আলিম আল রাজি 'র হ-য-ব-র-ল মার্কা ব্লগ

স্বাস্থ্যসংক্রান্ত কোনো বই পড়ার সময় সাবধান। ছাপার ভুলের কারণে আপনার মৃত্যু হতে পারে। মার্ক টোয়েন, সাহিত্যিক।। আমি সব সময়ই বিখ্যাত ছিলাম, কিন্তু এত দিন সবাই জানত না। লেডি গাগা, আমেরিকান পপশিল্পী।। যদি আপনার পিতা-মাতার কোনো সন্তান না থাকে, তাহলে আপনারও নিঃসন্তান হওয়ার সম্ভাবনা আছে। ডিক ক্যাভেট, সাবেক আমেরিকান টিভি উপস্থাপক।। ঈশ্বর রোগ সারান কিন্তু সম্মানী নেন ডাক্তার। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকান রাজনীতিবিদ, লেখক ও বিজ্ঞানী।। প্রলোভনের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো তার বশবর্তী হওয়া। অস্কার ওয়াইল্ড, অভিনেতা ও সাহিত্যিক।। ভুল করার পরও কেউ হাসার অর্থ হলো, সে ইতিমধ্যে দোষ চাপানোর মতো অন্য কাউকে পেয়ে গেছে। রবার্ট ব্লক, সাহিত্যিক।। আমি অনেক বছর যাবৎ আমার স্ত্রীর সঙ্গে কথা বলিনি। আমি তার বক্তব্যে বাধা দিতে চাই না। রডনি ডেঞ্জারফিল্ড, আমেরিকান কৌতুকাভিনেতা।। একজন পুরুষ বিয়ের আগ পর্যন্ত অসম্পূর্ণ থাকে এবং বিয়ের পর সে শেষ হয়ে যায়। সা সা গাবুর, হাঙ্গেরিয়ান-আমেরিকান অভিনেত্রী।। সবার হৃদয়ে নিজের নামটি লিখুন, মার্বেল পাথরের দেয়ালে নয়। চার্লস স্পার্জান, ব্রিটিশ লেখক।। শুধু দালমা আর জিয়াননিনাই আমার বৈধ সন্তান, বাকিরা সবাই আমার অর্থ ও ভুলের ফসল। ডিয়েগো ম্যারাডোনা, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।। কোনো পুরুষ যদি স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয়, তাহলে হয় গাড়িটা নতুন অথবা তার নতুন বিয়ে হয়েছে। প্রিন্স ফিলিপ, ব্রিটেনের রাজপুত্র।। আমি শিশুদের ভালোবাসি। কারণ আপনারা জানেন কি না জানি না, আমি নিজেও শিশু ছিলাম একসময়। টম ক্রুজ, হলিউড অভিনেতা।। জীবনের সব কাক্সিত বস্তুই হয় অবৈধ, কিংবা নিষিদ্ধ, কিংবা চর্বিযুক্ত, কিংবা ব্যয়বহুল, নয়তো বা অন্য কারও স্ত্রী। গ্রুশো মাক্স, সাহিত্যিক।। যতক্ষণ আপনি কোনো ছেলেকে অপছন্দ করবেন, সে আপনার জন্য তার সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। যখন আপনি তাকে ভালোবাসতে শুরু করবেন, ততণে সে তার আগ্রহ হারিয়ে ফেলবে। বিয়ন্স নোয়েলস, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।। আমার একটা অ্যালার্ম ঘড়ি আছে। মজার বিষয় হলো, সেটা কোনো আওয়াজ করে না। এটা আলো দেয়। যতই সময় যেতে থাকে, সেটি ততই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। একপর্যায়ে আলোর চোটে আমার ঘুম ভেঙে যায়। আমার সেই অ্যালার্ম ঘড়িটার নাম জানালা। জে লেনো, মার্কিন কৌতুক অভিনেতা।। আমাকে একটি গিটার দাও, আমি সেটা বাজাব। আমাকে একটি মঞ্চ দাও, আমি গাইব। আমাকে একটি অডিটরিয়াম দাও, আমি তা পরিপূর্ণ করে দেব। এরিক ক্যাপটন, সংগীতজ্ঞ।। আমার স্বামীর সঙ্গে দেখা হওয়ার আগে আমি কখনো প্রেমে পড়িনি, কয়েকবার পা রেখেছিমাত্র। রিটা রুডনার, মার্কিন কৌতুক অভিনেত্রী ও লেখিকা।। অবিবাহিত পুরুষদের ওপর উচ্চহারে কর বসানো উচিত। তারা কেন অন্যদের চেয়ে সুখে থাকবে? অস্কার ওয়াইল্ড, আইরিশ লেখক ও কবি।। বিয়ে হলো কল্পনার কাছে বুদ্ধির পরাজয়। দ্বিতীয় বিয়ে হলো আশার কাছে অভিজ্ঞতার পরাজয়। স্যামুয়েল জনসন, ব্রিটিশ লেখক।। বিয়ে হলো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতোই প্রাকৃতিক, অযৌক্তিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ। লিসা হফম্যান, অভিনেতা ডাসটিন হফম্যানের স্ত্রী।। বুকমার্ক কেনার জন্য ডলার খরচ করার দরকার কী? ডলারটাকেই বুকমার্ক হিসেবে ব্যবহার করুন। স্টিভেন স্পিলবার্গ, চলচ্চিত্র পরিচালক।। আমার মনে হয়, যেসব পুরুষের কান ফুটো করা, তারা বিয়ের জন্য ভালোভাবে প্রস্তুত। কারণ, তারা ব্যথা সহ্য করেছে এবং অলংকারও কিনেছে। রিটা রুডনার, আমেরিকান কৌতুকাভিনেত্রী, লেখিকা ও অভিনেত্রী।। ডায়েটের প্রথম সূত্র হলো : খাবারটা যদি তোমার খেতে খুব ভালো লাগে, তাহলে অবশ্যই জিনিসটা তোমার জন্য তিকর হবে। আইজ্যাক আজিমভ, বিজ্ঞান কল্পকাহিনিকার।। আমার জন্মের পর আমি এত অবাক হয়ে গিয়েছিলাম যে পাক্কা দেড় বছর কথাই বলতে পারিনি। গ্রেসি অ্যালেন, মার্কিন কৌতুকাভিনেত্রী।। আমি কোনো দিন বিখ্যাত হতে পারব না। আমি কিচ্ছু করি না। কিছুই না। আগে দাঁত দিয়ে নখ কাটতাম। এখন তা-ও করি না। ডরোথি পার্কার, আমেরিকান রম্যলেখিকা।। আমি কখনোই আমার স্কুলকে আমার শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে দিইনি। মার্ক টোয়েন, সাহিত্যিক।। সত্যবাদিতাই সর্বোত্তম পন্থা, যদি না আপনি একজন অসাধারণ মিথ্যেবাদী হতে পারেন। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। আলস্য পুরোপুরিভাবে তখনই উপভোগ করা সম্ভব, যখন হাতে প্রচুর কাজ থাকে। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। যখনই টিভিতে পৃথিবীর সব অনাহারি ও দরিদ্র শিশুকে দেখি, কান্না ধরে রাখতে পারি না। মনে হয়, ইশ, আমার ফিগারটাও যদি ওই রকম হতো। মারায়া ক্যারি, সংগীতশিল্পী।। সুষম খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য। ফ্র্যান লেবোউইটজ, মার্কিন লেখক।। ধূমপান মৃত্যু ডেকে আনে। যদি আপনার মৃত্যু ঘটে, তাহলে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি হারাবেন। ব্রুক শিল্ডস, অভিনেত্রী।। বক্সিংয়ে এ পর্যন্ত ইনজুরি, মৃত্যু-দুটোই হয়েছে। কোনোটিই তেমন মারাত্মক ছিল না। অ্যালান মিন্টার, বক্সার।। অন্যের শেষকৃত্যানুষ্ঠানে সব সময় যাওয়া উচিত। তা না হলে তারাও আপনার শেষকৃত্যানুষ্ঠানে আসবে না। ইয়োগি বেরা, বেসবল খেলোয়াড়।। এমন কাজ তোমার করার দরকার নেই, যেটা আগামীকাল অন্যের ঘাড়ে এমনিতেই চাপবে। ডেভিড ব্রেন্ট, অভিনেতা।। আমাকে কোনো প্রশ্ন কোরো না, তাহলে আমাকেও কোনো মিথ্যা বলতে হয় না। ওলিভার গোল্ডস্মিথ, আইরিশ লেখক ও কবি।। মডেলরা হলো বেসবল খেলোয়াড়দের মতো। আমরা খুব তাড়াতাড়ি বিপুল অর্থের মালিক হই, কিন্তু বয়স ৩০ হতে না হতেই আবিষ্কার করি যে আমাদের উচ্চশিক্ষা নেই, কোনো কিছু করারই যোগ্যতা নেই। কিন্তু আমরা খুবই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। এমন সময় সবচেয়ে বুদ্ধির কাজ হলো কোনো মুভিস্টারকে বিয়ে করে ফেলা। সিন্ডি ক্রাফোর্ড, মডেল।। ফিলাডেলফিয়ার পথঘাট খুবই নিরাপদ। শুধু মানুষই সেগুলোকে অনিরাপদ বানিয়ে রেখেছে। ফ্রাংক রিজো, আমেরিকার ফিলাডেলফিয়ার সাবেক মেয়র।। সব সময় মনে রাখবেন, আপনি অনন্য। ঠিক আর সবার মতো। মার্গারেট মেড, নৃতত্ত্ববিদ।। বিশেষজ্ঞরা বলেন, রাগের মাথায় কখনো বাচ্চাদের মারবেন না। আমার প্রশ্ন হলো, তাহলে কখন মারব? মনে যখন আনন্দ থাকে তখন? রোজেইন বার, লেখক।। টেলিভিশন আমার কাছে খুবই শিক্ষামূলক। বাড়ির সবাই যখন টেলিভিশন দেখে, আমি তখন অন্য ঘরে গিয়ে বই পড়তে শুরু করি। গ্রুশো মার্ক্স, কৌতুকাভিনেতা।। হাল ছেড়ো না। একটা ডাকটিকিটকে দেখো। নিজ গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত তা একটি খামের সঙ্গেই লেগে থাকে। জশ বিলিংস, লেখক।। কেউ মহৎ হয়েই জন্মায়, কেউ অনেক চেষ্টা করে মহৎ হয়। বাকিরা পাবলিক রিলেশন অফিসারদের ভাড়া করে। ড্যানিয়েল জে বুরর্স্টিন, ইতিহাসবিদ।। বাস্তব ও কল্পকাহিনির মধ্যে পার্থক্য হলো, কল্পকাহিনিকে সব সময় যুক্তিপূর্ণ হতে হয়। টম ক্যান্সি, লেখক।। অস্ট্রেলিয়ার মানুষের অন্যতম প্রিয় শখ হচ্ছে কবিতা না পড়া। ফিলিস ম্যাকগিনলে, লেখক।। চলচ্চিত্রের দৈর্ঘ্য মানুষের ব্লাডারের সহ্যমতার সমানুপাতিক হওয়া উচিত। আলফ্রেড হিচকক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।।



