষটার উপর।

এন নিউজের খবরটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। অনেক কাছের মানুষই থাকেন নিউইউর্কের বাংলা কমিউনিটিতে। প্রায় সবাইকে জিজ্ঞেস করেছি এটার সত্যতার ব্যাপারে। সবাই অস্বিকার করেছে যে এমন কিছু তারা শুনেননি। তাঁরা কেউ কিছু জানলো না, জানলো শুধু এন নিউজ আর মানব জমিন টাইপ পত্রিকাগুলো। তাঁরা আবার রিপোর্ট করেছে 'বাংলা কমিউনিটিতে তোলপাড়'। সম্ভবত এই টাইপ পত্রিকাগুলো নতুন কোনো বাংলা কমিউনিটি আবিষ্কার করে বসে আছে।
আর শাওন যদি বিজনেস ক্লাস টিকেট চেয়েও থাকেন তাহলে কি খুব অপরাধ করে ফেলেছেন তিনি? ছোট ছোট দুইটা বাচ্চাকে নিয়ে ইকোনোমি ক্লাসে এয়ার জার্ণি কতো কষ্ট সেটা কেবল যাদের অভিজ্ঞতা আছে তাঁরাই জানেন। তারউপর শাওন ছিলেন মানষিক ও শারীরিকভাবে যথেষ্ট বিপর্যস্ত। 
* [কিছু খবর নিশ্চিত হয়ে আরো কিছু তথ্য যোগ করা হবে]

আরেকটা অভিযোগ শোনা যায়। সেটা হলো শাওন নাকি কোন সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়েছেন। সাংবাদিকের সাথে খারাপ আচরণ করেছেন।
সদ্য স্বামীহারা একজন মানুষের কাছ থেকে কেনো সবাই এতো স্বাভাবিক আচরণ প্রত্যাশা করছেন একটু বলবেন কী? আমাদের মিডিয়াগুলো কী ধরনের সেটা সম্পর্কে নিশ্চয়ই সবার ধারনা আছে। এরা পিলখানা থেকে মাত্র প্রাণ নিয়ে বের হওয়া মানুষকে জিজ্ঞেস করে 'আপনার এখন কেমন লাগছে?'
স্যারের মৃত্যুর পর বেশ ভালোই খবর ব্যবসা করেছে আমাদের মিডিয়াগুলো। অসংখ্য টিভি চ্যানেল, অসংখ্য পত্রিকা, অসংখ্য সাংবাদিক। নিউইয়র্কে স্যারের মৃতদেহের ছবি তোলা নিয়ে কীরকম হুড়োহুড়ি পড়ে গিয়েছিলো সেটা আন্দাজ করা যায় দেশে আসার পর স্যারকে নিয়ে করা টিভিগুলোর কান্ডকীর্তি দেখে।
আমার প্রশ্ন হলো এতোসব দেখে শাওন কীভাবে শান্ত থাকতে পারেন? আমরা শুধু মানুষটার কাজ দেখছি কেনো? কেনো দেখছিনা তাঁর শোক আর আবেগগুলোকে। শোকে স্তব্ধ একজন মানুষের স্বাভাবিক থাকাটাই তো অস্বাভাবিক। তাই না?


দেশে আসার পর শুরু হলো নতুন বিতর্ক - কোথায় সমাধীস্থ করা হবে এটা নিয়ে। আমাদের অতি উৎসাহী মিডিয়ার কল্যানে জানতে পারলাম স্যারের পরিবার দুভাগ হয়ে গেছে এই ইস্যুতে। এক ভাগে শিলা, নোভা এবং অন্যরা। আর অন্যভাগে শাওন একা। শাওন চাচ্ছেন কবর দেয়া হোক নুহাশ পল্লীতে। বাকিরা চাচ্ছেন বুদ্ধিজীবি কবরাস্তানে।
পত্রিকায় পাওয়া গেলো স্যারের সাক্ষাৎকার। যেখানে তিনি বলেছেন মৃত্যুর পর যেনো তাকে নুহাশ পল্লীতে দাফন করা না হয়। ব্যাস! আমাদের আর পায় কে!
শাওন কেনো চাচ্ছেন নুহাশ পল্লীতে দাফন করা হোক - এই প্রশ্ন করার সাথে সাথে নিয়ে আসলাম আরো একগাদা অপ্রাসঙ্গিক ব্যাপার। যেগুলোর বেশীরভাগই খুব অশ্লীল।
আমরা কীভাবে নিশ্চিত হচ্ছি যে স্যারের সাক্ষাতকারটাই ছিলো তাঁর শেষ ইচ্ছা? এর পরে তিনি সিদ্ধান্ত বদল করেননি এটাই বা ধরে নিচ্ছি কেনো? স্যারের সাথে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন শাওন। স্যার শেষ সময়ে কিছু বললে সেটা শাওনেরই জানার কথা, আর কারো জানার কথা না।

