আলিম আল রাজি 'র হ-য-ব-র-ল মার্কা ব্লগ

স্বাস্থ্যসংক্রান্ত কোনো বই পড়ার সময় সাবধান। ছাপার ভুলের কারণে আপনার মৃত্যু হতে পারে। মার্ক টোয়েন, সাহিত্যিক।। আমি সব সময়ই বিখ্যাত ছিলাম, কিন্তু এত দিন সবাই জানত না। লেডি গাগা, আমেরিকান পপশিল্পী।। যদি আপনার পিতা-মাতার কোনো সন্তান না থাকে, তাহলে আপনারও নিঃসন্তান হওয়ার সম্ভাবনা আছে। ডিক ক্যাভেট, সাবেক আমেরিকান টিভি উপস্থাপক।। ঈশ্বর রোগ সারান কিন্তু সম্মানী নেন ডাক্তার। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকান রাজনীতিবিদ, লেখক ও বিজ্ঞানী।। প্রলোভনের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো তার বশবর্তী হওয়া। অস্কার ওয়াইল্ড, অভিনেতা ও সাহিত্যিক।। ভুল করার পরও কেউ হাসার অর্থ হলো, সে ইতিমধ্যে দোষ চাপানোর মতো অন্য কাউকে পেয়ে গেছে। রবার্ট ব্লক, সাহিত্যিক।। আমি অনেক বছর যাবৎ আমার স্ত্রীর সঙ্গে কথা বলিনি। আমি তার বক্তব্যে বাধা দিতে চাই না। রডনি ডেঞ্জারফিল্ড, আমেরিকান কৌতুকাভিনেতা।। একজন পুরুষ বিয়ের আগ পর্যন্ত অসম্পূর্ণ থাকে এবং বিয়ের পর সে শেষ হয়ে যায়। সা সা গাবুর, হাঙ্গেরিয়ান-আমেরিকান অভিনেত্রী।। সবার হৃদয়ে নিজের নামটি লিখুন, মার্বেল পাথরের দেয়ালে নয়। চার্লস স্পার্জান, ব্রিটিশ লেখক।। শুধু দালমা আর জিয়াননিনাই আমার বৈধ সন্তান, বাকিরা সবাই আমার অর্থ ও ভুলের ফসল। ডিয়েগো ম্যারাডোনা, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।। কোনো পুরুষ যদি স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয়, তাহলে হয় গাড়িটা নতুন অথবা তার নতুন বিয়ে হয়েছে। প্রিন্স ফিলিপ, ব্রিটেনের রাজপুত্র।। আমি শিশুদের ভালোবাসি। কারণ আপনারা জানেন কি না জানি না, আমি নিজেও শিশু ছিলাম একসময়। টম ক্রুজ, হলিউড অভিনেতা।। জীবনের সব কাক্সিত বস্তুই হয় অবৈধ, কিংবা নিষিদ্ধ, কিংবা চর্বিযুক্ত, কিংবা ব্যয়বহুল, নয়তো বা অন্য কারও স্ত্রী। গ্রুশো মাক্স, সাহিত্যিক।। যতক্ষণ আপনি কোনো ছেলেকে অপছন্দ করবেন, সে আপনার জন্য তার সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। যখন আপনি তাকে ভালোবাসতে শুরু করবেন, ততণে সে তার আগ্রহ হারিয়ে ফেলবে। বিয়ন্স নোয়েলস, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।। আমার একটা অ্যালার্ম ঘড়ি আছে। মজার বিষয় হলো, সেটা কোনো আওয়াজ করে না। এটা আলো দেয়। যতই সময় যেতে থাকে, সেটি ততই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। একপর্যায়ে