.

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১১

প্রিয় জানা আপু, আপনাকেই বলছি... (সামুর সরিয়ে দেয়া পোস্টের ব্যাক-আপ, ১৫০ টি কমেন্ট সহ)

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

আমার জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে। আমার জীবনের সব চেয়ে বড় গর্বের বিষয়টি হচ্ছে আমি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দাদা এ দেশের শ্রেষ্ট সন্তানদের একজন। স্বামী মুক্তিযোদ্ধা- এই “অপরাধে” আমার অনঃসত্ত্বা দাদীকে মুক্তিযোদ্ধের সময় রাজাকারদের গুলি খেতে হয়েছিলো।
যাই হোক, আজ আমাদের দেশটি স্বাধীন। সব কিছু ঠিক ঠাক থাকলে স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ অন্যান্ন বিশেষ দিন গুলোতে হয়তো আমি আমার বৃদ্ধ দাদাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তাম। আমাদের সাথে হয়তো থাকতো অনেকগুলো পতাকা। আমার দাদা বেশী সময় হাঠতে পারেন না। তো কি হয়েছে? আমি তাকে কাধে নিয়ে হাটতাম।
কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি আমার দাদাকে নিয়ে এসবের কিছুই করতে পারি না। দাদার কথা একটাই “যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি তারা তো ঠিকই চোখের সামনে ঘুর ঘুর করছে। তাদের সাথে কেনো আমি স্বাধীনতা দিবস উদযাপন করবো? কেনো আমি বিজয় দিবস উদযাপন করবো?”

অসংখ্য মুক্তিযোদ্ধা পরিবারের মতো আমারাও কখনো কোন রাজাকার কিংবা রাজাকারের বংশধরদের আমাদের কাছে ঘেষতে দেই না।

কিন্তু প্রিয় জানা আপু,
আপনার গড়া এই প্লাটফর্মে এসে আমাকে রাজাকারদের সাথে একই সাথে ব্লগিং করতে হচ্ছে।
আপনার গড়া প্লাটফর্মে এসে আমাকে শুনতে হয় মুক্তিযোদ্ধারা ভারতের দালাল। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা ভারতের দালাল।
আপনার গড়া প্লাটফর্মে এসে আমাকে শুনতে হয় রাজাকার সাকা চৌধুরী একজন মহাপুরুষ।
আপনার গড়া এই প্লাটফর্মে এসে আমাকে শুনতে হয় মুক্তিযোদ্ধে শহীদের সংখ্যা ৩০ লক্ষ নয়; ৩ লক্ষ।
আপনার গড়া এই প্লাটফর্মে এসে আমাকে শুনতে হয় গোলাম আজম দেশপ্রেমিক।
আপনার গড়া এই প্লাটফর্মে এসে আমাকে শুনতে হয় শিবির কর্মিরা দেশের জন্য কাজ করছে।
আপনার গড়া এই প্লাটফর্মে এসে আমাকে শুনতে হয় জামাতের যুদ্ধাপরাধের বিরুদ্ধে কোন প্রমান নেই।
আপনার গড়া এই প্লাটফর্মে এসে আমাকে শুনতে হয় দেশে কোন যুদ্ধাপরাধী নেই।
আপনার গড়া এই প্লাটফর্মে এসে আমাকে শুনতে হয় স্বাধীনতা বিরোধীদের আস্ফালন। ওদেরকে গালি দিলে আবার আপনারা গলাও চেপে ধরেন।


প্রিয় জানা আপু,
এ দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধ নামক ব্যাপারটি বড় আবেগের। বড় ভালোবাসার।
এই সামহোয়্যারিনব্লগে কেউ যখন মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধা নিয়ে, দেশ নিয়ে, স্বাধীনতা নিয়ে খারাপ কিছু বলে তখন আমরা অনেকেই হয়তো চোখ বুজে থাকি। দেখেও না দেখার ভান করি। কেউ কেউ হয়তো এতোটা কাপুরুষ নয়। প্রচন্ড রাগে দুঃখে ঘৃনায় তারা গালি দেয়। তারপর আপনি তাদেরকে ব্যান করেন। ওয়াচে নেন।

আপনাদের নীতিমালায় এরকম কিছু বলা আছে যে- মুক্তিযুদ্ধ নিয়ে খারাপ কিছু বলা যাবে না; দেশ নিয়ে খারাপ কিছু বলা যাবে না”। প্রিয় জানা আপু, ব্লগ পরিচালনায় নীতিমাল এই অংশটির সঠিক প্রতিফলন ঘটলে কি আর গালাগালির কোন প্রয়োজন পড়তো? অবশ্যই না।

প্রিয় জানা আপু।
শেষমেষ একটা কথাই বলবো, আপনিও একজন গর্বিত বাঙ্গালী। আপনার স্বজনরাও এই দেশের জন্য রক্ত ঝরিয়েছেন। আপনার গড়া প্লাট ফর্মে কেনো স্বাধীনতাবিরোধীরা আস্ফালনের সুযোগ পাবে?

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৪


  • ১৪৬ টি মন্তব্য
  • ৯১৬ বার পঠিত,
পোস্টটি ৫৩ জনের ভাল লেগেছে

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৬
লেখক বলেছেন: ব্লগের মডারেটর।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৫
লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৭
নামহীন আমি বলেছেন: এই সামহোয়্যারিনব্লগে কেউ যখন মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধা নিয়ে, দেশ নিয়ে, স্বাধীনতা নিয়ে খারাপ কিছু বলে তখন আমরা অনেকেই হয়তো চোখ বুযে থাকি। দেখেও না দেখার ভান করি। কেউ কেউ হয়তো এতোটা কাপুরুষ নয়। প্রচন্ড রাগে দুঃখে ঘৃনায় তারা গালি দেয়। তারপর আপনি তাদেরকে ব্যান করেন। ওয়াচে নেন।

আপনাদের নীতিমালায় এরকম কিছু বলা আছে যে- মুক্তিযুদ্ধ নিয়ে খারাপ কিছু বলা যাবে না; দেশ নিয়ে খারাপ কিছু বলা যাবে না”। প্রিয় জানা আপু, ব্লগ পরিচালনায় নীতিমাল এই অংশটির সঠিক প্রতিফলন ঘটলে কি আর গালাগালির কোন প্রয়োজন পড়তো? অবশ্যই না।


১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৭
লেখক বলেছেন: সেটাই।

৪. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫২
মিরাজ is বলেছেন: প্রচন্ড মাথা যন্ত্রনার জন্য লগ আউট করেছিলাম । আপনার লেখা দেখে আবার লগ ইন করলাম । আপনার প্রশ্নগুলোর উত্তর আমিও জানতে চাই ।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৮
লেখক বলেছেন: আমিও জানতে চাই...

৫. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৩
সিস্টেম বলেছেন: গুড জব।

প্রিয় জানা আপু কেন? কেন নয় শুধু জানা আপু? কেন নয় শ্রদ্ধেয় জানা আপু?
Hi sir,
Hello sir,
Dear sir,
what if only "Hi"
;)

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০০
লেখক বলেছেন: আমার তো মনে হচ্ছে না যে "প্রিয়" সম্বোধন করায় অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন সৃষ্টি হওয়া উচিত...

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০১
লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৬
লেখক বলেছেন: হুম

৮. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৬
কেরামত আলী বলেছেন: সিস্টেম বলেছেন: গুড জব।

প্রিয় জানা আপু কেন? কেন নয় শুধু জানা আপু? কেন নয় শ্রদ্ধেয় জানা আপু?
Hi sir,
Hello sir,
Dear sir,
what if only "Hi"

;)


=p~

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১২
লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৯
রুদ্রপ্রতাপ বলেছেন: কি আর বলবো। এক গ্রুপের বুলিয়িং এর কাছে মাথা নত করে মডারেশন কাল হামা ভাই কে করেছে কমেন্ট ব্যান, সোহান কে করেছে ওয়াচ। ক্র্যাক কমান্ডো তার বাবা মা কে গালি দেয়ার প্রিবাদে পোস্ট দিয়ে হয়েছে ব্যান, পুরাই ব্যান! যেই পোস্ট থেকে এর সূত্র পাত, পোস্ট টি কি ছিলো?