শাওন একাই দাঁড়িয়ে ছিলেন নুহাশ পল্লিতে দাফন করার জন্য। এটা তাঁর অপরাধ না। এটা তাঁর অধিকার। কারণ খুব খারাপ সময়ে তিনিই একমাত্র স্যারের পাশে ছিলেন। আর কেউ খোজও নেননি। শেষ জীবনে খুব নিঃসংগ জীবন যাপন করেছেন হুমায়ূন আহমেদ। প্রিয় কন্যাদের কাছে পাবার জন্য ব্যাকুল ছিলেন তিনি। অনেকে বলেন শাওন কাছে আসতে দেন নি তাঁদেরকে। না। সেটা ভুল। কন্যারাই কাছে আসেন নি স্যারের কাছে। প্রথম আলোতে ছাপা হওয়া স্যারের এই লেখাটা থেকেই ধারণা করা যায় সেটা। তিনি লিখেছেনঃ
যেদিন আমি আমেরিকা রওনা হব, সেদিনই সে আমেরিকা থেকে তিন মাসের জন্য দেশে এসেছে। আমার সঙ্গে দেখা করতে এসেছে। একবার ভাবলাম, বলি—মা, অনেক দিনের জন্য বাইরে যাচ্ছি। ফিরব কি না, তা-ও জানি না। এক শিশি গায়ের গন্ধ দিয়ে দাও। বলা হলো না।
আমার তিন কন্যাই দূরদ্বীপবাসিনী। ওরা এখন আমাকে চেনে না, হয়তো আমিও তাদের চিনি না। কী আর করা? কে সারা সারা!


নুহাশ পল্লীতে স্যার সমাহিত হতে চেয়েছিলেন এটা শুধু শাওনের কথা না। নুহাশপল্লীর সহকারী ব্যবস্থাপক নুরুল হক-এর কথা থেকেও এর সত্যতা মেলে। তিনি বলেছেন,
‘আমাদের তিনি (হুমায়ূন আহমেদ) প্রায়ই ওই লিচুবাগানের কথা বলতেন, যেন মৃত্যুর পর তাঁকে সেখানে কবর দেওয়া হয়।’

অনেকের অভিযোগ শাওন অতি অভিনয় করেছেন। হাসি পাচ্ছে এই কথাগুলো শুনে। শাওন অতি উচু মাপের একজন অভিনেত্রী। তিনি অভিনয় করলে সেটা অভিনয়ই হতো। অতিঅভিনয় না। আসল শাওনকেই দেখেছেন আপনি। অতিঅভিনয় মনে হলে সেটা আপনারই সমস্যা। শাওনের না।

নুহাশ পল্লী স্যারের নিজের হাতে গড়া। নুহাশ পল্লীর প্রতি ইঞ্চি মাটি স্যারের চেনা। সেখানে থাকলেই তিনি শান্তিতে থাকবেন।
আর বাঙ্গালীর আবেগ খুব ক্ষণস্থায়ী। বুদ্ধিজীবি কবরাস্তানে সন্ধ্যার পর মদ গাজার আসর বসে প্রতিদিন। সরকার কিছুই করতে পারেনা সেখানে। সুতরাং সেখানে সমাহিত হওয়ার চেয়ে স্যারের নিজের হাতে গড়া নুহাশ পল্লীতে সমাহিত হওয়াই কি বেশি যুক্তিযুক্ত না?

অশ্লীল কথাগুলো নিয়ে তেমন কিছু বলার নেই। অনেকে ভবিষ্যত বলে দিচ্ছেন জ্যোতিষির মতো। শাওনের ব্যাক্তিগত জীবন নিয়ে নোংরামী করছেন তাঁরা। সেগুলো নিয়ে কথা বলতেও রুচিতে বাধছে।

শুধু একটা ব্যাপার বলি- অনেককে বলতে শুনলাম নুহাশ পল্লীর মালিকানা নেবেন শাওন নিজে।
যারা এ কথা বলেছেন তাঁদের মুখে ছাই ঢেলে দিয়েছেন শাওন নিজেই। আজ ইন্ডিপেন্ডেন্ট নিউজে দেখলাম তিনি বলছেন, "হুমায়ূন আহমেদ নুহাশ পল্লী আমাকে লিখে দিয়ে যান নি। আসলে কাউকেই দিয়ে যান নি। এটা সরকারী ট্রাস্টির মাধ্যমে পরিচালিত হবে।"


২।
কেউ কেউ বললেন শাওন আর হুমায়ূন আহমেদের সংসারে ঝগড়া হতো। অনেক 'প্রেশারে' রাখতেন শাওন হুমায়ূন আহমেদকে। তাদেরকে আমার পালটা প্রশ্ন করতে ইচ্ছে করে - আচ্ছা কোন পরিবারে ঝগড়া হয় না? কোন পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় না বলতে পারেন?
কাউকে প্রশ্নটা করবো না। একটা সত্য গল্প শোনাই বরং।
      বাংলাদেশের একজন লেখকের বাসা। সেই বাসার ডায়েনিং টেবিলে বসে আছেন কয়েকজন গেস্ট, লেখকের স্ত্রী এবং লেখক নিজে। টেবিলে নানা রকম খাবারের আয়োজন। লেখকের স্ত্রী নিজেই রান্না করেছেন সব।
এই বাসায় কখনো গরুর মাংস রান্না করা হয়না কারণ লেখকের হার্টের অসুখ। একবার বাইপাস সার্জারীও হয়েছে তাঁর। ডাক্তারের কড়া নিষেধ- কোনোভাবেই গরুর মাংস খাওয়া যাবে না।
কিন্তু আজ লেখকের স্ত্রী গরুর মাংস রান্না করেছেন। লেখকের জন্য না, গেস্টদের জন্য।
গরুর মাংস লেখকের প্রিয় খাবারগুলোর একটি। টেবিলে মাংস দেখে খুব করুন দৃষ্টিতে সেদিকে তাকিয়ে ছিলেন লেখক। স্ত্রীর নজর এড়ালোনা ব্যাপারটা। তিনি আস্তে করে উঠে দাঁড়িয়ে লেখকের কাছে গেলেন। মমতাভরা কন্ঠে বললেন, "গরুর মাংস খেতে পারছোনা বলে খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু তুমি গরুর মাংস খেতে পারছোনা বলে আরেকজনের যে সহস্রগুন বেশি কষ্ট হচ্ছে এটা কি তুমি জানো? আমি তোমার খুব প্রিয় আরো ২২ রকমের রান্না করেছি আজ। তোমার নিশ্চয়ই সেগুলো ভালো লাগবে।"
স্ত্রীর কথা শুনে হেসে দিলেন লেখক। সামনে থাকা ২২ রকম খাবার থেকে একটা মুখে দিলেন তিনি।

