আলিম আল রাজি 'র হ-য-ব-র-ল মার্কা ব্লগ

স্বাস্থ্যসংক্রান্ত কোনো বই পড়ার সময় সাবধান। ছাপার ভুলের কারণে আপনার মৃত্যু হতে পারে। মার্ক টোয়েন, সাহিত্যিক।। আমি সব সময়ই বিখ্যাত ছিলাম, কিন্তু এত দিন সবাই জানত না। লেডি গাগা, আমেরিকান পপশিল্পী।। যদি আপনার পিতা-মাতার কোনো সন্তান না থাকে, তাহলে আপনারও নিঃসন্তান হওয়ার সম্ভাবনা আছে। ডিক ক্যাভেট, সাবেক আমেরিকান টিভি উপস্থাপক।। ঈশ্বর রোগ সারান কিন্তু সম্মানী নেন ডাক্তার। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকান রাজনীতিবিদ, লেখক ও বিজ্ঞানী।। প্রলোভনের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো তার বশবর্তী হওয়া। অস্কার ওয়াইল্ড, অভিনেতা ও সাহিত্যিক।। ভুল করার পরও কেউ হাসার অর্থ হলো, সে ইতিমধ্যে দোষ চাপানোর মতো অন্য কাউকে পেয়ে গেছে। রবার্ট ব্লক, সাহিত্যিক।। আমি অনেক বছর যাবৎ আমার স্ত্রীর সঙ্গে কথা বলিনি। আমি তার বক্তব্যে বাধা দিতে চাই না। রডনি ডেঞ্জারফিল্ড, আমেরিকান কৌতুকাভিনেতা।। একজন পুরুষ বিয়ের আগ পর্যন্ত অসম্পূর্ণ থাকে এবং বিয়ের পর সে শেষ হয়ে যায়। সা সা গাবুর, হাঙ্গেরিয়ান-আমেরিকান অভিনেত্রী।। সবার হৃদয়ে নিজের নামটি লিখুন, মার্বেল পাথরের দেয়ালে নয়। চার্লস স্পার্জান, ব্রিটিশ লেখক।। শুধু দালমা আর জিয়াননিনাই আমার বৈধ সন্তান, বাকিরা সবাই আমার অর্থ ও ভুলের ফসল। ডিয়েগো ম্যারাডোনা, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।। কোনো পুরুষ যদি স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয়, তাহলে হয় গাড়িটা নতুন অথবা তার নতুন বিয়ে হয়েছে। প্রিন্স ফিলিপ, ব্রিটেনের রাজপুত্র।। আমি শিশুদের ভালোবাসি। কারণ আপনারা জানেন কি না জানি না, আমি নিজেও শিশু ছিলাম একসময়। টম ক্রুজ, হলিউড অভিনেতা।। জীবনের সব কাক্সিত বস্তুই হয় অবৈধ, কিংবা নিষিদ্ধ, কিংবা চর্বিযুক্ত, কিংবা ব্যয়বহুল, নয়তো বা অন্য কারও স্ত্রী। গ্রুশো মাক্স, সাহিত্যিক।। যতক্ষণ আপনি কোনো ছেলেকে অপছন্দ করবেন, সে আপনার জন্য তার সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। যখন আপনি তাকে ভালোবাসতে শুরু করবেন, ততণে সে তার আগ্রহ হারিয়ে ফেলবে। বিয়ন্স নোয়েলস, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।। আমার একটা অ্যালার্ম ঘড়ি আছে। মজার বিষয় হলো, সেটা কোনো আওয়াজ করে না। এটা আলো দেয়। যতই সময় যেতে থাকে, সেটি ততই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। একপর্যায়ে আলোর চোটে আমার ঘুম ভেঙে যায়। আমার সেই অ্যালার্ম ঘড়িটার নাম জানালা। জে লেনো, মার্কিন কৌতুক অভিনেতা।। আমাকে একটি গিটার দাও, আমি সেটা বাজাব। আমাকে একটি মঞ্চ দাও, আমি গাইব। আমাকে একটি অডিটরিয়াম দাও, আমি তা পরিপূর্ণ করে দেব। এরিক ক্যাপটন, সংগীতজ্ঞ।। আমার স্বামীর সঙ্গে দেখা হওয়ার আগে আমি কখনো প্রেমে পড়িনি, কয়েকবার পা রেখেছিমাত্র। রিটা রুডনার, মার্কিন কৌতুক অভিনেত্রী ও লেখিকা।। অবিবাহিত পুরুষদের ওপর উচ্চহারে কর বসানো উচিত। তারা কেন অন্যদের চেয়ে সুখে থাকবে? অস্কার ওয়াইল্ড, আইরিশ লেখক ও কবি।। বিয়ে হলো কল্পনার কাছে বুদ্ধির পরাজয়। দ্বিতীয় বিয়ে হলো আশার কাছে অভিজ্ঞতার পরাজয়। স্যামুয়েল জনসন, ব্রিটিশ লেখক।। বিয়ে হলো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতোই প্রাকৃতিক, অযৌক্তিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ। লিসা হফম্যান, অভিনেতা ডাসটিন হফম্যানের স্ত্রী।। বুকমার্ক কেনার জন্য ডলার খরচ করার দরকার কী? ডলারটাকেই বুকমার্ক হিসেবে ব্যবহার করুন। স্টিভেন স্পিলবার্গ, চলচ্চিত্র পরিচালক।। আমার মনে হয়, যেসব পুরুষের কান ফুটো করা, তারা বিয়ের জন্য ভালোভাবে প্রস্তুত। কারণ, তারা ব্যথা সহ্য করেছে