অথচ, যে ছাগু বাবা মাতুলে গালি দিলো সে থাকলো বহাল তবিয়তে!

সুন্দর! ভালো! ওসাম!

স্পেল বাইন্ডার বললো হামা ভাই নাকি তার গ্রুপ নিয়ে জুলভার্ণ কে ব্লগ ছাড়া করেছে! অথচ, হামা ভাই এর সাথে জুলভার্ণের কি চমৎকার সম্পর্ক!

সম্পূর্ণ মিথ্যে কথার উপর ভিত্তি করে অনর্থক বার বার রিপোর্ট করে গেছে ছাগু ও তাদের দোসর রা। যার ইন্ধন যুগিয়েছে স্পেলের মতো ডানপন্থি ব্লগার গুলো। সাইবার বুলিয়িং এর এক আদর্শ উদাহরন!

কাস এ্যাস বাঁচানোর জন্য? ফাহিম আহমেদ! যে কিনা এক ছাগু!

এখন তো নোটিস আসেনা কেনো জেনারেল হলো, বা ব্যান হলো। তার মানে কি? ব্লগের কি কোন জবাবদিহিতা নেই? আমি কি অপরাধ তা না জেনেই আমাকে ঝুলতে হবে ফাঁসির দড়িতে?

জবাব চাই।

সবগুলো কথার জবাব চাই।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৬
লেখক বলেছেন: এই প্লাটফর্মটিকে স্বাধীনতাবিরোধিরা তাদের দোসররা ব্যাবহার করছে। শুধু ব্যাবহার করছে বললে ভুল হবে বলতে হবে বেশ ভালোভাবেই ব্যাবহার করছে। ব্লগের মডারেটর এর দায় এড়াতে পারেন না।

ধন্যবাদ রুদ্র দা। আমিও আমার প্রশ্নের জবাব চাই।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৬
লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৬
লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০২
১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৮
লেখক বলেছেন: ফাহাদ ভাই,
সত্যি কথা বলতে কি আমরাই মনে হয় পৃথীবির একমাত্র দুর্ভাগা জাতি যাদেরকে ব্লগে এসে শিলসাহিত্য, টেকনোলজ্‌ আর দেশ নিয়ে আলোচনা করে সময় কাটানোর বদলে দেশদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়।

জানি না জানা আপু প্রশ্নের উত্তর দিবেন কি না! কিন্তু উত্তর না পেলে আমাদের প্রশ্ন কেবলই বাড়বে।

১৪. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০২
রুদ্রপ্রতাপ বলেছেন: যুদ্ধাপরাধের বিচারের পোস্টে বাবা মা তুলে গালির প্রতিবাদ হলো ব্যান, সুলেমানি ব্যান!

তাহলে কি আমি বুঝে নিবো যে মডারেশন যুদ্ধাপরাধীর বিচার চায় না, এবং বাবা মা তুলে গালি গালাজ সমর্থন করে?

না। আমি তা ভাবতে চাই না। গালি দিয়ে আমি নিজে ব্যান খেয়েছি একবার। আমি চাই সবার জন্যমডারেশন সমান হোক। যারা অহেতুক বিভ্রান্তি ছড়িয়েছে তাদের শাস্তি হোক।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৯
লেখক বলেছেন: সত্যি কথা বলতে কি আমরাই মনে হয় পৃথীবির একমাত্র দুর্ভাগা জাতি যাদেরকে ব্লগে এসে শিলসাহিত্য, টেকনোলজ্‌ আর দেশ নিয়ে আলোচনা করে সময় কাটানোর বদলে দেশদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়।

আমিও ব্যান খেতে পারি। তাতে কি কিছু আসে যায়? আমাদের প্রশ্ন তো কেবল বাড়বেই।

১৫. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৮
নামহীন আমি বলেছেন: সহমত@ রুদ্রপ্রতাপ।

আপনি আমাকে সতর্ক করেছেন, আমাকেও ব্যান করা হতে পারে, কারণটা কি? সত্য প্রকাশ হয়ে যাবে বলে?

কেউ আমাকে ট্যাগিং করার চেষ্টা করবে, আমি প্রতিবাদ করতে পারবো না, এটা কেমন কথা?

জুজুর ভয়ে থাকবো তাহলে?

১৬. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১০
রুদ্রপ্রতাপ বলেছেন: নামহীন আমি, আপনার পোস্ট কে মডারেশন বলবে ব্যাক্তি আক্রমণ পোস্ট। অথচ একজন রন্জন দে যখন আপনাকে আমাকে ভাদা ডাকবে তখন সেটা চোখের বাইরেই রয়ে যাবে।


এটাই সত্য।



১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০১
লেখক বলেছেন: :(

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৭
লেখক বলেছেন: জবাব চাই।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪০
লেখক বলেছেন: ধন্যবাদ।

১৯. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৩
২০. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৫
নেটপোকা বলেছেন: সামুর মডারেশনকে পক্ষপাতহীন ভাবলে ভুল হবে। ব্লগের পরিবেশ সুস্থ, সুন্দর ও মননশীল রাখার ব্যাপারে তারা আদৌ সচেতন ও সক্রিয় কিনা, তা-ও প্রশ্নসাপেক্ষ।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪১
লেখক বলেছেন: সেটাই। যথেষ্ঠ প্রশ্ন সাপেক্ষ।

২১. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৮
সিস্টেম বলেছেন: নামহীন আমি, রুদ্রপ্রতাপ , হামা, ক্র্যাক কমান্ডো আপনারা তবুও জানেন কেন ব্যান হৈসেন।
রুদ্রমরু
এই লোকটি জানেও না কেন ব্যান খাইসে। বড় ভালু লুক ছিল উনি :((

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৫
লেখক বলেছেন: ধন্যবাদ।

২৪. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৩
রুদ্রপ্রতাপ বলেছেন: উপরের কমেন্ট দুইটার জন্য আমিও ব্যান খেতে পারি।

ব্যাপারনা। অন্যায়ের প্রতিবাদ আমি করবোই। ব্যান করুক, কতবার করবে?

আমার দেশকে যে ছোট করবে, আমার ভাইদের মুক্তিযুদ্ধে শহীদ হবার সংখ্যা নিয়ে যে প্রশ্ন তুলবে, এবং যারা তাদের সমর্থন করবে, তাদের আমি গালি দেবো।

একবার নয় হাজারবার দেবো। কোন শুসীলের তাতে কোন গুপ্তকেশ ছেঁড়া গেলো তা আমি দেখবো না। আমি আমার নীতির প্রশ্নে অবিচল। সে যদি বাপ ও হয় তাকে খুন করতেও আমার হাত কাঁপবে না।

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৫
লেখক বলেছেন: তাই তো দেখছি!

২৬. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৭
সিস্টেম বলেছেন: জানা আপু কিংবা কোন মডু উত্তর দিক বা না দিক,
আপনাদের সব কয়টা প্রশ্নের উত্তর কিন্তু আমি জানি। ;)

দিয়ে দিবো নাকি! যদি ব্যান খাই :||

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৭
লেখক বলেছেন: মডারেটরদের কাছ থেকে শুনতে চাচ্ছি।

২৮. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯
আমার জন্য লেখা বলেছেন: জানাদের কাছে এখন আর স্বাধীনতার দাম নাই। যত হিট তত পয়সা এই হইল মুলনীতি।

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১০
লেখক বলেছেন: :(

২৯. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩০
রঞ্জন দে বলেছেন: রুদ্রপ্রতাপ বলেছেন: নামহীন আমি, আপনার পোস্ট কে মডারেশন বলবে ব্যাক্তি আক্রমণ পোস্ট। অথচ একজন রন্জন দে যখন আপনাকে আমাকে ভাদা ডাকবে তখন সেটা চোখের বাইরেই রয়ে যাবে।
@রুদ্র...
আর তুমি যখন প্রকাশ্যেই তোমার যাকে ইচ্ছে তাকে ছাগু ট্যাগিং করো সেটা কিছু নয়,ব্লগকে কি বাবার সম্পত্তি মনে হয়!!!

জানা আপু কাছে তবে আমারও কিছু প্রশ্ন ছিলো__

আপনার গড়া এই প্লাটফর্মে এসে দেখুন মুক্তিযুদ্ধের প্রজন্মের নাম ভাঙ্গিয়ে কারা এখনে অশ্লীল,বাবা-মা তুলে অকথ্য ভাষার খই ফুটায়!!

আপনার গড়া এই প্লাটফর্মে এসে দেখুন সুশীল ভেক ধারী কারা এই ব্লগে জাতীয় সমস্যায় নীরবতা পালন করে!!!

আপনার গড়া এই প্লাটফর্মে এসে দেখুন কারা এই ব্লগে ফ্লাডিং করে!!!

আপনার গড়া এই প্লাটফর্মে এসে দেখুন একটি নির্দিষ্ট মতাদর্শের গোষ্ঠী সদা তাদের চিন্তাচেতনার বিপরীত সকল সাধারন ব্লগারদের সর্বদা ছাগু ট্যাগিং সদা ব্যাস্ত!!!

আপনার গড়া এই প্লাটফর্মে এসে দেখুন কারা সবচে বেশী ব্যাক্তি আক্রমনে লিপ্ত!!!!