গল্প শেষ।
উপরের গল্পটিতে লেখকের চরিত্রে যিনি ছিলেন তাঁর নাম হুমায়ূন আহমেদ। আর লেখকের স্ত্রীর চরিত্রে যিনি ছিলেন তাঁর নাম মেহের আফরোজ শাওন।


৩।
লেখাটা বড় হয়ে যাচ্ছে অনেক। শেষ করছি। তবে শেষ করার আগে স্যারের একটা বই-এর উৎসর্গ পত্রের কথা না লিখে পারছি না। বইটির নাম 'নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ'। স্যার লিখেছেন -
"কেমোথেরাপী হলো একটি দীর্ঘ বেদনাদায়ক নিঃসঙ্গ ভ্রমন। যে তরুণী আমার এই ভ্রমন সহনীয় করার জন্য শক্ত হাতে আমার হাত ধরেছে তাঁর নাম শাওন। আমার দুই পূত্র নিনিত ও নিশাতের মমতাময়ী মা। 'নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ' বইটি এই তরুণির জন্য। যে করুণা, মমতা ও ভালোবাসা সে আমাকে দেখিয়েছে পরম করুনাময় যেনো তাঁর বহুগুন তাঁকে ফেরত দেন। এই শুভ কামনা।"

প্রিয় শাওন,
পরম করুণাময় আপনাকে বহুগুন মমতা ও করুনা ফেরত দেবেন। এ আমার দৃড় বিশ্বাস। ভালো থাকুন অনেক অনেক।


৫৩টি মন্তব্য :

  1. তাই হোক তবে তাই হোক
    শুধু সত্যের জয় হোক ।।

    উত্তরমুছুন
  2. শাওন কি শেষবারের মত শিলা নোভা নুহাশ কে শান্তি দিয়েছে?
    তিরিশ বছরের সহধর্মিনী তুচ্ছ হয়ে গেল, চারটি সরল ও সুন্দর ছেলেমেয়ে তাদের বাবা বেচে থাকতেও বাবা কে হারালো..
    শিলা নোভা নুহাশ বা জাফর স্যার কে কি দেখেছেন কোনো কটুক্তি করতে? কটুক্তি এবং আক্রমনাত্মক কথা প্রথমে বলল কে?
    স্যার এর শেষ দিনগুলোতে স্যার এর পাশে থাকার কথা স্যার এর পরম প্রিয় সন্তান নোভা, শিলা বিপাশাদের. সেই সুযোগটি থেকে তাদের কে বঞ্চিত করলো?
    উড়ে এসে জুড়ে বসে, তিরিশ বছরের একটি সংসার ভেঙ্গে চুরে দিয়ে ,এখন আমি-ই শেষ পর্যন্ত সাথে ছিলাম এই বাহানা হাস্যকর.
    তবে হ্যা, এর জন্যে দায়ী হুমায়ুন স্যার নিজেই. সে কথা অস্বিকার করা যাবেনা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Do you think Humayn Ahmed was a child and shawon snatched him from the lap of Gultekin ?
      Stupidity Knows no limit

      মুছুন
    2. apnar uttor apnei nijei dilen.

      মুছুন
  3. কবরস্থানে কবর দিলে একটা সময় পরে সে কবরের উপর অন্য আরেকজনের কবর হয়। জায়গার সঙ্কুলান করার জন্যেই এমনটা করা হয়ে থাকে। হুমায়ূন স্যারের বেলায় যদি এমনটা আমি কল্পনাও করতে পারিনা। শাওনের ইচ্ছাতেই হোক আর যে কারনেই হোক। স্যারের নিজের জায়গায় কবর হওয়াটা অবশ্যই ভাল হয়েছে। আর যারা বলে কিছুদিন পর এটা মাজার হয়ে যাবে তাদের প্রতি প্রশ্ন- কবি নজরুলের কবর তো ঢাকাতেই হয়েছে তাঁর কবর কি মাজার হয়েছে?

    উত্তরমুছুন
  4. ভাই আপনার লিখাটা শেয়ার করলাম এই প্রোফাইল থেকে (https://www.facebook.com/niazm)।

    উত্তরমুছুন
  5. কেন যেন নন্দলাল কে মনে পরছে!!!
    এতো ভাবলে করবেন কবে ?