আলোর চোটে আমার ঘুম ভেঙে যায়। আমার সেই অ্যালার্ম ঘড়িটার নাম জানালা। জে লেনো, মার্কিন কৌতুক অভিনেতা।। আমাকে একটি গিটার দাও, আমি সেটা বাজাব। আমাকে একটি মঞ্চ দাও, আমি গাইব। আমাকে একটি অডিটরিয়াম দাও, আমি তা পরিপূর্ণ করে দেব। এরিক ক্যাপটন, সংগীতজ্ঞ।। আমার স্বামীর সঙ্গে দেখা হওয়ার আগে আমি কখনো প্রেমে পড়িনি, কয়েকবার পা রেখেছিমাত্র। রিটা রুডনার, মার্কিন কৌতুক অভিনেত্রী ও লেখিকা।। অবিবাহিত পুরুষদের ওপর উচ্চহারে কর বসানো উচিত। তারা কেন অন্যদের চেয়ে সুখে থাকবে? অস্কার ওয়াইল্ড, আইরিশ লেখক ও কবি।। বিয়ে হলো কল্পনার কাছে বুদ্ধির পরাজয়। দ্বিতীয় বিয়ে হলো আশার কাছে অভিজ্ঞতার পরাজয়। স্যামুয়েল জনসন, ব্রিটিশ লেখক।। বিয়ে হলো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতোই প্রাকৃতিক, অযৌক্তিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ। লিসা হফম্যান, অভিনেতা ডাসটিন হফম্যানের স্ত্রী।। বুকমার্ক কেনার জন্য ডলার খরচ করার দরকার কী? ডলারটাকেই বুকমার্ক হিসেবে ব্যবহার করুন। স্টিভেন স্পিলবার্গ, চলচ্চিত্র পরিচালক।। আমার মনে হয়, যেসব পুরুষের কান ফুটো করা, তারা বিয়ের জন্য ভালোভাবে প্রস্তুত। কারণ, তারা ব্যথা সহ্য করেছে এবং অলংকারও কিনেছে। রিটা রুডনার, আমেরিকান কৌতুকাভিনেত্রী, লেখিকা ও অভিনেত্রী।। ডায়েটের প্রথম সূত্র হলো : খাবারটা যদি তোমার খেতে খুব ভালো লাগে, তাহলে অবশ্যই জিনিসটা তোমার জন্য তিকর হবে। আইজ্যাক আজিমভ, বিজ্ঞান কল্পকাহিনিকার।। আমার জন্মের পর আমি এত অবাক হয়ে গিয়েছিলাম যে পাক্কা দেড় বছর কথাই বলতে পারিনি। গ্রেসি অ্যালেন, মার্কিন কৌতুকাভিনেত্রী।। আমি কোনো দিন বিখ্যাত হতে পারব না। আমি কিচ্ছু করি না। কিছুই না। আগে দাঁত দিয়ে নখ কাটতাম। এখন তা-ও করি না। ডরোথি পার্কার, আমেরিকান রম্যলেখিকা।। আমি কখনোই আমার স্কুলকে আমার শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে দিইনি। মার্ক টোয়েন, সাহিত্যিক।। সত্যবাদিতাই সর্বোত্তম পন্থা, যদি না আপনি একজন অসাধারণ মিথ্যেবাদী হতে পারেন। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। আলস্য পুরোপুরিভাবে তখনই উপভোগ করা সম্ভব, যখন হাতে প্রচুর কাজ থাকে। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। যখনই টিভিতে পৃথিবীর সব অনাহারি ও দরিদ্র শিশুকে দেখি, কান্না ধরে রাখতে পারি না। মনে হয়, ইশ, আমার ফিগারটাও যদি ওই রকম হতো। মারায়া ক্যারি, সংগীতশিল্পী।। সুষম খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য। ফ্র্যান লেবোউইটজ, মার্কিন লেখক।। ধূমপান মৃত্যু ডেকে আনে। যদি আপনার মৃত্যু ঘটে, তাহলে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি হারাবেন। ব্রুক শিল্ডস, অভিনেত্রী।। বক্সিংয়ে এ পর্যন্ত ইনজুরি, মৃত্যু-দুটোই হয়েছে। কোনোটিই তেমন মারাত্মক ছিল না। অ্যালান মিন্টার, বক্সার।। অন্যের শেষকৃত্যানুষ্ঠানে সব সময় যাওয়া উচিত। তা না হলে তারাও আপনার শেষকৃত্যানুষ্ঠানে আসবে না। ইয়োগি বেরা, বেসবল খেলোয়াড়।। এমন কাজ তোমার করার দরকার নেই, যেটা আগামীকাল অন্যের ঘাড়ে এমনিতেই চাপবে। ডেভিড ব্রেন্ট, অভিনেতা।। আমাকে কোনো প্রশ্ন কোরো না, তাহলে আমাকেও কোনো মিথ্যা বলতে হয় না। ওলিভার গোল্ডস্মিথ, আইরিশ লেখক ও কবি।। মডেলরা হলো বেসবল খেলোয়াড়দের মতো। আমরা খুব তাড়াতাড়ি বিপুল অর্থের মালিক হই, কিন্তু বয়স ৩০ হতে না হতেই আবিষ্কার করি যে আমাদের উচ্চশিক্ষা নেই, কোনো কিছু করারই যোগ্যতা নেই। কিন্তু আমরা খুবই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। এমন সময় সবচেয়ে বুদ্ধির কাজ হলো কোনো মুভিস্টারকে বিয়ে করে ফেলা। সিন্ডি ক্রাফোর্ড, মডেল।। ফিলাডেলফিয়ার পথঘাট খুবই নিরাপদ। শুধু মানুষই সেগুলোকে অনিরাপদ বানিয়ে রেখেছে। ফ্রাংক রিজো, আমেরিকার ফিলাডেলফিয়ার সাবেক মেয়র।। সব সময় মনে রাখবেন, আপনি অনন্য। ঠিক আর সবার মতো। মার্গারেট মেড, নৃতত্ত্ববিদ।। বিশেষজ্ঞরা বলেন, রাগের মাথায় কখনো বাচ্চাদের মারবেন না। আমার প্রশ্ন হলো, তাহলে কখন মারব? মনে যখন আনন্দ থাকে তখন? রোজেইন বার, লেখক।। টেলিভিশন আমার কাছে খুবই শিক্ষামূলক। বাড়ির সবাই যখন টেলিভিশন দেখে, আমি তখন অন্য ঘরে গিয়ে বই পড়তে শুরু করি। গ্রুশো মার্ক্স, কৌতুকাভিনেতা।। হাল ছেড়ো না। একটা ডাকটিকিটকে দেখো। নিজ গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত তা একটি খামের সঙ্গেই লেগে থাকে। জশ বিলিংস, লেখক।। কেউ মহৎ হয়েই জন্মায়, কেউ অনেক চেষ্টা করে মহৎ হয়। বাকিরা পাবলিক রিলেশন অফিসারদের ভাড়া করে। ড্যানিয়েল জে বুরর্স্টিন, ইতিহাসবিদ।। বাস্তব ও কল্পকাহিনির মধ্যে পার্থক্য হলো, কল্পকাহিনিকে সব সময় যুক্তিপূর্ণ হতে হয়। টম ক্যান্সি, লেখক।। অস্ট্রেলিয়ার মানুষের অন্যতম প্রিয় শখ হচ্ছে কবিতা না পড়া। ফিলিস ম্যাকগিনলে, লেখক।। চলচ্চিত্রের দৈর্ঘ্য মানুষের ব্লাডারের সহ্যমতার সমানুপাতিক হওয়া উচিত। আলফ্রেড হিচকক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।।