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৫
লেখক বলেছেন: ব্লগে আগে কতোটুকু গালাগালি ছিলো? অনেক কম।
যেই জামাতি শুওর শাবক গুলো ব্লগে আসলো তখনই গালাগালি শুরু হলো।

সো, বুঝাই যাচ্ছে গালাগালিটার কারণ এবং সমাধানটা কোথায়।

যাও। দূরে গিয়া মরো।

৩০. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৫
রুদ্রপ্রতাপ বলেছেন: রন্জন দে,
প্রমাণ ছাড়া কারে ছাগু কৈছি?
উত্তর দে।

একটা কবিতা হয়ে গেলো!

৩১. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৮
১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১০
লেখক বলেছেন: ধন্যবাদ

৩২. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৯
রুদ্রপ্রতাপ বলেছেন: ভালো কথা, রঞ্জন দে, আমাকে এই ব্লগের আসল নামেও অনেকে চেনে। জানে, সামনা সামনি দেখেছেও। আগে তোমার পরিচয় টা শুনি। মাল্টিনিকের আড়ালে লুকিয়ে অনেক কথা বলা যায়। আসল নিকে এসে পরিচয় দাও। সামনা সামনি কথা বলি। নাম গোত্রহীন কারো সাথে বিবাদ করার ইচ্ছা নাই।

এর পরে পরিচয় দিলে উত্তর পাবা, নচেৎ নয়।

৩৩. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৯
কূপমন্ডুক বলেছেন: মডুদের ভেতরে বড়সড় সার্চ দেয়া দরকার। কোন ছাগু বেশ ধরে মডু হয়নি তো??? :|| :||

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৫
লেখক বলেছেন: ঠিক।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৭
লেখক বলেছেন: একমত।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৪
লেখক বলেছেন: গদাম। যাও ফুটো!

আর শৈল্পিক ছাগলার ব্যানের কারণ দেখতে চাও? Click This Link

৩৬. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৯
নেটপোকা বলেছেন: লেখক বলেছেন: ব্লগে আগে কতোটুকু গালাগালি ছিলো? অনেক কম।
যেই জামাতি শুওর শাবকগুলো ব্লগে আসলো তখনই গালাগালি শুরু হলো।


৩৭. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫০
অপটিমাস প্রাইম বলেছেন: ভুই পাইচ্ছি। :-&
এই ব্লগটার সাথে আছি অনেক দিন। অনেক অনেক জানার বিষয় পড়ে আছে এখানে। দিন দিন নোংরামীর চূড়ান্ত হচ্ছে এখানে।
(মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে আপত্তিকর প্রশ্ন তোলা যদি কারো কাছে নোংরামী মনে না হয় সে আলাদা কথা।)

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৩
লেখক বলেছেন: :((

৩৮. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৫
ব্লগী তানীম বলেছেন: লাফাইতে থাকেন ........
রাজি ভাই
এইরম রাগ নিয়া ফেলানিরে নিয়া লেখা কই...
সাধ করে আপনাদের সুশীল বলা হয় না ..............
আপনের পোস্টে তাদের লাফালাফি ভালই দেখতেছি

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৯
লেখক বলেছেন: ব্লগ খুজো। ঐ টপিকে আমার বহুত কমেন্ট পাবা।
আর আমার ব্লগ আর্কাইভও খুজো ইন্ডিয়ারে নিয়া বহুত পাইবা। আমি বাংলাদেশের দালাল। অন্য কোন দেশরে পুছার টাইম নাই।

অ টঃ এইখানে লেখলাম জামাতিদের নিয়া। জলুনি উঠার তো একটাই কারণ থাকতে পারে।। সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো।

৩৯. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৪
১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৮
লেখক বলেছেন: সেটাই। চোখ মুখ কান বন্ধ করে ব্লগিং সম্ভব নয়।

৪০. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৫
তীর জোক বলেছেন: + দিয়ে আলোচনা শুরু করলাম।
বাংলাদেশে জামাত শিবির, রাজাকরদের হিংস্র ভয়ংকর রুপ যুগে যুগে দেখে আছসি। এবং তাদের জারজ রুপ (অসংখ্য গালি, ক্ষোভ মনে আসছিল, তা প্রকাশের রুপ বোকাদের মত গালাগালির মাধ্যমে করলাম না, কারন সামু দেশের প্রধান ব্লগ প্ল্যাটফর্ম, ভদ্র/সভ্য মানুষদের মত প্রকাশের স্থান) দেশের মানুষ চিনতে দু মিনিট সময় ও লাগে নি। এখানে হাজার হাজার সাধারন ব্লগার আছে তারা আপনার মত এই যুগের সন্তান! তারা অনেক দ্রুত পরিস্থিতি ধরতে পারে।

আমার প্রথম প্রশ্ন সামুতে ১০০ জন ব্লগার থাকলে চুটকা হুজুর জামাতী কজন?
তারা কে কে একটিভ? তাদের গ্রহন যোগ্যতা আছে কি?

অদৃশ্য জুজুদের পিছনে দৌড়ানোর আগে তাদের সনাক্ত করুন।
আশা করি কোন মশা মাছিদের গোনায় আনবেন না। কারন আপনার পোস্ট পরে মনে হলো জামাতীদের আক্রমনে আপনাদের নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে, এখন সামহোয়ার ইন ব্লগে তারা প্রকাশ্যে উদ্যোম নৃত্য করছে, বাপ মা তুলে অকথ্য ভাষায় গালাগালি করে তাদের সাইজ করে ঢেকুর তুলি।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১১
লেখক বলেছেন: স্বাধিনতাকে অপমান করার জন্য করার জন্য মুক্তিযোদ্ধাদের আক্রমন করে হাজার হাজার জামাতির হাজার হাজার পোস্ট লাগে না। কয়েকটা জামাতির কয়েকটা পোস্টই যথেষ্ঠ। তাই না?
আর সম্প্রতি জামাতিরদের সংখ্যা(কিংবা নিকের সংখ্যা) কি আসলেই কম?

৪১. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১০
তীর জোক বলেছেন: অনেকের মন্তব্য পড়ে মনে হলো,
সামহোয়ারইন ব্লগ সরাসরি রাখ ঢাক ছাড়া জামাত শিবির করে....

সব বদ্ধ উন্মাদ, আর কি বলবো!


১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১০
লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

৪৩. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৭
বিপ্লব কান্তি বলেছেন: ৩০-৩৫% এর মত লোক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধী ছিলো । ১৯৭৫ সালের পরে তো ওরাই লিডিংয়ে এসেছে ।


১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৫
লেখক বলেছেন: :(

৪৪. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৭
অভিবাসী বলেছেন: কতটুকু উত্তর আসবে জানিনা কারণ আমাদের মধ্যেই কেউ না কেউ এদেরকে লালন পালন করছি।


কবে না জানি আমাদের এই দেশ'টা অন্য কোন দেশের প্রদেশ হয়ে যায়। X(( X(( X((

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৭
লেখক বলেছেন: উত্তর না পেলে প্রশ্ন কেবল বাড়বেই।

৪৫. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩১
মাহী ফ্লোরা বলেছেন: ভাই পোষ্ট পড়ে অনেক কিছু জানলাম।মুক্তিযুদ্ধ এমন একটি বিষয় যে এর বিরুদ্ধের লোকগুলোকে সুবিধাবাদী জানোয়ার ছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয়না।আমি আমার দেশকে ভালবাসি।
সব চেয়ে বড় কথা এটাই যে আমি আমার দেশকে ভালবাসি।হয়ত তোর করা প্রশ্ন গুলোর কোনো উত্তর পাবিনা কিমবা ব্যান হয়ে যেতে পারিস তুই ও।তবু শুভকামনা।দেশের প্রতি ভালবাসা আমাদের কখনো কমবেনা।

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৯
লেখক বলেছেন: ঠিক কথা আপু।

দেশের প্রতি ভালবাসা আমাদের কখনো কমবেনা।

৪৬. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৭
১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০২
লেখক বলেছেন: প্রমাণ সহ জবাব চাই।

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৭
লেখক বলেছেন: আসলেই ভাই। মেনে নেয়া কঠিন।

৪৮. ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৯
নামহীন আমি বলেছেন:
ভাদা ডেকে যাবে, কিন্তু প্রমাণ চাইতে গেলে সামুতে পোস্ট মুছে ফেলা হয়।

কাদের হাত এতো শক্তিশালী্? জানতে চাই।

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৯
লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৪
লেখক বলেছেন: কখনোই কি মিলবে না?