    উত্তরমুছুন
  6. যেই মা হুমায়ুন আহমেদ কে জন্ম দিয়েছেন এবং তিলে তিলে বড় করেছেন সেই মায়ের কথাকেই শাওন অসম্মান করেছেন ! শাওন কি পারতোনা যে আমার শ্বাশুরী যা বলবে তাই সিদ্বান্ত হবে ??? কোনো বাবা মায়ের ই সন্ততানের উপর রাগ থাকে না । যেই শাওন হুমায়ুন আহমেদের মায়ের কথা রাখে নাই সে আর কতটুকু ভালো মা্নুষ হতে পারে তা সহজেই অনুমেয়।
    লেখক কে বলছি , আপনার বাবা যখন আপানার ই বান্ধবী কে বিয়ে করবেন তখন আপনার মতামত কি হবে তা স্পষ্ট করলে ভালো হত

    উত্তরমুছুন
  7. হুমায়ুন আহমেদ তো একটা প্রপোসাল ও করেছিলো যে তাকে যেন খাড়া করে কবর দেওয়া হয় তাহলে জায়গা কম রাখবে!!! ওনার শেষ কথা শেষ কথা বলে এতো কথা হচ্ছে তাহলে শাওন কেনো এই শেষ ইচ্ছাটুকূ পুরণ করলো না সে অনেক শান্তিতে থাকতে পারতো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অসাধারণ লেখা। অসাধারণ। জারা শাওনের পক্ষে কথা বলছে তারা হয়ত পরবর্তী জিবনে হুমায়ুন এর মত কাজ করতে পারে। তাই শাওওন ক তাদের আত পছন্দ

      মুছুন
  8. Personally ami 2joner kaukei posondo korina, bt media ar manusher ba amar asholei uchit na tader personal life nie baje or banoat or mongorha kotha bola. I hope it will stop. Lekhata khub shundor hoese. Thanx.

    @ people, jara jante chan je karo nijer baba emon korle ki kora hoto- just look at shila, nova, nuhash, they don't like her, they don't talk to her, but certainly they don't keep "saying" bad things about her "publicly". If you guyes don't like her, keep your feeling to yourself, why call someone all the bad names when that someone is none of your business ?

    উত্তরমুছুন
  9. Well Farzana ...
    I know Shaon Personally , She is nothing but a bitch and now you friend of her ...

    She sold her stories to markets, so this is now public business ...better u keep your big moth shut !!!

    H A got at least some place for his last rest ...she is not going to get anything ...Wait and watch ...

    Nature will punish her as Nature did punish HA ....

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Ya, i got that, shaon is '_' & you are a saint. You don't even have the guts to publish your name, and the grammer mistakes are nice to watch. May be you didn't understand my comment completely, i mentioned clearly i do not like any of the two, there's no question of being friend. But i'm minding my own business without nosing about others life . . And yah, having cancer is a punishment, all the cancer patient are getting punishment for their sins including those children who have cancer, right ?

      মুছুন
  10. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  11. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  12. বিশ্লেষণটা ভাল করেছেন,,কিন্তু সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত? গুলতেকিনের ছোটমেয়ের বান্ধবীকে যখন স্যার বিয়ে করলেন তখন গুলতেকিনের মনের অবস্থা এবং তার পরিবারের অবস্থাটা একবার ভাবুনতো। গুলতেকিনের সাজানো সংসারটাকে ভেঙ্গে খানখান করে দিয়েছে এই শাওন। শাওন এই কয়টা বছরে স্যারের জীবনসঙ্গীনী হিসেবে অনেক প্রতিষ্ঠা পেয়েছে, প্রচার পেয়েছে,,,,,,যেটা কোন দিনই তার পক্ষে সম্ভব ছিল না।
    গুলতেকিনের সন্তানেরা শারিরীকভাবে স্যারকে দেখতে যাননি কিন্তু মনের গহীনে তাদের বাবার জন্য সারাক্ষণই ছিল দোয়া,,,,,,, আপনি ভাবুনতো আপনার পরিবারে এমন ঘটনা হলে আপনি কি করতেন?????????
    বলাতো অনেক কিছুই যায়, কিন্তু করাটা খুবই কঠিণ। শাওন শেষ মূহুর্ত পর্যন্ত স্যারএর পাশে ছিলেন বলে গুলতেকিনের ৩১ বছরের ভালবাসাকে ও তার সন্তানের ভালবাসাকে এড়িয়ে গেলেন?????? আপনিতো বাবা,,,আমি বলতে চাচ্ছি হয়তো আপনার সন্তান আছে,,,,,,,আপনি কল্পনা করুন তো??????? খুবই নিবিড়ভাবে,,,,,,,,,,,,,

    উত্তরমুছুন
  13. আপনার লেখার মন্তব্য করা খুব্ কঠিন কথা হয়ে যাবে। শাওন কোন একসময় গুলতেকিনকে খালাম্মা বা চাচীআম্মা অথবা আন্টি বলে ডাকতো। হুমাযুন সাহেবকেও হয়তো চাচা বলে ডাকতো। তিনি শাওনকে নিজের মেয়ের মত দেখতেন। নিজের মনের গভীরে ডুব দিয়ে দেখেন যেদিন হুমায়ুন সাহেবে শাওনকে নিয়ে বিয়ের উৎসব করছেন সেদিনে সেময়ে গুলতেকিন আর তার সন্তানদের অপমান যন্ত্রনা কেমন ছিল। আজন যারা শাওনকে গালি দিচ্ছে সেটা ঐ যন্ত্রনাকে হৃদয়ে ধারন করতে পেরেছে।আর শাওনতো শুধু ব্যবসা করেছে। এবং সফল ব্যবসায়ী। সে লাভ করতে চেয়েছিল নাম যশ খ্যাতি এবং মুলত সম্পদ। নাম যশ খ্যাতি সঠিক অর্থে কতটুকু পেয়ছে সেটা প্রশ্ন স্বাপেক্ষ কিন্ত সম্পদ সে মনের মত করে পেয়েছে। সে ধংস হোক। জাহান্নামে যাক।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অসাধারন লেখা

      মুছুন
    2. shahomot pesh korche... lekhok chinta dhara arekto unnoto karon... ek pesha na kore different way te thinking karun...ekhon ekta jateyo galo 'tui SwN'...