.

রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১১

রাজানীতিবিদ যখন ক্রিকেটার

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

ক্রিকেটারদের বদলে রাজনীতিবিদরা যদি ক্রিকেট মাঠে নামতো তাহলে কেমন হতো ব্যাপারটা? জানাচ্ছেন আলিম আল রাজি


১। গন্ডগোল শুরু হয়ে যেতো খেলা শুরুর আগে থেকেই। কি হবে টুর্নামেন্টের নাম? কার নামে হবে নাম? এ নিয়ে দুই দলের মধ্যে বিরাট কেচাল লেগে যেতো। এক দল বলতো এই নামে হতে হবে টুর্নামেন্টের নাম, আরেকদল বলতো অন্য নামে।

বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১১

ইদানিং হাসি থামাতে পারছি না!

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 2 টি .

চারিদিকে মজাদার সব কান্ড কারখানার সমাহার! হাসি কি আর সাধে আসে!

এবারের বিশ্বকাপের “বড় দল”গুলোর খেলা হলো একটা হাসির কারণ।
আমাদের তথাকথিত বড় দল ইন্ডিয়া, ইংক্যান্ড, অস্ট্রেলিয়া তো আসলে ছোট দলগুলোকে উড়িয়ে দেওয়ার কথা।
কিন্তু ও হরি! কই উড়িয়ে দেবে! জিততেই দেখি চোখের পানি নাকের পানি এক হয়ে যায়! হো হো!

সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০১১

আজ স্টার প্লাস দেখার ফাকে ফাকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাষার প্রতি ভালোবাসা প্রকাশের দিন।

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

হ্যা।
আমি এই ডিজুস জেনারেশনের একজন প্রতিনিধি।
আবেগ ব্যাবসায়ীদের কাছে বিক্রি হয়ে যাওয়া এক তরুন।
বছরের বিশেষ বিশেষ দিনে দেশপ্রেমে মত্ত হওয়া এক ছেলে।

দেশের প্রতি ভালোবাসা আমার উপচে পড়ছে।
আজ একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদ মিনারে যাওয়ার জন্য

শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১১

ট্রফি আর বাংলাদেশের দুরত্ব এখন কয়েকটি ভালো সিদ্ধান্ত মাত্র।

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

এতোদিন স্বপ্ন দেখেছিলাম ইন্ডিয়াকে হারাবো। কিন্তু আজকে বাংলাদেশের অসাধারণ ব্যাটিং দেখে আমি ট্রফির স্বপ্ন দেখতে শুরু করেছি।

আজকের ম্যাচে আমরা হয়তো হেরেছি। কিন্তু আমরা কি ভারতের কাছে হেরেছি? অবশ্যই না। আমরা হেরেছি আমাদের বোকামীর জন্য।
যেখানে অন্য সবার মতো সাকিবও কিছুদিন আগে থেকে বলছিলেন টসে জিতে ব্যাটিং নেবেন সেখানে হঠাৎ করে ফিল্ডিং নেয়ার মতো একটি বাজে সিদ্ধান্ত তিনি কেনো নিলেন ঠিক মাথায় ঢুকছে না। সাকিব ব্যাটিং না নেয়ায় ধোনিও মনে হয় যথেষ্ঠ অবাক হয়েছিলেন।

শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১১

আমরা পেরেছি, আমরা পারি

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

একটি পৃথিবী, শত কোটি মানুষ, একটি ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপের উদ্বোধনের দায়িত্বে বাংলাদেশ। এর চেয়ে আনন্দের এর চেয়ে গর্বের বিষয় আর কি হতে পারে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নানা রকম গুজবে আমরা দ্বিধান্বিত হয়ে পড়েছিলাম। শেষ পর্যন্ত আমরা পারবো তো!
সব আশংকা, সব দ্বিধাকে মিথ্যা প্রমান করে বাংলাদেশ প্রমান করেছে- বাংলাদেশও পারে বিশ্বকে চমকে দিতে। বাংলাদেশও পারে বিশ্বকে মুগ্ধ করে দিতে। বাংলাদেশ পারে বিশ্বকে "অবাক তাকিয়ে থাকতে" বাধ্য করতে।

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১১

গানে গানে বিশ্বকাপ (বিশ্বকাপ রিলেটেড অনেক গান। সহজ ডাউনলোড লিংক সহ) (আপডেটেড)

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

শুরু হয়ে গেলো বিশ্বকাপ।

"আমরাই এবার বিশ্বকাপের আয়োজক", "আমাদের দেখবে বিশ্ব" ভাবতেই কপাল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত একটা ঝাকি খেলে যায়।
এতো গর্বের ব্যাপার!
এতো আনন্দের ব্যাপার।
জানি, আপনারও একই অনুভূতি।

বিশ্বকাপের উত্তেজনায় আরেকটু তেল ঢেলে দিন বিশ্বকাপের গান গুলো শুনে। এখানে বেশ কিছু গান দিলাম। ডাউনলোড লিংক সহ।

শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১১

জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী, ভালোবাসা দিবস এবং আমার ভয়...

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 1 টি .