৫১. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১২
১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৪
লেখক বলেছেন: জবাব চাই।

৫২. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৪
নষ্টছেলে বলেছেন: রাজি ভাই অনেক পোস্টে আপনাকে আমি বাংলাদেশের দালাল হিসেবে দেখেছি তাই আপনার সাথে পুরোপুরি সহমত পোষণ করলাম।

ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধের স্টিকি পোস্টে এবং স্টিকি হয় নাই এরকম পোস্টে মাইনাস দেখেছিলাম।আমার এ ধরণের মাইনাস দেনে ওয়ালাদের ও আটো ব্যান মারা উচিত।

আপনার পোস্টে প্লাস দেয়ার জন্যই লগইন করলাম।

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৯
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৫৩. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৪
সন্যাসী বলেছেন: ব্লগ কর্তৃপক্ষের এটা জানা ছিল যে হাসান মাহবুবকে কমেন্ট ব্যান করলে ব্লগ গরম হবে। ব্লগকে গরম করাটাই তাদের উদ্দেশ্য কীনা জানিনা।

মতপ্রকাশে গালাগালির ব্যবহার করাটা উচিত নয় জেনেও রাজাকারগুলো যখন ব্লগে স্বাধীনতাবিরোধী, বাংলাদেশবিরোধী কথাবার্তা বলে তখন নিজেকে সংযত রাখা যায় না। সেখানে সংযত থাকাটাও বোধ হয় উচিত নয় বলে মনে করি। ব্লগ থেকে রাজাকারগুলোকে ব্যান করে দিলেই আমব্লগারদের গালাগালি দিতে হয় না। বেশকিছু রাজাকার সমর্থক ব্লগারদের অনেক গালাগালি রয়েছে। ব্যান করলে তাদেরই করা উচিত।

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:১৮
লেখক বলেছেন: সম্পুর্ণ একমত সন্যাসী ভাই।

৫৪. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪১
ব্লগী তানীম বলেছেন: সরি ভাইয়া,
আসলে পাল্টা-পাল্টি পোস্ট,জানা আপুদের নাম উল্লেখ করে পোস্ট,মডারেসন নিয়ে পোস্ট আর ভালো লাগে না। এই পোস্টগুলোতে আপনি গলাগালিই বেশি পাবেন,সুস্থ বিতর্ক কমই পাবেন।আপনার পোস্টের সামারি দেখেন-বিপ্লব ক্রান্তির মতো ব্লগার তর্কে জড়িয়ে পরেছেন প্রায় অচেনা এক ব্লগার রঞ্জনের সাথে।তার সাথে শুরু হয়েছে স্ক্রিন সট নিয়ে ব্যক্তিগত আক্রমন - যাকে ব্লগীয় অপরাধ বলা যায় - এবং রাগ কিম্বা প্রতিশোধের আকাঙ্খায় ভালো ব্লগাররা ভালো লেখা লিখছেননা,ব্লগে পড়ার আশায় বেশি আসি - ইদানিং যা থেকে বঞ্চিত হচ্ছি।

ভাইজান,আমার বাবাও বগুড়া শহরের একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের নাগরিক (আশা করি সার্টিফিকেট দেখাতে হবেনা)।
ব্লগে ছাগু টাইপের ব্লগারদের আমি উত্সাহ দেই একটাই কারণে - তাদের লাফালাফির মাত্রা কতদূর যেতে পারে তা দেখার জন্য এবং তারা কি কি পারে তা জানার জন্য - কারণ আমি মনে করি যুদ্ধ অপরাধী কিম্বা দেশের ক্ষতি করা পাবলিকগুলোকে এক সময় নিজের হাতে ঠান্ডা করবো।

আমার নিজের একটা কমেন্ট আমার খুব প্রিয় -
"ব্লগের উঠোনে এক সাথেই চরে বেড়ায় দেশপ্রেমিক ও দেশদ্রোহী "

ভালো থাকবেন এবং এমন করে প্রতিবাদ না করে মডুতে মেইল করতে থাকুন এবং পোস্ট রিপোর্ট করুন - কিম্বা একটু অপেক্ষা করুন - ইতিহাস আবার নতুন করেই লিখবো কোনো এক প্রতিগ্জ্ঞাবদ্ধ সকালে।

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫১
লেখক বলেছেন: আপনার ব্লগিয় আচরণ আর উপরের কমেন্ট যথেষ্ট সাংঘর্ষিক।

ব্লগে ছাগু টাইপের ব্লগারদের আমি উত্সাহ দেই একটাই কারণে - তাদের লাফালাফির মাত্রা কতদূর যেতে পারে তা দেখার জন্য এবং তারা কি কি পারে তা জানার জন্য
>>>>
এই যায়গাটা পড়ে হাসি পাচ্ছে।

৫৫. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৫
৫৬. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৭
গিগাবাইট বলেছেন: হামা ভাইয়ের কমেন্ট ব্যান করার কারণ কি? ব্লগে যে অল্প কয়জন ভাল ব্লগার আছেন উনি তাদের একজন।

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫১
লেখক বলেছেন: ঠিক

৫৭. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০০
৫৮. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১০
সাকিন উল আলম ইভান বলেছেন: সন্যাসী বলেছেন: ব্লগ কর্তৃপক্ষের এটা জানা ছিল যে হাসান মাহবুবকে কমেন্ট ব্যান করলে ব্লগ গরম হবে। ব্লগকে গরম করাটাই তাদের উদ্দেশ্য কীনা জানিনা।

মতপ্রকাশে গালাগালির ব্যবহার করাটা উচিত নয় জেনেও রাজাকারগুলো যখন ব্লগে স্বাধীনতাবিরোধী, বাংলাদেশবিরোধী কথাবার্তা বলে তখন নিজেকে সংযত রাখা যায় না। সেখানে সংযত থাকাটাও বোধ হয় উচিত নয় বলে মনে করি। ব্লগ থেকে রাজাকারগুলোকে ব্যান করে দিলেই আমব্লগারদের গালাগালি দিতে হয় না। বেশকিছু রাজাকার সমর্থক ব্লগারদের অনেক গালাগালি রয়েছে। ব্যান করলে তাদেরই করা উচিত............

সহমত......


১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:২৫
লেখক বলেছেন: ঠিক।

৫৯. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১২
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: গিগাবাইট বলেছেন: হামা ভাইয়ের কমেন্ট ব্যান করার কারণ কি? ব্লগে যে অল্প কয়জন ভাল ব্লগার আছেন উনি তাদের একজন। [/sb

গিগাবাইট ভাই সাফাইটা একটু কি বেশী হইয়া গেল না!!!
আর ব্লগে কারা বেশী কেচাল প্রিয় সেইটা আবার প্রমানিত...
হামা ভাইর ক্যারেক্টারস্টিক বা মুখের ভাষা সম্পর্কে আমরা সক্কলে কম বেশী অবগত আছি...
ধন্যবাদ...

৬০. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৫
তীর জোক বলেছেন: বললেন,
স্বাধিনতাকে অপমান করার জন্য করার জন্য মুক্তিযোদ্ধাদের আক্রমন করে হাজার হাজার জামাতির হাজার হাজার পোস্ট লাগে না। কয়েকটা জামাতির কয়েকটা পোস্টই যথেষ্ঠ। তাই না?

- ঠিক আছে, বুঝলাম! কিন্তু খেয়াল করে দেখুন নতুন কোন ব্লগার (আমরা কিন্তু সময়ের কাছে ক্ষুদ্র অংশ মাত্র, সময়ের স্রোতে আরো লক্ষ কোটি ব্লগার সামুতে আসবে) সামুতে যথন আসবে আর আপনাদের অর্থহীন (অর্থহীন মানে জানেন নিশ্চয়!? যা করছেন তা অর্থবহ কিংবা কার্যকর নয়) "ছাগু" শব্দ অশ্লীল ব্যবহার দেখে কি বলবে? সামুতে সবাই রাজাকার? জামাতী? এই কয়েকটা পোস্ট নিয়ে আপনাদের কাজ কারবার দেথে হাসি পায়! যেখানে এই পোস্টগুলো দেখে রাজাকারদের বিরুদ্ধে ক্রোধে ফেটে পরা উচিত!
তা না করে আপনারা হাস্যকর (ছাগলের বিভিন্ন ছবি) সম গোত্রীয় ব্লগাররা হাজিরা পোস্ট বানিয়ে ফেলছেন ঐগুলোকে! !
আর তা নিয়ে সবাই কি ভাষা ব্যবহার করেন, তার লিংক দিতে হবে?
সাদা ছায়া নামের একজন আছে। আমি সিওর বাচ্চা/শিশু মনস্ক কেও এই নিক চালায়!
এই ব্লগপোস্ট গুলো কিনা আমাদের রাজাকার প্রতিরোধ সামাজিক আন্দোলন প্রতিনিধিত্ব করে।
হাস্যকর!
হাস্যকর!

সত্যি কথা বলতে কি আমরাই মনে হয় পৃথীবির একমাত্র দুর্ভাগা জাতি যাদেরকে ব্লগে (সামহোয়ারইনব্লগ) এসে শিলসাহিত্য, টেকনোলজ্‌ আর দেশ নিয়ে আলোচনা করে সময় কাটানোর বদলে দেশদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়।

আচ্ছা বুঝলাম! কার সাথে কার যুদ্ধ লেগেছে বলবেন কি? মানে পোস্ট লিংক চাই। কোন চুটকা ফুটকা নিক বা পুরাতন রদ্দি ব্লগ হলে চলবে না, টাটকা চাই, যারা এখনও একটিভ। এবং যাদের সামু পৃষ্টপোষকতা করছে। আমরা দেখতে চাই জারজগুলোর চেহারা।

আশা করি এইগুলো ক্লিয়ার না করে সরাসরি সামুকে প্রশ্নবিদ্ধ করা অনেকটা "সামু" কে ছাগুভুক্ত করার মত হয়ে যাচ্ছে!
(হায়রে! সামু মডারেশনও বাদ যাচ্ছে না এই অসুস্থ ট্যাগিং আক্রমন!)