      মুছুন
  14. asole manus r baktigoto jibon niye kotha na bola ta e ki amader uchit na .

    humayon ahmed r akam to sobar e jana . kintu ki dorkar ghorr kheye bon r mos tarano ?

    r shaon r manosikota r kotha ki r bolbo . amar to ore pagol chara r kisu mone hoi na . pura e pagol .

    উত্তরমুছুন
  15. ঠিকমত বসা যায় না-এ মন্তব্যের সঙ্গে একমত নই...আমি এমিরেটস-এ দুবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আসা-যাওয়া করেছি...তাছাড়া বাচ্চাদের ডায়পার চেঞ্চ করাও ঠিক নয়। একটি বাচ্চার ডায়পার চেঞ্চ করা লাগে। ...তবে ক্লান্তি একটি বিষয়। এর আগে ঠিকমত খাওয়াদাওয়া হয়নি, ঘুম হয়নি, সে বিবেচনা গ্রহণযোগ্য। কিন্তু শাওন এর প্রসঙ্গ ছিল ভিন্ন। নিউইয়ক এর যে শহরে হুমায়ূন থাকতেন, সেটা বাঙালিদের এলাকা। ওখানকার সাংবাদিকদের অনেককেই চিনি...তাছাড়া জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যেহেতু গিয়েছিলাম, সেখানকার কয়েকজনকেও চিনি। শাওন ইকোনমি শ্রেণীতে আসতে রাজি হয়নি, কারণ এখানে মানুষ গিজগিজ করে। মূলত বাংলাদেশীরা এ শ্রেণীতে আসে। এরা এসে নিজে থেকে কথা বলতে চোইবে, দুঃখ প্রকাশ করবে, হা-হুতাশ করবে, এসব শাওনের ভাল লাগবে না...এছাড়া শাওনের সংসদ সদ্স্য আম্মা বয়স্ক মানুষ। তার ইকোনমি ক্লাসে আসা-যাওয়ার অভ্যেস নেই...তাই আসা হয়নি...

    উত্তরমুছুন
  16. যুক্তরাস্ট্র ছাড়ার সময় কবর দেয়া নিয়ে শাওনের বক্তব্য (জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি-র স্ত্রীর কথানুযায়ী) আর দেশে আসার পর উলটো বক্তব্যের মানে কি? দুঃখিত রাজি, লেখাটা একপেশে হয়ে গেছে। শেষ সময়ে শাওন পাশে ছিলো বলে সে এতো বড়াই করছে ক্যামেরার সামনে, অথচ যে মানুষগুলোর সাথে থেকে হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদ হয়ে উঠেছেন-তাঁদের ইমোশন কি ফ্যালনা?

    উত্তরমুছুন
  17. 32 bochorer sonsar ar chele meye jokhon sir jole fele dilo tokhon dekhi keu mukh khullona... i do hv sympathy for ninit nd nishad dey r innocent bt je kaj shaon koreche seta kokhnoi khoma joggo noi .... ebong humayun sir o na... shaon er 10 bchorer prem eto i boro hoye gelo gultekin er 32 bochorer loyalitir kache . plz dnt forget wen gultekin got married to him he was nuthin she held his hand in every ups nd down(plz refer to his old biography) of his lyf, nd even after da divorce she nd her children didnt make it a media issue dey cud hv draggd him to court bt dey didnt. nd to doz , who calls themselves open minded- hw wud u feel if ur father ditches ur mom nd get married to ur friend, hw wud u accept her as a mom no matter hw innocent she was!!!! wen u knw ur mother did every possible thing to keep ur father happy.
    bt still may Allah bless his soul nd his children..

    উত্তরমুছুন
  18. razi bhai k bolchi, apnar baap jodi apnar choto bon er bandhobi k biye korto tahole apnar kmn lagto ? udarota dekhacchen? deikhen bhai, udar hote giye abar ulongo hoye jyen na(baki shobar moto , jara shaon k support korlo, bastobota k na upolobdhi korei
    )

    উত্তরমুছুন
  19. i think manusher personal lyf niye kotha na bolai vhalo.je jar obosthan e theke or nijer lyf ta dekhe.amr jonno ja kharap hoito unar kache ta vahlo. humayun sir r shaon er relation ta onek ei vhalo chokhe dekhn na even ami nije o support kori na bt amra nijeder obosthan e theke unader obosthan bujhte parbo na.

    moreover ami jani na shaon ashole meye ta kmn.kinto amder shomaje emn porosher ovhab nei jara meye er use kore thik e kinto wife er morjada dite chain na.tai ei khetre humayun sir shotti alada ekjon manush,jini shaon k wife er morjada dite ei shomajer mokhush dhari manush k voi pan ni.

    উত্তরমুছুন
  20. শাওন এর দালালি করা বন্ধ করেন।কিছু পাইছেন নাকি শাওন এর কাছ থেকে ??
    @আলিম আল রাজি

    উত্তরমুছুন
  21. Please have a look..

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xlhBtEoip_M

    উত্তরমুছুন
  22. thats sirs own voice. no one can deny it. I think everybody can share this.