জানুয়ারী মাসের তৃতীয় সপ্তাহ।
প্রথম আলোর শনিবারের ম্যাগাজিন ছুটির দিনে হাতে নিয়ে বসে আছি। পাতা উল্টাতে উল্টাতে চলে গেলাম জ্যোতিষি কাওসার সাহেবের পাতায়। ভদ্রলোক ভবিষ্যত বলার ছলে জোর করে মানুষদের হাসানোর চেষ্টা করেন। কিন্তু তার লেখা পড়ে হাসি আসেনা। হাসি আসে তার হাসানোর প্রচেষ্টা দেখে। একটা উদাহারণ দেই। একবার তিনি আমার ভবিষ্যত বলে দিচ্ছেন। -

শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০১১

বাসর ঘরে কোন ব্লগার কি করিবেন... - ১

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 4 টি .

এই পোস্টটি পড়িলে আপনি জানিতে পারিবেন বাসর ঘরে কোন ব্লগার কি করিবেন। সহধর্মীনিদের ক্ষপ্পরে পড়িয়া তাদের কি দশা হইবে অথবা তাদের ক্ষপ্পরে পড়িয়া তাদের সহধর্মীনিদের কি দশা হইবে। তাহা হইলে আসুন ভাই বোনেরা যাওয়া যাক মূল পোস্টে। সাথে আছেন ব্লগেষক আলিম আল রাজি।

হাসান মাহবুবঃ
বাসর ঘরে হাসান ভাই। নতুন ভাবী লাজুক মুখে বসে আছেন। দুরু দুরু বুকে হাসান ভাই এগিয়ে যাবেন ভাবীর দিকে। থুতনীতে হাত দিয়ে ভাবীর মুখ উপরে তুলবেন। ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স। হঠাৎ হাসান ভাই বলে উঠবেন-

বাসর ঘরে কোন ব্লগার কি করিবেন... - ২

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

এই পোস্টটি পড়িলে আপনি জানিতে পারিবেন বাসর ঘরে কোন ব্লগার কি করিবেন, সহধর্মীনিদের ক্ষপ্পরে পড়িয়া তাহাদের কি দশা হইবে অথবা তাহাদের ক্ষপ্পরে পড়িয়া তাহাদের সহধর্মীনিদের কি দশা হইবে। তাহা হইলে আসুন ভাই বোনেরা যাওয়া যাক মূল পোস্টে। সাথে আছেন ব্লগেষক আলিম আল রাজি।

মরার পরে যদি পোস্ট দেওয়া যেতো!!!

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

আচ্ছা! মৃত্যুর পরে যদি ব্লগে পোস্ট দেওয়া যেত তাহলে কেমন হতো সেগুলো!
চিন্তা করে দেখলাম খারাপ হতো না ব্যাপারটা। কিরকম হতো সেই পোস্টগুলো তা নিয়েই ভেবেছেন ফাউল গোবেষক আলিম আল রাজি।

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১১

স্বল্পদৈর্ঘ্য বাংলা সায়েন্স ফিকশনঃ স্বরাষ্ট্রমন্ত্রী, দ্যা হোম মিনিস্টার

মন্তব্যঃ টি


হাকাশ যাত্রীদের মন খারাপ হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। আমারও হয়। সেটা মনে হয় এই মহাকাশ যানের অন্যদের তুলনায় একটু বেশি।
অবশ্য এই মহাকাশযানে মানুষ খুব বেশি নেই। শীতল ঘরে শুয়ে থাকা এক তরুনী নাম নিকি, আমি আর আমাদের দলনেতা। দলনেতাকে এখানে ডাকা হয় "স্বরাষ্ট্রমন্ত্রী"। দলনেতার নাম "স্বরাষ্ট্রমন্ত্রী" রাখার একটা কারণ আছে। এই শতাব্দিতে যেসকল মহাকাশযান মহাশূন্যে পাঠানো হয় সেগুলোতে অতীত পৃথিবীর কিছু ছোঁয়া দিয়ে দেওয়া হয়।

বিদ্রোহ কাব্যঃ ব্লগ বনাম প্রেম (ফুল ভার্সন)

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 2 টি .