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
লেখক বলেছেন: আপনি যে অবস্থান থেকে ব্যাপারটা দেখছেন আমি সেই অবস্থান থেকে দেখছি না বলেই হয়তো আপনার একটা লাইনের সাথেও একমত হতে পারলাম না।

আপনি ছাগ পোস্টের লিংক চাইলেন! কেবল পোস্ট-ই কি ছাগুত্ব প্রকাশ করে? কমেন্ট রেটিং এসব কি কিছুই না?
আপনি এই মুহুর্তে একটা পোস্ট দেন "গোয়া মহাপুরুষ" দেখবেন ক্রমেই ঐ পোস্টের প্লাসের সংখ্যা মাইনাসএর সংখ্যার সমান হয়ে যাচ্ছে।

পোস্টের কমেন্ট আর হিটের সংখ্যা একটা "হ্যান্ডসাম" পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত ঐ পোস্ট বহাল তবিয়তে টিকে থাকবে। ছাগুদের পাল এসে কমেন্ট দিয়ে যাবে। যেগুলো দেখে অনেকেই মাথা ঠিক রাখতে পারে না। যার ফলাফল হয় গালিগালাজ।
আমার কথাটা হচ্ছে এখানে, ঐ টাইপের পোস্ট-এর কাধে চড়ে গালাগালি আসার পিছনে অবশ্যই মডারেটররা দায়ী। এর দায় কেনো ব্লগাররা নিবে?

আর একটা নিক বার বার ত্যাড়ামি করবে আর ব্লগাররা তাকে বার বার গালে হাত বুলিয়ে বুঝাবে এটা তো হতে পারে না। তাই না?

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০৫
লেখক বলেছেন: ফাহিম আহমেদ জামাতিদের পক্ষে কথা বললো। হাসান মাহবুব তাকে গালি দিলেন। ব্যান খেলেন। তাহলে কি সমীকরণটা এরকম দাড়াচ্ছে না যে জামাতিদের গালি দেওয়া যাবে না। চোখ বন্ধ করে ব্লগিং করতে হবে।

৬১. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২০
৬২. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২১
কালীদাস বলেছেন:
প্রিয় জানা,
আজ থেকে ৪মাস আগে গালি দিয়ে আমিও ব্যান খেয়েছিলাম। আজকে হাসান মাহবুব ভাই, ক্র্যাক কমান্ডো ব্যান! স্বীকার করছি দোষ আমাদের, আমরা গালি দিয়েছিলাম, অসম্ভব নোংরা কথা বলেছিলাম আমি! ব্যান আমাদের প্রাপ্য ছিল, হয়েছিলাম, হয়েছি, হয়ত আরো হব!

কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হব? কেন হয়েছিলাম? দিনের পর দিন ব্লগে এসে দেখব স্বাধীনতাবিরোধীদের আস্ফালন, আর কত? বারবার উসকানিমূলক পোস্ট দেয়া হচ্ছে, রাজাকারদের সাপোর্ট করা হচ্ছে কমেন্টে- এসব আর কত? ৪মাস আগে আমি আপনাদের কাছে এনশিওর করে মেইল করেছিলাম আর কখনো কাউকে গালি দেব না, কিন্তু বিশ্বাস করুন- আমার এই স্টেটমেন্ট রাখতে আমার ইদানিং ভীষণ কষ্ট হয়, কিছু পোস্ট বাধ্য হয়ে এড়িয়ে চলি এখন।

আজকে হাসান ভাইকে ব্যান করা হয়েছে, সাময়িকভাবে ছাগুকূল ঠান্ডা, লেদানিও হয়ত খানিকক্ষণ বন্ধ! কিন্তু এভাবে জোড়াতালি মেরে কতদিন? হাসান ভাইয়ের মাপের ব্লগার ব্লগে কয়জন আছে? নিজেদের প্রতিভা, সেরা লেখাটা চেক রে দেখুন না যারা আজকে তাকে উঠেপড়ে ব্যান করিয়েছিল- কি আউটপুটটা দিয়েছে ব্লগে? নাথিং! শুরু থেকেই শুধু উসকানিমূলক পোস্ট, দৃষ্টিভংগি প্রকাশের নামে রাজাকারদের গুণগাণ শোনা কোন দেশপ্রেমিক বাংলাদেশির পক্ষেই সম্ভব না! যেটা আমি, হাসান ভাই, ক্র্যাক কমান্ডো কেউ পারিনি!

দয়া করে, স্বাধীনতাবিরোধী ব্লগারদের ব্যাপারে আরো স্ট্রিকট হোন! আর রিকোয়েস্ট করছি, হাসান ভাইকে, ক্র্যাক কমান্ডোকে আনব্যান করুন! ব্যাক্তিগতভাবে আমি মনে করি,আপনি ছাগুদের ব্লগে স্হান দেয়ার পক্ষপাতী না, তাই এই আশাটুকু করছি আমি আপনার কাছে!

কালীদাস@সামহোয়ারইনব্লগ.কম




@রাজি: আপনাকে ধন্যবাদ পোস্টের জন্য!

১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
লেখক বলেছেন: কঠিনভাবে একমত।
ছাগুরা ব্লগে আউটপুট কি দিয়েছে?

এই ব্লগে হাসান মাহবুবের মতো ব্লগার কয়জন আছে? তার মতো গল্পকার এই ব্লগে কয়জন খোজে পাওয়া যাবে। অবাক লাগে যখন এক পাকি জারজকে গালির জের ধরে হাসান ভাইয়ের মতো ব্লগার ব্যান খান।

দয়া করে, স্বাধীনতাবিরোধী ব্লগারদের ব্যাপারে আরো স্ট্রিকট হোন! আর রিকোয়েস্ট করছি, হাসান ভাইকে, ক্র্যাক কমান্ডোকে আনব্যান করুন! ব্যাক্তিগতভাবে আমি মনে করি,আপনি ছাগুদের ব্লগে স্হান দেয়ার পক্ষপাতী না, তাই এই আশাটুকু করছি আমি আপনার কাছে!

৬৩. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৮
৬৪. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩০
কাঊসার রুশো বলেছেন: হাসান মাহবুব ভাই ব্যান????!!!!! B:-) B:-)

মডারেটরগণ দয়া করে হাসান মাহবুব ভাইকে, ক্র্যাক কমান্ডোকে অবিলম্বে আনব্যান করুন!

৬৬. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৪
তীর জোক বলেছেন: @বিপ্লব কান্তি বলেছেন: ৩০-৩৫% এর মত লোক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধী ছিলো । ১৯৭৫ সালের পরে তো ওরাই লিডিংয়ে এসেছে ।

ভুল তথ্য। তার মানে আপনি বলতে চাচ্ছেন দেশ চালায় রাজাকাররা?
এইটা অনেক পুরাতন তখ্য সন্ত্রাস! আমাদের দেশে জামাতীরা একহাতে সব কটা অঙ্গুল পুরন করতে পারা সংখ্যার আসন পায় না। ৩৩০ টি আসনের শতকরা ১%/২%?
আর নতুন জেনারেশনতো একদমই দেখতে পারে না এদের! ঘৃণা করে মনে প্রাণে। মজার ব্যাপার জামাতী মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার কি তাই জানতে অনিহা প্রকাশ করে, আ তারা কিনা দলে দলে সামুতে এসে আপনাদের সাথে যুদ্ধ করে?? চুকটা মৌলভীর বায়তুল মোকারম গেট পর্যন্তই দৌড়!

কিছুটা অপ্রাসঙ্গিক কখা বলে ফেললাম।

৬৭. ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
৭১. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০৬
ব্লগী তানীম বলেছেন: হাসি পেতেই পারে - সেটা লেখার কারণে হয়তো কিম্বা না বুঝতে পারার কারণে।আশা করি আগামীতে কিছু একটা করে দেখতে পারবো,অন্তত আপনার দাদীর মতো অনেক মানুষের জন্য।
আমি ভালো করেই জানি - লেখাগুলো যথেষ্ট সাংঘর্ষিক - কিন্তু শুধু লেখা গুলোই,ব্যক্তিগত ভাবে নয়।
ভালো থাকবেন।

৭২. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:২৫
তীর জোক বলেছেন: আপনি ছাগ পোস্টের লিংক চাইলেন! কেবল পোস্ট-ই কি ছাগুত্ব প্রকাশ করে? কমেন্ট রেটিং এসব কি কিছুই না?
- হাহাহাগ.... শেষ পর্যন্ত রেটিং নিয়ে আপনার আপত্তি? মানে আপনি বলছেন, জামাতীরা মাইনাস রেটিং দেয় এই ব্যাপারে সামুর পরিচালকবৃন্দর কিছু করা উচিত

আপনি এই মুহুর্তে একটা পোস্ট দেন "গোয়া মহাপুরুষ" দেখবেন ক্রমেই ঐ পোস্টের প্লাসের সংখ্যা মাইনাসএর সংখ্যার সমান হয়ে যাচ্ছে।
পোস্টের কমেন্ট আর হিটের সংখ্যা একটা "হ্যান্ডসাম" পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত ঐ পোস্ট বহাল তবিয়তে টিকে থাকবে। ছাগুদের পাল এসে কমেন্ট দিয়ে যাবে। যেগুলো দেখে অনেকেই মাথা ঠিক রাখতে পারে না। যার ফলাফল হয় গালিগালাজ।
আমার কথাটা হচ্ছে এখানে, ঐ টাইপের পোস্ট-এর কাধে চড়ে গালাগালি আসার পিছনে অবশ্যই মডারেটররা দায়ী। এর দায় কেনো ব্লগাররা নিবে?

- "গো. আজম মহাপুরুষ" এই টাইপ কোন পোস্ট সামু রাখিনি। রাখার প্রশ্নই আসে না। এইখানেই আপনাদের ভন্ডামী। নিজেদের দলগত সন্ত্রাস জায়েজ করার জন্য জামাতী সাপোর্টার বলছেন যাকে তাকে। আর এখন বলছেন মডারেটররা দায়ী!! আর তার দায়!, হাহাহাহ.....