    Humayun Sir's own voice about his grave

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xlhBtEoip_M

    উত্তরমুছুন
  23. গল্প উপন্যাস কিম্বা কবিতা যেটাই বলা হোক না কেন যে লিখতে পারে তাকে লেখক হিসেবে ভাবতেই হবে । হুমায়ুন আহমেদের লেখা খুব পড়া হইনি । তবে দামপত্ত জীবনের যে ঘটনা প্রবাহ সেটা অবহিত অনেকেই । কিন্তু যদি বলা হয় শিলাদের চোখের পানির মুল্য কতটুকু সেটা আর যেই হোক লেখক নিজে জীবদ্দশায় কিম্বা শাওন কখনই বুঝতে পারবেনা । অনেকে বলে লেখকদের মনে বিচিত্র ভাবনা খেলা করে যায়। তাদের মনের বাসনা সমাজ ব্যেবস্থার সাথে সঙ্গতিপূর্ণ না হলেও সমস্যা নেই । কিন্তু লেখকের সাথে যাদের একান্ত বসবাস ছিল তাদেরকে ত সমাজেই বসবাস করতে হয় অন্য সবার সাথে । এটা হলও সামাজিকতার দিকটা কিন্তু একটি ইভেন্টের জন্য সহধরমিনী, মেয়ে পুত্র আর ভাইবোনদের যদি প্রিথক হতে বাধ্য করা হয় এবং এর নাটের গুরু সেই একজন লেখক হয়ে থাকে তাহলে লেখক্টিকে তার লেখার জন্য ভালবাসা যেতে পারে কিন্তু মানুস হিসেবে সমাজের বাইরে তার অবস্থান হয়া উচিত। আর এই সমাজ বহিরভুত লেখকে তার চেলেমেয়ে কিম্বা স্ত্রী কোনদিনই ক্ষমা করতে পারবেনা । অভিমানের প্রশ্ন এলে বলতে হবে লেখকের প্রতি শিলাদের অভিমান রুপে ভালবাসার বহিপ্রকাশটাও লেখকের পাওয়া উচিত না । শাওনের কথা কি বলব সে তো এক্টা স্টুপিড লেখক চাইলেই বান্ধবীর বাবাকে বিয়ে করতে হবে ।

    উত্তরমুছুন
  24. Vi, apnar jara post likhchen tara ki ado HA ar vokto naki tar ager poribarer vokto...kisu bujha jachena.Mtro 29 bochor boyose je meyeta shamihara holo take shomobedona janao dure thak...galigalaj korchen ai odhikar apnader ke dilo?? HA j bou k divorce koreche shei bou ar proti apnader ato tan keno?? mone hoche akta Gultekin fan club khulte hobe.
    Babar 2nd biye prithibir kono sontan e mene nite parena atae shavabik. but jake valobeshe HA goto 10 bochor aksathe thakchen tar proti apnader ato khov!ar jake divrce diyechen(ki karone ata tar personal bepar) tar proti apnader ato dorod keno?jara babar cancr hobar poro o americay thekeo choto meye nova ektu dekhte jayna..tara ki rokom chelemeye bojha e jay.ashob chele meyeray mane arokom chelemeyera e pare bbaba ma bura hole briddhasrom a rekhe aste,abar morar por shompottir love maya kanna kadte!!!

    উত্তরমুছুন
  25. lekhok chinta dhara arekto unnoto karon... ek pesha na kore different way te thinking karun...ekhon ekta jateyo galo 'tui SwN'...

    উত্তরমুছুন
  26. amar ektai proshno...kew pashe chhilo na keno?..kon she karone poribarer shobai mukh firiye rekehchhilo?...ke er jonne muloto dayee?..er uttor nishhcoi kaaro ojana thakar kotha na..

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কেউ পাশে ছিলোনা হুমায়ূন আহমেদের দোষে। আর শাওন পাশে ছিলো তাঁর গুনে।

      মুছুন
    2. শাওন তার অসত গুন দারা হুমায়ন কে দুষিত করেছিল...লেখক

      মুছুন
    3. হু। কারণ হুমায়ূন আহমেদ তো দুধের শিশু ছিলেন।

      মুছুন
  27. Mr. Alim Al Razi...Koto taka Ghush Niyechen Ei lekhata lekhar Jonno...Shawon oi Nuhash Polli Govt. Fund er taka bhog korbe....Onno keo jate Nuhash Polli'r Bhag pete na pare sejonnei ei plan ta se koreche..karon se jane tar kotha mittha proman korar keo nei..jara proman korte parto humayun sir er mrittur agey se tader songe unar somporko nosto kore dure soriye diyeche...kintu apni public keo ki boka mone koren???Jodi tai mone koren apnar moto "Jerk" ei prithibite nei...

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. @নামহীন,
      আপনি কত টাকার পারিশ্রমিকে কমেন্ট লেখলেন?

      মুছুন
  28. This writing is crap. The writer Razi did not justify the change in Shaon's statement in JFK and then saying differently in Dhaka on Humayun's burial.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. একটা ব্যাপার মনে করিয়ে দেই তাহলে।
      মৃত্যুর ঠিক পরপরই কিন্তু স্যারের পরিবারের অন্যান্য সদস্যরা তাকে নুহাশ পল্লীতে সমাহিত করতে চেয়েছিলেন। পরে তাঁরা সিদ্ধান্ত বদল করেন। পরিবারের অন্য সদস্যদের সিদ্ধান্ত বদল হতে পারলে শাওনেরটাও হতে পারে। আর শাওনের প্রথম বক্তব্যটাতো আমরা শুনিওনি। তাই না? আরেকটা ব্যাপার ভুলে গেলে চলবে না যে তিনি তখন সদ্য স্বামী হারা একজন মেয়ে।

      মুছুন
  29. Mr. Alim Al Razi...Bhai Koto abong ki ki kamailen shesh porjonto eta janiye er ekta lekha diyen...