আমার কিছু যায় আসে না তাতে
করবো না আর খরচা কোন ভালবাসার খাতে।
যেতেই পারিস চাইনিজে তুই ভ্যালেন্টাইনের দিনে
দিতেই পারে বি এফ তোকে ২০ টি গোলাপ কিনে!
খেতেই পারিস চিকেন রোল-বা দেশী চিকেন রোস্ট।
আমি ভালো বাসবো আমার ব্লগের কোন পোস্ট।

তার মানে ঠিক পথেই এগুচ্ছে বাংলা ব্লগ; আপনাকেই ক্ষমা চাইতে হবে রুবাইয়াত হোসেন।

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 1 টি .

মেহেরজান ছবির পরিচালক রুবাইয়াত হোসেন বলেছেন -
‘এ ছবির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। তাই দক্ষিণ এশিয়ায় ইতিহাস নিয়ে যারা কাজ করেন, বীরাঙ্গনাদের জীবনী নিয়ে কাজ করেন, তাদের কাছে আমি ছবির সিডি পাঠিয়েছি। আমি বিশ্বাস করি, যারা এই ছবির বিরুদ্ধে কিছু না বুঝেই বিতর্ক করছেন তারা লজ্জা পাবেন ইতিহাসবিদদের কাছ থেকে জবাব আসার পর।’

মাইক্রো ব্লগিং: আজ সত্যিকার অর্থে ব্লগিং-এ আমার এক বছর পূর্ন হলো।

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

নিকের বয়স ১ বছর সাত মাস হলেও প্রথম ৭ মাস আমার কোন পিসিই ছিলো না। পোস্ট ছিলো মাত্র ৬ টা। হিট ছিলো প্রায় ৫০০০।
১০ ফেব্রুয়ারী
থেকে নিজের পিসিতে ব্লগিং শুরু করি।
সত্যিকারের পরিসংখ্যান:

প্রিয় জানা আপু, আপনাকেই বলছি... (সামুর সরিয়ে দেয়া পোস্টের ব্যাক-আপ, ১৫০ টি কমেন্ট সহ)

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

আমার জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে। আমার জীবনের সব চেয়ে বড় গর্বের বিষয়টি হচ্ছে আমি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দাদা এ দেশের শ্রেষ্ট সন্তানদের একজন। স্বামী মুক্তিযোদ্ধা- এই “অপরাধে” আমার অনঃসত্ত্বা দাদীকে মুক্তিযোদ্ধের সময় রাজাকারদের গুলি খেতে হয়েছিলো।

বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০১১

যে কমেন্ট হয়নি করা, যে কমেন্ট হয়না করা। :p :) :p

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

আমরা মাঝে মাঝে সহব্লগারদের মন রক্ষা করার জন্য "মন ভুলানো" টাইপ কমেন্ট করে থাকি। এ ক্ষেত্রে যদি মন ভুলানো টাইপ কমেন্ট না করে সত্যিকারের কমেন্টগুলো করা যেতো তাহলে কেমন হতো সেগুলো?? আসুন দেখা যাক।

* মন ভুলানো কমেন্টঃ অসাধারণ। আপনাকে জাঝা।
** সত্যিকারের কমেন্টঃ ধুর! এইটা কোন পুস্ট হৈলো??

একটা ছিলো বেকুব ছাগলা কালো বরণ দাড়ি...

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

*** সুরে সুরে পড়া বাঞ্চনীয়


একটা ছিলো বেকুব ছাগলা কালো বরণ দাড়ি
পাকিস্তানের দিকে ছিলো সে ছাগলার বাড়ি।
লেজের মধ্যে আহারে কি মায়া
একটি ব্লগে পড়লো ছাগুর ছায়া।

ছোট গল্পঃ ব্লগ ফিক্সিং

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 2 টি .