এবং অলংকারও কিনেছে। রিটা রুডনার, আমেরিকান কৌতুকাভিনেত্রী, লেখিকা ও অভিনেত্রী।। ডায়েটের প্রথম সূত্র হলো : খাবারটা যদি তোমার খেতে খুব ভালো লাগে, তাহলে অবশ্যই জিনিসটা তোমার জন্য তিকর হবে। আইজ্যাক আজিমভ, বিজ্ঞান কল্পকাহিনিকার।। আমার জন্মের পর আমি এত অবাক হয়ে গিয়েছিলাম যে পাক্কা দেড় বছর কথাই বলতে পারিনি। গ্রেসি অ্যালেন, মার্কিন কৌতুকাভিনেত্রী।। আমি কোনো দিন বিখ্যাত হতে পারব না। আমি কিচ্ছু করি না। কিছুই না। আগে দাঁত দিয়ে নখ কাটতাম। এখন তা-ও করি না। ডরোথি পার্কার, আমেরিকান রম্যলেখিকা।। আমি কখনোই আমার স্কুলকে আমার শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে দিইনি। মার্ক টোয়েন, সাহিত্যিক।। সত্যবাদিতাই সর্বোত্তম পন্থা, যদি না আপনি একজন অসাধারণ মিথ্যেবাদী হতে পারেন। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। আলস্য পুরোপুরিভাবে তখনই উপভোগ করা সম্ভব, যখন হাতে প্রচুর কাজ থাকে। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। যখনই টিভিতে পৃথিবীর সব অনাহারি ও দরিদ্র শিশুকে দেখি, কান্না ধরে রাখতে পারি না। মনে হয়, ইশ, আমার ফিগারটাও যদি ওই রকম হতো। মারায়া ক্যারি, সংগীতশিল্পী।। সুষম খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য। ফ্র্যান লেবোউইটজ, মার্কিন লেখক।। ধূমপান মৃত্যু ডেকে আনে। যদি আপনার মৃত্যু ঘটে, তাহলে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি হারাবেন। ব্রুক শিল্ডস, অভিনেত্রী।। বক্সিংয়ে এ পর্যন্ত ইনজুরি, মৃত্যু-দুটোই হয়েছে। কোনোটিই তেমন মারাত্মক ছিল না। অ্যালান মিন্টার, বক্সার।। অন্যের শেষকৃত্যানুষ্ঠানে সব সময় যাওয়া উচিত। তা না হলে তারাও আপনার শেষকৃত্যানুষ্ঠানে আসবে না। ইয়োগি বেরা, বেসবল খেলোয়াড়।। এমন কাজ তোমার করার দরকার নেই, যেটা আগামীকাল অন্যের ঘাড়ে এমনিতেই চাপবে। ডেভিড ব্রেন্ট, অভিনেতা।। আমাকে কোনো প্রশ্ন কোরো না, তাহলে আমাকেও কোনো মিথ্যা বলতে হয় না। ওলিভার গোল্ডস্মিথ, আইরিশ লেখক ও কবি।। মডেলরা হলো বেসবল খেলোয়াড়দের মতো। আমরা খুব তাড়াতাড়ি বিপুল অর্থের মালিক হই, কিন্তু বয়স ৩০ হতে না হতেই আবিষ্কার করি যে আমাদের উচ্চশিক্ষা নেই, কোনো কিছু করারই যোগ্যতা নেই। কিন্তু আমরা খুবই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। এমন সময় সবচেয়ে বুদ্ধির কাজ হলো কোনো মুভিস্টারকে বিয়ে করে ফেলা। সিন্ডি ক্রাফোর্ড, মডেল।। ফিলাডেলফিয়ার পথঘাট খুবই নিরাপদ। শুধু মানুষই সেগুলোকে অনিরাপদ বানিয়ে রেখেছে। ফ্রাংক রিজো, আমেরিকার ফিলাডেলফিয়ার সাবেক মেয়র।। সব সময় মনে রাখবেন, আপনি অনন্য। ঠিক আর সবার মতো। মার্গারেট মেড, নৃতত্ত্ববিদ।। বিশেষজ্ঞরা বলেন, রাগের মাথায় কখনো বাচ্চাদের মারবেন না। আমার প্রশ্ন হলো, তাহলে কখন মারব? মনে যখন আনন্দ থাকে তখন? রোজেইন বার, লেখক।। টেলিভিশন আমার কাছে খুবই শিক্ষামূলক। বাড়ির সবাই যখন টেলিভিশন দেখে, আমি তখন অন্য ঘরে গিয়ে বই পড়তে শুরু করি। গ্রুশো মার্ক্স, কৌতুকাভিনেতা।। হাল ছেড়ো না। একটা ডাকটিকিটকে দেখো। নিজ গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত তা একটি খামের সঙ্গেই লেগে থাকে। জশ বিলিংস, লেখক।। কেউ মহৎ হয়েই জন্মায়, কেউ অনেক চেষ্টা করে মহৎ হয়। বাকিরা পাবলিক রিলেশন অফিসারদের ভাড়া করে। ড্যানিয়েল জে বুরর্স্টিন, ইতিহাসবিদ।। বাস্তব ও কল্পকাহিনির মধ্যে পার্থক্য হলো, কল্পকাহিনিকে সব সময় যুক্তিপূর্ণ হতে হয়। টম ক্যান্সি, লেখক।। অস্ট্রেলিয়ার মানুষের অন্যতম প্রিয় শখ হচ্ছে কবিতা না পড়া। ফিলিস ম্যাকগিনলে, লেখক।। চলচ্চিত্রের দৈর্ঘ্য মানুষের ব্লাডারের সহ্যমতার সমানুপাতিক হওয়া উচিত। আলফ্রেড হিচকক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।।