    উত্তরমুছুন
  30. এত এত মন্তব্যের ভিরে আমি কি লিখব বুঝতে পারছি না। তবে এতটুকুই বলব যে, যেটা ভাল তা সবসময়ই ভাল। কার মনে কি আছে তা আল্লাহই ভাল জানেন। সম্পত্তি আর ভালবাসার মুল্য হূমায়ুন সার এর মত পরপারে গেলেই পরিপূর্ণ বুঝতে পারবে সবাই। আর তাই কে যে দোষী আর কে যে ভাল তা দুর থেকে না বুঝে মন্তব্য করাটাও ঠিক হবে না।

    উত্তরমুছুন
  31. Thank you for your writing on this issue - it was badly needed. I just want to bring any rational/logical person's attention to a couple of issues.

    First - anyone who has ever traveled to North America or Europe knows this for a fact that business class tickets are more available than economy tickets because of their high prices. Therefore, it doesn't make sense that Shaon made everyone wait to get a business class ticket while economy tickets were available.

    Second - Shaon was with him for the last few days of his life in a way that nobody else was. Why can't we give her the benefit of the doubt that he could have a change of heart on this issue and he really instructed her to do so? She was his legitimate wife and the mother of his two kids. Why do we have to treat her like she is guilty till proven innocent?

    Third - Just put yourself in her shoes for a second and think that your dying spouse (whom you have loved so dearly) requests that his/her dead body be burried at a specific place - wouldn't you, at any cost, keep his/her request? Wouldn't you go to any length to make sure that it happens?

    I think it would be real easy for everyone to justify her behavior if you only put yourself in her shoes for a second. Then again - what am I saying - most people wouldn't even give her the benefit of the doubt!!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. I agree, from the very bigining i question the same and said that she should get the benefit of any or all doubt at least about it even it seems that she two different statements in NewYork and Dhaka air port. The all earth are possesed only by allah and all are same after death, so if this gives a chance for Shawon to heal her loss, then why not, specially two little kid of Ahmed needs her to come normal as soon as possible. Also, it is true that Higher priced ticket is more commonly available than low price tickets...

      মুছুন
  32. Bangladesh e ekhon duita party ekta Shaon party r arekta nuhash-shila-nova party ... durvagger bishoy je lekhok tar lekhonite sarajibon eisob parta partir biruddhe tipponi byango kore moner khyad mitiyechen tar mrittute tar poribar ke niye sobai probol bikrome parta parti suru korechhe !!! aj humayun nai thakle kuno ek potrikay hoyto tar dridrupattok sabolil ekta lekha dekhte petam... ja eisob oti utsahider matha aula jhaula kore dito...

    উত্তরমুছুন
  33. দেখুন...
    শাওনকে আমরা দোষ দিচ্ছি কিসের ভিত্তিতে? পুরোটাই সন্দেহ। আমরা কিছু দেখিনি, কোনো প্রমানও পাইনি। কেবলই সন্দেহ করছি। বেনিফিট অব ডাউট বলে একটা ব্যাপার আছে। এটা কিন্তু পুরোটাই শাওনের পক্ষে যায়।
    হুমায়ূন আহমেদ জীবিত থাকা অবস্থায় অনেক লেখায় শাওনের প্রশংসা করে গেছেন। আমরা সেগুলোর কথা ভুলে যাচ্ছি কেনো বার বার। স্যারের লেখা বিশ্বাস করলে শাওনকেও বিশ্বাস করতে হবে - এটাই লজিকাল।
    শাওনকে একবারও কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে? আমরা কি পুরো ব্যাপারে তার বক্তব্য শুনেছি? না শুনিনি। তাহলে কেনো এক তরফাভাবে তাকে দোষ দিয়ে যাচ্ছি?

    মানুষ রোবট না যে পাশের মানুষটার মৃত্যুর কয়েক ঘন্টা পরেই সে বদলে যাবে, ইমোশোনকে জলাঞ্জলী দিয়ে দেবে। দৃশ্যত এমন আহামরি কিছুই ঘটেনি যেটার জন্য এক মুহূর্তেই শাওনকে গিলটি বানিয়ে ফেলা যায়।
    আমি মানুষটার উপর থেকে বিশ্বাস হারাতে চাইনা এখনই। পরিবারের অন্য সদস্যদের শ্রদ্ধা দেখিয়েও একথা বলা যায়।