মোবাইলের রিংটোন শুনে হুড়মুড় করে ঘুম থেকে উঠলেন তিনকোনা। ঘুম ঘুম চোখে মোবাইল স্ক্রিনের দিকে তাকালেন, লেখা আছে MOGBAJAR-1. লেখা দেখে মুহূর্তেই চোখ থেকে ঘুম উবে গেলো। ফোন ধরলেন,
- হুজুর, আসসালাম।
- নালায়েক! আগে "আসসালাম" বলবা। তার পর বলবা "হুজুর"।
- স্যরি হুজুর।

কাশেম বিন আবু বক্কর সমগ্র

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

বিঃ দ্রঃ যারা কাশেম বিন আবু বক্করের একটা বইও পড়েননি, তারা এই পোস্টের আগা মাথা মাঝখান কিছুই বুঝবেন না।

কাশেম বিন আবু বক্কর সমগ্র।>>

১। আসসালাম। আই লাভ ইউ। মা আসসালাম।

দেরী করে লাভ কি? ভবিষ্যতের পোস্টগুলো আজকেই দিয়ে দিলাম। (কিঞ্চিত ১৮+)

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

দেরী টেরী করে লাভ নাই। কখন কি হয়ে যায়!! তার উপর নাই হায়াৎ মউতের ঠিক। তাই ভবিষ্যতের পোস্টগুলো আজকেই দিয়ে দিলাম। প্রেম, বিয়ে, বাসর ঘর, ব্লগের ভবিষ্যাত সব কিছুই একসাথে পোস্টাইয়্যা আলগা ভাব লৈলাম আরকি!!

ভবিষ্যতের পোস্ট : ১
আজকে সার্টিফিকেট পেলাম। এখন এইটা ভিজিয়ে সকাল বিকাল পানি খাওয়া যাবে।

পুরো ২০১০ জুড়ে যে গানগুলো শুনলাম (ডাউনলোড লিংক সহ)। (একটি মাথার ঘাম গলায় ঝরানো পোস্ট)

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

২০১০ শেষ হয়ে যাচ্ছে।

অনেক দিন হলো গান নিয়ে পোস্ট দেই না। ভাবলাম পুরো ২০১০ জুড়ে যে গানগুলো অসংখ্যবার শোনার পরেও এখনো পুরোনো হয় নি সেগুলো নিয়ে একটা পোস্ট দেই। তাই দিলাম।

চিনে রাখুন। ইনিই আসল মডু।

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

সামু ব্লগার মাত্রই "মডু" শব্দের সাথে পরিচিত। কিন্তু ব্লগাররা এই "মডু" নামে পরিচিত মানুষটি সম্পর্কে আসলে কতটুকু জানেন? সত্যি করে বলতে গেলে আসলে আমরা তেমন কিছুই জানি না। আমি নিজেও তেমন কিছু জানি না। তবে কিছু এক্সক্লুসিভ তথ্য জানি। সেগুলো শেয়ার করলাম।

উচ্চতা ৬ ফিট ২ ইঞ্চি
২১০ lb
সুদর্শন।

যেভাবে বুঝবেন আপনার লেখা ভালো নাকি খারাপ(পরীক্ষিত উপায়)।

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

এখন বাংলা ব্লগের সংখ্যা অনেক। ব্লগারের সংখ্যাও অনেক। কিন্তু সবাই কি ভালো ব্লগার? এই প্রশ্নের উত্তর পরে খোজা যাবে। আপাতত দেখা যাক কিভাবে বুঝবেন আপনি ভালো নাকি খারাপ ব্লগার।

প্রয়োজনীয় উপকরণঃ

ডিসেম্বরের স্পেশাল নাটকঃ করাচি থেকে মগবাজার (১৮- দের প্রবেশ নিষেধ)

মন্তব্যঃ টি

দৃশ্য-- ১


মঞ্চে আলখেল্লা পরিহিত এক মাওলানাবেশধারী প্রবেশ করবেন। ইনি হলেন গু আযম। অস্থির ভঙ্গিতে পায়চারী করবেন মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মঞ্চের পাশে টাঙ্গানো থাকবে ১৯৭১ সালের ক্যালেন্ডার।
হঠাৎ মঞ্চে প্রবেশ করবে মিলিটারির পোশাক পরিহিত এক খানসেনা। তার মুখে ক্রোদের ছাপ।