.

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

টান টান উত্তেজনাময় বৈজ্ঞানীক কল্পকাহীনিঃ আইনস্টাইন বনাম স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্যঃ টি

ইনস্টাইন আংকেলের সাথে আমার খাতির বেশ ভালো। আমি পদার্থ বিজ্ঞানের আগা মাথা কিছুই বুঝি না। তারপরেও নতুন কিছু আবিষ্কার করলে আংকেল আমাকে সব বোঝানোর চেষ্টা করেন।
আমার মাথায় কিছুই ঢুকে না। তবে যেখানে মাথা নাড়ানো দরকার সেখানে মাথা নাড়াই, যেখানে চোখ সরু করা দরকার সেখানে চোখ সরু করি।
বেশিরভাগ সময়ই এসব করতে গিয়ে প্যাচ লাগিয়ে দেই। যেমন যে যায়গায় এসে চোখ সরু করার কথা সেখানে এসে দেখা যায় আমি "হে হে" করে হেসে দিয়েছি।

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

রাজি এন্ড নাসিফ ফিচারিং বঙ্গীয় রাজনীতিবিদ (ফুল ভার্সন)

মন্তব্যঃ টি

রাজনীতিবিদদের লেখা অপ্রকাশিত বইগুলো নিয়ে কাক নং ৭৯৯(নাসিফ চৌধুরী) ও আলিম আল রাজির যৌথ গবেষনা।