    উত্তরমুছুন
  34. @আলিম আল রাজিঃ
    শাওনের দোষ দিচ্ছেন কিসের ভিত্তিতে, এটা যদি আপনার প্রশ্ন হয়, তাহলে শাওনের এতো গুণ গাইছেন কিসের ভিত্তিতে? আর আপনি একটা কমেন্টের উত্তরে লিখেছেনঃ 'বিশ্বজিৎ কোন চ্যাট?' তাহলে বলবো, আপনি বা আমিই কোন চ্যাট যে শাওনের দোষ গুণ ধরবো? আর মানব জমিন ফালতু পত্রিকা আমরা সবাই জানি, কিন্তু যাদের বরাতে নিউজটা ছাপা হয়েছে, সেই মিসেস মোমেন কিন্তু ফালতু লোক নন। উনি কিন্তু এই নিউজের প্রতিবাদও করেন নি। আর এরকম একটা ইস্যুতে ভি আই পি কারো বরাত দিয়ে নিউজ করাটা যে উঁচু মাত্রার অপরাধ, তা মানবজমিন ভালোই জানার কথা।
    আর আপনি লিখেছেন, হুমায়ূনের আগের পরিবার নাকি প্রথমে নুহাশ পল্লীতেই কবর দিতে চেয়েছিলো; পরে সিদ্ধান্ত বদল করে- এই তথ্য কোথায় পেলেন? লিঙ্কটা দিলে ভালো হয়। এটা আমার চোখ এড়িয়ে গেছে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. শাওন আমাদের প্রিয় লেখকের সাথে ছিলেন তার মৃত্যুর আগ পর্যন্ত। অসংখ্য অপবাদ আর নিন্দা সহ্য করেছেন তিনি কিন্তু তারপরেও স্যারকে ছেড়ে যাননি। আর শাওন কী সেটা স্যারের কিছু লেখা পড়লেই বুঝা যায়।
      কেবল সন্দেহের বশবর্তী হয়ে তাই মানুষটাকে হাজার হাজার দোষে দোষি না করার জন্য এ ব্যাপারগুলোই যথেষ্ট।

      যা বলছি নিশ্চিত হয়েই বলছি।
      http://www.shokalerkhabor.com/details_news.php?id=89530&&%20page_id=%2045

      মুছুন
  35. শাওন হুমায়ুন আহমেদকে ছাড়বে কেন?..আশ্চর্য কথা তো...ও..তো বিয়েই করছে মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে থাকবে বাচ্চা পয়দা করবে, সম্পত্তির ভাগ পাবে. শোনেন Alim al raji সাহেব-- আজ যদি হুমায়ুন শাওনকে বিয়ে না করত তখন তার পাশে কে থাকত এই প্রশ্নটা করেন তখন থাকত তার প্রথম wife আর তার ছেলে-মেয়েরা. তাই যা রটে তা কিছুটা ঘটেও বটে....হুমায়ুনের ছেলে-মেয়েরা তো ভালোমনের মানুষ তাই তাদের বাবার অসুস্থ অবস্থায় এবং মৃত্যুর পরে দেখতে গেছে...আমি হলে তাও করতাম না....আমিও একসময় হুমায়ুনের বই পরে তার লেখার ভক্ত ছিলাম...কিন্তু যখন থেকে শুনতাম শাওনের সাথে তার প্রেম তখন থেকেই তার প্রতি শ্রদ্ধা কমে গেছে আর বুঝে গেছি এই দুজনের কি রুচি....তারপর যাই হোক তার মৃত্যুতে...সব ভুলে গেছি তার জন্য দুয়া করেছি...কিন্তু শাওনের কিছু বক্তব্য আর আচরণে খুবই খারাপ লেগেছে...যা শাওনকে অবমাননা করার এই পর্যায়ে নিয়ে আসছে এর জন্য শাওন নিজেই দায়ী...

    উত্তরমুছুন
  36. agger posta amari deya..tokhon namta dite vule gesi

    শাওন হুমায়ুন আহমেদকে ছাড়বে কেন?..আশ্চর্য কথা তো...ও..তো বিয়েই করছে মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে থাকবে বাচ্চা পয়দা করবে, সম্পত্তির ভাগ পাবে. শোনেন Alim al raji সাহেব-- আজ যদি হুমায়ুন শাওনকে বিয়ে না করত তখন তার পাশে কে থাকত এই প্রশ্নটা করেন তখন থাকত তার প্রথম wife আর তার ছেলে-মেয়েরা. তাই যা রটে তা কিছুটা ঘটেও বটে....হুমায়ুনের ছেলে-মেয়েরা তো ভালোমনের মানুষ তাই তাদের বাবার অসুস্থ অবস্থায় এবং মৃত্যুর পরে দেখতে গেছে...আমি হলে তাও করতাম না....আমিও একসময় হুমায়ুনের বই পরে তার লেখার ভক্ত ছিলাম...কিন্তু যখন থেকে শুনতাম শাওনের সাথে তার প্রেম তখন থেকেই তার প্রতি শ্রদ্ধা কমে গেছে আর বুঝে গেছি এই দুজনের কি রুচি....তারপর যাই হোক তার মৃত্যুতে...সব ভুলে গেছি তার জন্য দুয়া করেছি...কিন্তু শাওনের কিছু বক্তব্য আর আচরণে খুবই খারাপ লেগেছে...যা শাওনকে অবমাননা করার এই পর্যায়ে নিয়ে আসছে এর জন্য শাওন নিজেই দায়ী...

    উত্তরমুছুন

পিসি ইউজাররা উপরের(ফেইসবুক কমেন্ট) অথবা নিচের যেকোনো বক্সে কমেন্ট করতে পারেন। আর মোবাইল ব্যবহারকারীরা যে বক্সটি দেখা যাচ্ছে সেটিতে কমেন্ট করুন।

 
টেমপ্লেট ডিজাইন আলিম আল রাজি | ব্যাক্তিগত ব্লগসাইট খেয়ালিকা'র জন্য খেয়ালিকা | যোগাযোগ