স্বল্পদৈর্ঘ্য ব্লগীয় সাইন্স ফিকশনঃ মডুর খপ্পরে এলিয়েন।

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

১।

প্রজেক্ট সিমিসাস।
সামহোয়্যারইনব্লগকে ধ্বংস করার মিশনের নাম। প্রজেক্টটি চালাচ্ছে ইতিপং গ্রহের প্রানীরা।
প্রজেক্টের অংশ হিসাবে পৃথীবিতে এসেছে সেই গ্রহের একটি প্রানি। নাম কিম। তার কাজ হচ্ছে অনেকটা এরকম- সামহোয়্যারকে কিছুদিন পর্যবেক্ষনে রাখতে হবে। ব্লগ এবং ব্লগারদের গতিবিধি নজরে রাখতে হবে। তারপর শেষ মুহূর্তে "পিকি সিস্টেম" চালু করে সামহোয়্যারকে ধ্বংস করে নিজের গ্রহে ফিরতে হবে।

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০১১

অদ্ভুত অভিজ্ঞতাঃ ঘুম ভেঙ্গে দেখি আমি কোমডের পাশে।

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

বেশ আরামের ঘুম ঘুমাচ্ছিলাম। হঠাৎ ভেঙ্গে গেলো ঘুম। দেখি পাশে বালিশের বদলে কোমড, আমার মা আমার মাথা ধরে ঝাকাচ্ছেন। মাথার এক পাশে প্রচন্ড ব্যাথা, সেখানে রক্ত লেগে আছে। পাশে বালতি ভাঙ্গা, বাথরুমের দরজা ভাঙ্গা।
বেশ অবাক হচ্ছেন নিশ্চয়ই। আমিও হয়েছিলাম।

মডারেশন স্ট্যাটাস যদি মডুর মনের কথা প্রকাশ করতো! ;);)

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

মাত্র কয়েকটা মডারেশন স্ট্যাটাস। প্রতিটা মডারেশন স্ট্যাটাসের নিচে নিরাপদ, জেনারেল, ওয়াচ ইত্যাদি ব্লা ব্লা কথা মডুরা লিখে দেয়। কিন্তু সব সময় এগুলো কি আসলেই মডুর মনের কথা? অবশ্যই না।
যদি বিশেষ বিশেষ সময়ে মডারেশন স্ট্যাটাসগুলো মডুর মনের কথা প্রকাশ করতো তবে কেমন হতো সেগুলো! তা নিয়ে ভাবাভাবি করেছেন ফাউল ব্লগেষক আলিম আল রাজি।

স্বল্পদৈর্ঘ্য ব্লগীয় সাইন্স ফিকশনঃ আজি হতে ১৫০০ বছর পর (রাজি, রাজসোহান যৌথ প্রযোজনা) ;) :P

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 2 টি .

বিজ্ঞান একাডেমীর প্রধান কিটি চিন্তিত মুখে বসে আছেন। মানব সভ্যতা সম্পর্কে তাদের এতোদিনের পুষে রাখা ধারণা একটি বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে। দেশের প্রত্নতত্ত্ব বিভাগ "সামহোয়ারইনব্লগ" নামক একটা সাইটের লিংক খুঁজে পাওয়ার পরই সব সমস্যার শুরু। একের পর এক আঘাত আসছে বিজ্ঞানীদের উপর। বিজ্ঞানীরা নাকি এতোদিন মানুষকে শুধু ভুল জ্ঞানই দিয়ে যাচ্ছিলো! এই ৩৪৫৬ সালে এসে মানুষ যদি বিজ্ঞানের উপর আস্থা হারিয়ে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে! আর ভাবতে পারলেন না মহামান্য কিটি।

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০১১

স্বল্পদৈর্ঘ্য বাংলা সাইন্স ফিকশনঃ হুমু এরশাদ বলেছেন আপনি কি বিবাহিত?

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 4 টি .

১।
হুমু এরশাদ
যাকে নিয়ে ইতিপং গ্রহের গবেষকদের আগ্রহের কোন সীমা নেই।
হুমু কিভাবে বুড়ো বয়সেও এতো এনার্জেটিক?
কিভাবে এতো সুদর্শন?
কিভাবে এতো বর্ণচোরা?
কিভাবে তার ভিতরে এতো প্রেম?

 
টেমপ্লেট ডিজাইন আলিম আল রাজি | ব্যাক্তিগত ব্লগসাইট খেয়ালিকা'র জন্য খেয়ালিকা | যোগাযোগ