আর একটা নিক বার বার ত্যাড়ামি করবে আর ব্লগাররা তাকে বার বার গালে হাত বুলিয়ে বুঝাবে এটা তো হতে পারে না। তাই না?
- আমি বারবার বলছি, এই সামুর সাপোর্ট দেয়া একটা নিক কোনটা (লিংক কপি পেস্ট করার নিয়ম জানেন নিশ্চয়?)? যা নিয়ে পুরা সামু গরম থাকে? এত কথা না বাড়িয়ে দেখতে চাই!

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৫
লেখক বলেছেন: প্রত্যক্ষ্য পরোক্ষভাবে জামাতিদের সাপোর্ট দেওয়া অসংখ্য পোস্ট আছে সামুতে। আপনি মেঘলা আকাশ, জামিল এদের ব্লগ ঘুরলেই পাবেন।
জামাতিরা ফেরেস্তা।
ছাগত্রলীগ খারাপ তাই শিবির ভালো।
আম্বালীগ খারাপ তাই জামাত ভালো।
শিবির এই করেছে সেই করেহে-- এমন অনেক পোস্টই পাবেন।
আপনি খুজেন। আমি কয়েকটা দিলাম।
Click This Link
Click This Link
Click This Link



এইখানেই আপনাদের ভন্ডামী। নিজেদের দলগত সন্ত্রাস জায়েজ করার জন্য জামাতী সাপোর্টার বলছেন যাকে তাকে।
আমার একটা পোস্ট দেখান যেটাতে কোন দলকে সাপোর্ট করেছি। চ্যালেঞ্জ থাকলো।
আর ব্লগে জামাতিদের জামাতি ট্যাগ কখনোই যথেষ্ঠ প্রমান ছাড়া দেওয়া হয় না।

আর আপনার প্রতি অনুরোধ, প্লিজ জামাতির পিঠ বাচানো কোন মন্তব্য আর এখানে করবেন না।

৭৩. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:২৯
বোহেমেনিয়াম বলেছেন:
জানি, বিশ্বাস করি-এই পোস্টের লেখকও সেই সব অশ্লীল, লুল ব্লগারদের রিভার্স নিক। তারপরেও আমার বক্তব্য তুলে ধরছি-

রাজাকার মুক্ত ব্লগ চাই।

যারা কথায় কথায় যাকেতাকে রাজাকার বানায়(সে শহীদ মুক্তি যোদ্ধার সন্তান হলেও) সেইসব ভন্ড ভূয়া মুক্তিযুদ্ধ/স্বাধীনতার পক্ষের ব্লগারদের ব্যান চাই। আমি মুক্তি যোদ্ধার সন্তান-সেই পরিচয় দেবার পরেও ডিস্কোঘোড়া, ক্যামেরাম্যান নামক কয়েকজন ফেইক মুক্তি যোদ্ধা ব্লগার আমার চ্যালেঞ্জ গ্রহন করেনি-তেমন ভন্ডদের ব্যান চাই। আমি মুক্তি যোদ্ধা কিনা জানতে চেয়েছিল-আমি আমার বিস্তারিত পরিচয় দেবার পরেও ডিস্কোঘোড়া, লুলম্যান আমার প্রশ্নের উত্তরএর কোনো রিভিউ দেয়ার সৎ সাহস দেখায়নি।

হাসান মাহবুব(তিনি ভালো লেখক, কিন্তু অত্যন্ত অশ্লীল গালিবাজ), রাজসোহান, জিশান শা ইকরাম, ডিস্কোঘোড়া,রাত্মজুর, সবাক, নামক অশ্লীল, লুলপুরুষ, লুলম্যান, লুলান শা নামক আরো যত অসভ্য ব্লগার আছে-তাদেরও ব্যান চাই।

দশটা অসভ্য ব্লগার সামিতে থাকার চাইতে পাঁচজন শিক্ষিত ভদ্র ব্লগার সামুতে থাকা অনেক ভালো। উল্যেখিত ব্লগারেরা শুয়োরের চাইতেও অধম। সুয়োরের সাথে মানুষ থাকতে পারেনা। সামু মডারেটরের প্রতি আরো কঠোর হতে অনুরোধ জানাই।

সামু হোক শিক্ষিত, ভদ্র লোকের লেখা এবং পাঠকদের ওপেন প্লাটফর্ম।


১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৫
লেখক বলেছেন: জানি, বিশ্বাস করি-এই পোস্টের লেখকও সেই সব অশ্লীল, লুল ব্লগারদের রিভার্স নিক।
>>>>>>>>
আপনি একজন জ্ঞানী ও বুজুর্গ লোক নিঃসন্দেহে। আমার ব্লগটা একবার চক্কর দিয়েন। তারপর জানাইয়েন কার রিভার্স নিক। আপনি জ্ঞানী লোক। ধরতে পারবেন বলেই আমার বিশ্বাস।

৭৪. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৩
বোহেমেনিয়াম বলেছেন: আমার বিস্তারিত পরিচয় ক্যামেরাম্যান(লুলম্যান)এর পিকনিক বিষয়ক পোস্টে দেয়া আছে। আমি এই পোস্টে মাইনাস দিয়েছি। কারন, রাজাকার/মুক্তিযুদ্ধ/স্বাধীনতা স্বার্বভৌমত্বের মত মহান কিছু চেতনার আড়ালে কিছু অসভ্য ব্লগারের পক্ষে এই পোস্ট দেয়া হয়েছে।

৭৫. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪০
গিগাবাইট বলেছেন: অসামাজিক০০৭@পারলে হামা ভাইয়ের মত একটা লেখা লিখে দেখাও তো, তারপরে সমালোচনা করতে এস।

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৪
লেখক বলেছেন: ঠিক।

৭৬. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪১
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৬
লেখক বলেছেন: আমিও।

৭৮. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৫
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৮
লেখক বলেছেন: ধন্যবাদ জিশান ভাই।

৭৯. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৬
৮০. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৬
গিগাবাইট বলেছেন: ক্র্যাক কমান্ডোর কাছে জামাত-শিবিরের অপকর্মের বিশাল ডাটা ছিল, উনার আনব্যান চাই। এভাবে দেশ বিরোধী ছাগুদের প্রশ্রয় দিলে সহ্য করা মুশকিল।

৮১. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৮
৮২. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৮
আলিসন আলভা বলেছেন: বোহেমেনিয়াম বলেছেন:
জানি, বিশ্বাস করি-এই পোস্টের লেখকও সেই সব অশ্লীল, লুল ব্লগারদের রিভার্স নিক। তারপরেও আমার বক্তব্য তুলে ধরছি-

রাজাকার মুক্ত ব্লগ চাই।

যারা কথায় কথায় যাকেতাকে রাজাকার বানায়(সে শহীদ মুক্তি যোদ্ধার সন্তান হলেও) সেইসব ভন্ড ভূয়া মুক্তিযুদ্ধ/স্বাধীনতার পক্ষের ব্লগারদের ব্যান চাই। আমি মুক্তি যোদ্ধার সন্তান-সেই পরিচয় দেবার পরেও ডিস্কোঘোড়া, ক্যামেরাম্যান নামক কয়েকজন ফেইক মুক্তি যোদ্ধা ব্লগার আমার চ্যালেঞ্জ গ্রহন করেনি-তেমন ভন্ডদের ব্যান চাই। আমি মুক্তি যোদ্ধা কিনা জানতে চেয়েছিল-আমি আমার বিস্তারিত পরিচয় দেবার পরেও ডিস্কোঘোড়া, লুলম্যান আমার প্রশ্নের উত্তরএর কোনো রিভিউ দেয়ার সৎ সাহস দেখায়নি।

হাসান মাহবুব(তিনি ভালো লেখক, কিন্তু অত্যন্ত অশ্লীল গালিবাজ), রাজসোহান, জিশান শা ইকরাম, ডিস্কোঘোড়া,রাত্মজুর, সবাক, নামক অশ্লীল, লুলপুরুষ, লুলম্যান, লুলান শা নামক আরো যত অসভ্য ব্লগার আছে-তাদেরও ব্যান চাই।

দশটা অসভ্য ব্লগার সামিতে থাকার চাইতে পাঁচজন শিক্ষিত ভদ্র ব্লগার সামুতে থাকা অনেক ভালো। উল্যেখিত ব্লগারেরা শুয়োরের চাইতেও অধম। সুয়োরের সাথে মানুষ থাকতে পারেনা। সামু মডারেটরের প্রতি আরো কঠোর হতে অনুরোধ জানাই।

সামু হোক শিক্ষিত, ভদ্র লোকের লেখা এবং পাঠকদের ওপেন প্লাটফর্ম।



সহমত

৮৩. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৩
৮৪. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৯
শিপু ভাই বলেছেন: @বোহেমিয়ানঃ ভাবছিলাম এই পোস্টে কোন মন্তব্য করবো না। শুধু রেটিং করবো। কিন্তু আপনার মন্তব্য পড়ে আর থাকতে পারলাম না।
আপনি ২ মাস যাবত সামুতে আছেন।

* পোস্ট করেছেন: ৪টি
* মন্তব্য করেছেন: ৩৬টি
* মন্তব্য পেয়েছেন: ৬টি
* ব্লগ লিখেছেন: ২ মাস ২ সপ্তাহ
* ব্লগটি মোট ৫০ বার দেখা হয়েছে


আপনি এই ব্লগ ও এর ব্লগারদের সম্পর্কে কিছুই বুঝতে পারেন্নাই। আপনাকে ঐ পোস্টে বাজে কথা বলা হয়েছিল একারণে যে, আপনি ভুল জায়গায় বোকার মত মন্তব্য করেছিলেন।
আপনি আগামী ৬ মাস শুধু অন্যের পোস্ট পড়েন, বোঝেন তারপর মন্তব্য করা শুরু করেন।

@রাজিঃ সহমত++++++


৮৫. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৯
আসকওয়ানমি বলেছেন: মুক্তিযুদ্ধ , মুক্তিযোদ্ধা এবং সর্বোপরি বাংলাদেশের স্বার্থবিরোধী কোন লেখা , অভিমত প্রদানকারীকে কোন কথা ছাড়াই আইপি সহ ব্যান করা হোক।।।

৮৬. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৭
তীর জোক বলেছেন: এইটা তোমার সুশীল নিক সো.... এইটি বাচাইয়া রাখবা বিতর্ক জড়াইবানা জানি!