১.
জিল্লুর রহমানঃ খাদ্য-বিশ্রাম-ঘুম
প্রকাশনীঃ পুতুল প্রকাশনী
উৎসর্গঃ দেশের ষোল কোটি মানুষ।
বই পরিচিতিঃ মানুষের জীবনে খাদ্য-বিশ্রাম-ঘুমের প্রয়োজনীয়তা অপরিসীম । এই বইটিতে খাদ্য-বিস্রাম-ঘুমের বিষয়গুলোকে খুব সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে । বইয়ের পাতায় পাতায় রয়েছে নানারকম খাবারের রেসিপি ও ছবি।

বইমেলায় তরুন লেখক রবীন্দ্রনাথ ও নতুন বই গীতাঞ্জলি

মন্তব্যঃ টি

ইমেলায় যদি তরুণ লেখক রবীন্দ্রনাথের প্রথম বই গীতাঞ্জলি প্রকাশিত হতো, তাহলে কী কী ঘটত? জানাচ্ছেন আলিম আল রাজি

বই প্রকাশ
গীতাঞ্জলি তো লেখা হলো। কিন্তু প্রকাশ করবে কে? বিরাট চিন্তায় পড়ে যেতেন রবীন্দ্রনাথ। বিভিন্ন প্রকাশকের কাছে গিয়েও খুব একটা পাত্তা পেতেন না তিনি। প্রকাশকেরা নাক-মুখ কুঁচকে বলতেন, ‘লম্বা দাড়ি রেখেছেন ভালো কথা। কিন্তু তার পরও আপনি তরুণ লেখক। কে কিনবে আপনার বই? সরি, আমি রিস্ক নিতে পারব না। আপনার বই প্রকাশ করা যাবে না।’
অগত্যা প্রকাশককে পকেট থেকে টাকা দিয়ে ম্যানেজ করতেন রবি বাবু। বইমেলায় আসত ৩০০ কপি গীতাঞ্জলি।

ব্লগ যুগে জন্ম নিলে রবীন্দ্রনাথের জীবনী যেভাবে লেখা হতো

মন্তব্যঃ টি

লকাতার জোঁড়াসাকোতে জমিদার বাড়িতে ঘর আলো করে জন্ম নিলো এক ছেলে।  তার নাম রাখা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা মা’র আদরে বড় হতে থাকলো ছেলেটি।

যতোই বড় হতে থাকলো সবাই দেখলো ছেলেটি অন্য আট দশটা ছেলের মতো না। সে অনেক ব্যাতিক্রম। তার সাথের অন্য ছেলেরা যখন টিভি দেখে আর ক্রিকেট খেলে সময় কাটাতো এই ছেলেটা তখন সময় কাটাতো কম্পিউটারের সামনে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে সে সুন্দর সুন্দর অনুকাব্য লিখতো আর সেভ করে রাখতো।

শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

ভাব সম্প্রসারণ ১- "সরকারকে ল্যাংড়া লুলা বানিয়ে ছেড়ে দেবো"

মন্তব্যঃ টি

ৎসঃ আলোচ্য অংশটুকু দেশনেত্রী, আপোষহীন রাজনীতিবিদ, জাতির কান্ডারি, নিজামী ভক্ত, বাংলার মাহাতির তারেক জিয়ার আম্মা বেগম খালেদা জিয়ার জবানী হতে উৎকলিত হয়েছে।

প্রসঙ্গঃ নির্বাচিত অংশে বক্তা তার একটি অত্যান্ত মহৎ মনষ্কামনার কথা বলিষ্ট কন্ঠে উচ্চারণ করেছেন। 

সম্প্রসারিত ভাবঃ এটি গভীর ভাব সম্পন্ন বাণি। মাত্র ৫ শব্দের একটি বাক্যে এতো তেজ, এতো দিপ্তি, এতো দৃড়তা... এ যেনো ভাবনার অতিত। কল্পলোকের রাজকন্যার হাসির মতোই অলীক এ বলিষ্ঠতা। কিন্নর কন্ঠের দ্যোতনায় এ যেনো মুক্তির আহবান।

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

Keyboard Never Lies

মন্তব্যঃ টি

কটা ব্যাপারে নিজের "দক্ষতা" দেখে নিজেই অবাক হই মাঝে মাঝে। আমি খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলতে পারি।
একটা উদাহারণ দেই। পড়েছি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে। আর্মি প্রতিষ্ঠান। নিয়ম অত্যান্ত কড়াকড়ি। সেখানে ক্লাস চলাকালীন সময়ে কলেজ থেকে ছুটি নেয়াটা মোটামোটি এভারেস্ট জয়ের মতোই কঠিন একটা কাজ। আমি সেই এভারেস্ট কয়েকবার জয় করেছিলাম। খুব সুন্দর করে আনকমন কিছু  মিথ্যা বলে ছুটি আদায় করেছিলাম। একটা মিথ্যা হলো "স্যার, গলায় কাটা আটকে গেছে"। আবেদনপত্রে খুব সুন্দর বাংলায় লিখতাম "অদ্য সকালে কলেজে আসার জন্য যখন ব্রেকফাস্ট করছিলাম তখন আমার গলায় একটা কাটা লেগে যায়। এটা নিয়ে খুব ঝামেলায় আছি। বিপুল পরিমান ইচ্ছা থাকা স্বত্ত্বেও আমি এখন পাঠে মনোনিবেশ করতে পারছি না। অতোএব মহোদয় সমীপে প্রার্থনা এই যে আমাকে ছুটি দিয়ে বাধিত করুন।"

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২

সামহোয়্যার ইন আন্দোলন (ব্লগান্দোলনের পূর্ণাঙ্গ ময়না তদন্ত)

মন্তব্যঃ টি

টনার শুরুঃ
ব্লগে পোস্ট আসছে একটার পর একটা। কোনটা ১৮+, কোনটা ১৮-, কোনটা জ্বালাময়ী রাজনৈতিক পোস্ট আবার কোনটা ক্যাচাল পোস্ট।
হঠাৎ করে কেউ দিলো পোস্টঃ
"টুনির বিয়ে হয়ে যাচ্ছে! টুনির মা কী করছেনটা কী? (সরজমিনে টুনির বাসা থেকে ঘুরে এসে লেখা পোস্ট)"
নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। টুনির বিয়ে হয়ে যাচ্ছে! এ কীভাবে সম্ভব? পরক্ষনেই মনে হলো এ দেশে সবই সম্ভব।
তারপরেও নিজের মাথায় প্রশ্নবোধক চিহ্ন দেখা দেয়। যে জাতি জন্ম দিয়েছে ৫২, ৬৯, ৭১, ৯১ সেই জাতি আবার টুনির বিয়ে দেয় কীভাবে?

সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

ল-র-ব-য-হ ১২: পহেলা ফাল্গুনে আমার হলুদ দর্শন

মন্তব্যঃ টি

তো সখ ছিলো পহেলা বসন্তে ঘুরাঘুরি করবো। হলুদ শাড়ি পড়া রমনীদের দেখবো। সোনারও বরণ হলুদিয়া পাখিদের সাথে টাংকি মারবো।
শেষ পর্যন্ত আমার সখ পূর্ণ হয়েছে। ভালোমতোই হলুদ দেখেছি। তবে হলুদ দেখাটা আমার জন্য খুব বেশী সুখকর ছিলো না। কাহীনিটা বলা যাক।

মেডিসিন ওয়ার্ডে প্লেসমেন্ট হয়েছে ১০/১২ দিন আগে। প্রথম আইটেম ছিলো আজ। বেশ সিরিয়াস হয়ে পড়াশোনা করেছি। জেনারেল এক্সামিনেশন আর cause পড়ে মাথা গুলিয়ে গেছে। একটার Cause এর সাথে আরেকটার Cause মিলে মিশে একাকার। জগাখিচুড়ি টাইপ অবস্থা।

অনুকাব্য: ২

মন্তব্যঃ টি

বিভিন্ন সময় ফেসবুক স্ট্যাটাসে দেয়া ১৮+, ১৮-, রোমান্টিক কিংবা ইঙ্গিতপূর্ণ ছোট ছোট কাব্যগুলোর সংকলন হলো অনুকাব্য সিরিজ।

>>
বালিকা শীত পড়েছে অনেক
এসো উষ্ণ হই।


>>
আমি না হয় মেনেই নিলাম
ঠোট কি মানে বাধ?

শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১২

ল-র-ব-য-হ ১১: "আনন্দলোকে মঙ্গলালোকে"

মন্তব্যঃ টি

-র-ব-য-হ সিরিজের শেষ লেখাটা লিখেছিলাম গত বছর অক্টোবরে। প্রায় ৩ মাস পরে লিখতে বসলাম। দেখা যাক আমার "পাগলা কি বোর্ড কই থেইকা কই লইয়্যা যায়।"
তিনমাস ছিলাম কই? ছিলাম দৌড়ের উপরে।
ক্লাস... ওয়ার্ড... পরীক্ষা... আইটেম... ব্লা ব্লা ব্লা।
পরীক্ষা আমারে ছাড়লে আমি পরীক্ষারে ছাড়ি না... আবার আমি পরীক্ষারে ছাড়লে পরীক্ষা আমারে ছাড়ে না। ব্যাকরণিয় ভাষায় এই দশাকে বলা যায় "ত্রাহী মধুসূধন অবস্থা"।

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

ওবামার মুশকিল আহসান [রূপকথা+সাইন্স ফিকশন]

মন্তব্যঃ টি

ডিসক্লাইমারঃ লিখেছিলাম রস+আলো-র জন্য। লাদেনের মৃত্যুর পর। এটা রস আলো-র কাভার স্টোরি হিসেবে আসার কথা ছিলো। কিন্তু ছাপার যন্ত্রের ত্রুটির কারণে রস+আলো-র ঐ সংখ্যাটি আর প্রকাশ হয়নি। এটাও তাই পড়ে ছিলো ড্রাফটে। ভাবলাম প্রকাশ করে দেই।


বারাক ওবামার মন ভালো নেই। মন ভালো থাকবেই বা কেনো? ভেবেছিলেন লাদেনের মৃত্যুর পরে একটু শান্তিতে দিন গোজার করতে পারবেন। তা না! এখন দেখাযাচ্ছে মৃত লাদেন জীবিত লাদেনের মতোই জালিয়ে মারছে।

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১২

কবি নজরুল যদি সামহোয়্যার ইন ব্লগের নীতিমালা লিখতেন...

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 6 টি .

ডিসক্লাইমারঃ একটি নির্দোষ প্যারোডি। কেউ সিরিয়াস না হয়ে আশা করি বাধিত করবেন। :)

বল সব...
বল সব...
আমি মডুরাম, আমি রব...

আকাশ পাতাল নরওয়ে ছাড়িয়া,
বাংলাদেশে রয়েছি পড়িয়া...
আমি গড়েছি এই ব্লগ...
আমি নইতো কোন ঠগ।

"রক্তাক্ত প্রান্তর" নাটকের ফেসবুক ভার্সনঃ "ব্লক্তাক্ত ফেসবুক"

মন্তব্যঃ টি

ডিসক্লাইমারঃ এই লেখাটা লিখেছিলাম গত সেপ্টেম্বর মাসে। "ফাটক" এর সাথে। দুটোই লিখেছিলাম রস আলো-র জন্য। ফাটক ছাপা  হয়েছিলো সেপ্টেম্বর মাসেই। আর এটা ছাপা হওয়ার কথা ছিলো তার কিছুদিন পরে। কিন্তু তখন ফেসবুকে আরেকজন একই নামে একটি লেখা প্রকাশ করে ফেলেন। যার ফলে এটা আর রস আলো-তে ছাপা হয়নি।
"রক্তাক্ত প্রান্তর নাটকের ফেসবুক ভার্সন" নামের যে লেখাটি ফেসবুকে আছে ওটা এবং এটা সম্পূর্ণ আলাদা। দুটার লেখকই আসলে মৌলিক লেখাই লিখেছেন। কাকতালীয়ভাবে দুজনেরটা মিলে গেছে।


প্রথম দৃশ্যঃ
মঞ্চঃ ফেসবুক। চারিদিকে আলো আধারীর খেলা। অনলাইনে বসে আছে দুই সৈন্য। একজনের নাম বশির, আরেকজন রহিম। চ্যাট করছে দু-জন।

বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

একটি নৈর্ব্যক্তিক প্রেমপত্র

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

প্রিয় মিতু,
আমি তোমাকে প্রেমপত্র লিখেই যাচ্ছি লিখেই যাচ্ছি। কিন্তু সময় সল্পতার দরুন তুমি মনে হয় সেগুলোর উত্তর দিতে পারছো না। আমি তোমার ব্যাস্ততা বুঝি। তাই এবার একটি নৈর্ব্যক্তিক প্রশ্ন পাঠালাম। তুমি কেবল সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে আমাকে উত্তর পাঠিয়ে দাও।

১। জানু পাখি গো, কেমন আছো?
ক- খারাপ
খ- ভালো

অনুকাব্য - ১

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

বিভিন্ন সময় ফেসবুক স্ট্যাটাসে দেয়া ১৮+, ১৮-, রোমান্টিক কিংবা ইঙ্গিতপূর্ণ ছোট ছোট কাব্যগুলোর সংকলন হলো অনুকাব্য সিরিজ।

>>>
ছেলেমানুষি করবো এক শর্তে, যদি মেয়েমানুষি করো।


>>>
আশির্বাদ করে দিলাম-
ঈশ্বর তোমাকে আমার ঘৃনা পাবার যোগ্যতা দিয়ে ধন্য করুন।

তারকাদের প্রেম ও বিবাহচক্র

মন্তব্যঃ টি

আবির্ভাব পর্ব
পর্দায় আগমন ঘটে নতুন জুটির। আলোচিত হয় তাঁদের নতুন কোনো গান, নাটক কিংবা ছবি। পত্রিকার বিনোদন পাতায় এবং বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে সহাস্য বদনে হাজির হন তাঁরা। দেশের শিল্প-সংস্কৃতি থেকে শুরু করে ঘরের রান্নাবান্না, সবকিছু নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন দুজনে। কথা বলতে বলতে প্রায়ই তাঁরা একে অপরের ওপর হেসে গড়িয়ে পড়েন।

মানুষের দাম বাড়ানোর উপায়

মন্তব্যঃ টি

বকিছুর দাম বেড়েছে। কমেছে কেবল মানুষের দাম। সিলেটের জনসভায় বলেছেন বিরোধীদলীয় নেতা। অতিশয় সত্য কথা। মানুষের দাম কমে গেছে, এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। রস+আলো এটা নিয়ে অত্যন্ত চিন্তিত। তাই রস+আলোর পক্ষ থেকে মানুষের দাম বাড়ানোর কিছু পদ্ধতি আবিষ্কার করেছেন আলিম আল রাজি

ব্রেকিং ছড়াঃ যত দোষ পারদ ঘোষ

মন্তব্যঃ টি

জানল সকল সুস্থ মানুষ, জানল পাগলাগারদ,
নেমে গেছে এ সরকারের জনপ্রিয়র পারদ।
রাষ্ট্র হলো গ্রাম ও শহর, রাষ্ট্র হলো পাড়া,
পারদ কেন নামল নিচে, কোনো কারণ ছাড়া?

শঙ্কা এখন লোকসমাজে, শঙ্কা পুরো দেশে
অলক্ষুণে কাণ্ড দেখো, কেমন সর্বনেশে!
মিটিং-মিছিল আর সেমিনার করল ছাত্রলীগ,
পারদ ব্যাটার শাস্তি চেয়ে স্লোগান দিগ্বিদিক।

বল্টুর নিরুদ্দেশ হওয়ার কারণ

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

ল্টু মিয়া সদলবলে উত্তেজিত খুবই,
ভূতকে নিয়ে তারা সবাই বানাবে এক মুভি।

মুভি নিয়ে সদাই বিজি বল্টু প্রডাকশন,
লাইট ক্যামেরা সবই হবে, হবে যে একশন।

ভূত বলে যে নেই যে কিছুই- কত্তো বড় কথা!
ভূতের আছে ইয়া বড় দাত, ভুতের আছে মাথা।

একটি কর্পোরেট এবং রিমিক্স কবিতা

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

"বসুন-ধরা" হও,
হয়ে যাবো যমুনা
তুমি আমি যাবো ভেসে কাউরেই কমুনা।

আমি কী ডরাই সখী "ট্রান্সকম" রাঘবে?
সপিব প্রাণ তব দুঃখ লাঘবে।

 
টেমপ্লেট ডিজাইন আলিম আল রাজি | ব্যাক্তিগত ব্লগসাইট খেয়ালিকা'র জন্য খেয়ালিকা | যোগাযোগ