এইখানেই আপনাদের ভন্ডামী। নিজেদের দলগত সন্ত্রাস জায়েজ করার জন্য জামাতী সাপোর্টার বলছেন যাকে তাকে.... ট্যাগ....।

- এতটুকু কইছি তাতেই কইলা,
আর আপনার প্রতি অনুরোধ, প্লিজ জামাতির পিঠ বাচানো কোন মন্তব্য আর এখানে করবেন না।

--- জামাতির পিঠ বাচানো হইয়া গেলাম? :-* :-* :-*

আফসুস কথার পিঠে যুক্তি না দিতে পাইরা এইসব ফাউল যুক্তির ঘোড়ার ডিম প্রসব করে।

কইলা, মন্তব্য এখানে করবেন না - ভয় পাইলা? জাড়িজুড়ি ফাস? ;)

এইখানে আইজকা এক আাল ধরা খাইয়া কি করলো? আমারে ব্লক (মুরগি কোহানকার):
দেশী পোলার ব্লগ


১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৭
লেখক বলেছেন: নিজ নামেই ব্লগিং করি। তীর জোক কিংবা অন্য কোন ছদ্দবেশে না। যা বলার এই নিকেই বলি। আমার ব্লগটায় একবার চক্কর দেওয়ার আহ্বান থাকলো।

জামাতি ব্লগারের বিরুদ্ধে বলাটা তোমার কাছে হয়ে গেলো "নিজেদের দলগত সন্ত্রাস জায়েজ করা"। এই কাজটা সাধারণত জামাতিরাই করে। তাই বলেছি পিঠ বাচানো মন্তব্য। বোঝা গেলো???

কে আউল ফাউল ঘোড়ার ডিম প্রসব করছে তা তো দেখাই যাচ্ছে।

লিংক চাইছিলা লিংক দিলাম। এবার দেখি পিছলাইতেছো। কাহীনি কি?

৮৭. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০১
অনন্ত দিগন্ত বলেছেন: গালাগালির নামে বিচার দেয়া সামুর অনেক পুরান কাহিনী ... অনেক আগেও এগুলো নিয়ে আলোচনা হয়েছে ... জানতে হলে এখানে খোচা দিন ---> জামাত শিবিরের পোষ্টে গালি দেয়া জায়েজ কি না ....ওখানে স্বাধীনতার পক্ষের ব্লগারদের কিভাবে গালি দেয়া হইতো সেটাও আছে ...



১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৯
লেখক বলেছেন: ধন্যবাদ।

৮৮. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৬
আলিসন আলভা বলেছেন: ব্লগে গুটি কয়েক শিবির সমর্থক ব্লগার আছে। এর মধ্যে অনেকেই ব্যান খেয়েছে, তাদের মধ্যে নবীন বাবুর ছিল বেশ কিছু নিক ছিল।ব্লগের কিছু নিচু মানের নাস্তিক ও হিট খেকো ব্লগার যেমন ক্যামেরাম্যান, ডিস্কো ঘোরা,হাসান মাহবুব, শয়তান, আসিফ মহীয়দ্দিন, রুদ্রপ্রতাপ,নাহোল,সাদা ছায়া,ব্রিগেডিয়ার আলফা,ডিস্কো ঘোড়া,ওয়ান ম্যান,রাজসোহান, জিসান শাহ আরো অনেকে ছাগু তারানোর নামে নিজেদের আধিপত্য বিস্তারে জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক জুরে থাকে ব্লগে। যেমন ছাগুদের বিরুদ্ধে খামাখা উসকানি মুলক ফান পুস্ট দেয়া, রিভার্স খেলা, ইসলাম ধর্ম বিষয়ক পোস্ট এ বিভিন্ন নিক থেকে গালা গালি করা এবং প্রতিবাদ করলেই ছাগু টেগ দেয়া। ব্লগে ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে তাই বলে প্রতিহিংসা চরিতার্থের জন্য সুযোগ বুঝে অপছন্দের ব্লগারকে বিভিন্ন টেগে ফেলে ধোলাই করা, যেমনটা করা হয়েছে সবার অত্যন্ত প্রিয় ব্লগার জুলভার্ন এর সাথে।

ব্লগের চিহ্নিত নাস্তিক হাসান মাহবুব, আসিফ মহীউদ্দিন, রুদ্রপ্রতাপ, শয়তান যারা নাকি প্রতিনিয়ত ইসলাম ধর্মকে আঘাত করে যাচ্ছে এবং খুব বিস্রি ভাষায় গালি গালি করে মুসলমাদের ধর্মানভুতিতে আঘাত দিচ্ছে এবং প্রতিবাদ করলে যাকে তাকে ছাগু টেগ ! তাদের এই কর্মকান্ড গুলো কটতা যুক্তি যুক্ত !

এখন কথা হচ্ছে তারা আসলে কি ব্লগ থেকে ছাগু তাড়াচ্ছে না ব্লগে এসে ছাগু তাড়ানোর নামে তাদের নাস্তিকতা ফলাচ্ছে !!

ভন্ডামির একটা সীমা থাকে !

এসব ভন্ডদের চিহ্নিত করে বয়কট করা দরকার।

৪৮ তম +



১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৮
লেখক বলেছেন: এখানে আস্তিক নাস্তিক ইস্যু কি সম্পুর্ন অপ্রাসঙ্গিক নয়???

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৭
লেখক বলেছেন: খুশি হইছো? এইবার ফুটো। পাকি জাত শুঈরদের বেশীক্ষন আশেপাশে দেখতে চাই না।

৯০. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২২
অনন্ত দিগন্ত বলেছেন: সামুতে স্বাধীনতা বিরোধীদের গালি দেয়া সম্পর্কে সালিশদারের সেই ঐতিহাসিক উক্তি যা নতুন দের জানা দরকার ---

--------------


সালিশদার বলেছেন: সামওয়ারে আছি প্রায় ১৩ মাস, এ ১৩ মাসে হয়তো লেখা হতো ৫০০ টি পোষ্ট, পাওয়া যেতো লেখার আনন্দ, বেদনা প্রকাশের স্বস্তি। কিছুই করা হয়নি দিন দিন শুধু বেড়েছে অনাদায়ী দেনা।

আমার পক্ষে দেনা পরিশোধ সম্ভব না, কারন আমি একজন ডিষ্টার্বিং এলিমেনট । আমার পক্ষে তাদের বাক স্বাধিনতা দেয়া সম্ভব না যারা মানবতার বিরোধী, যাদের হাত রক্তে রন্জিত। আমি আমার বোনের ধর্ষনকারীর সাথে একই টেবিলে বসে কেক খেতে পারিনা। আমি সেই সুশীল হতে চাইনা যে ধর্মের নামে মানুষ খুন করার সার্টিফেকেট দেয়। আমার পক্ষে বলা সম্ভব না যেহেতু জামাত অনেক ষ্ট্রং তাই তাদের ব্যান করলে তারা চরমপন্হি হবে আর আমার নিরাপত্তা বিঘ্নিত হবে। কারন আমি যুদ্ধে যাবার আগে হেরে যায়না। আদর্শের লড়াই হয়, কিন্তু রাতের সমজোতা হয়না। তাই আমি ডিষ্টার্বিং এলিমেনট যে গালি দেয়।

আমি গালিবাজ, কারো কোন সমস্যা? আমি গালি দিবো তাদের যারা আমার বাবার খুনীদের রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। আমি গালি দিবো, তাদের যারা পল্টনের রাজনীতিক মারামারি উসিলায় তিরিশ লাখ লোকের গনহত্যারা দাবী ভুলে যেতে চায়। আমি তার সাথে কোন যু্ক্তিতে যাবোনা যে ১৯৭১ এ সিভিল ওয়ার বলে। আমি তার সাথে কোন যুক্তিতে যাবোনা যে বলে, ১৯৭১ এ স্বাধিনতার সময়ে জামাতের বিরোধিতা একটি রাজনীতিক সিদ্বান্ত, এবং সে জন্য তাদের কোন শাস্তি হতে পারেনা, কেননা এটা রাজনীতিক ভাবে যাষ্টিফায়েড। কিসের তর্ক তার সাথে যে আমার ভাইয়ের লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। আমার ভাইয়ের লাশের উপর দিয়ে গাড়ি চলবে আর আমি তাকিয়ে দেখবো, তা কি হয়, তাই আমি গুন্ডা।

আমি গুন্ডা, আমি রবিনহুড। আমাকে ব্যান করা হয়েছে দেড় শত বার, ব্যান হবো হাজার বার, তবু আমি গুন্ডামি করবো। যেমন কুকুর তেমন মুগুর হওয়া উচিত। আপনার সুশীল থাকেন, ব্লগের একই পাতায় শুকুরের বিষ্টার সাথে আপনাদের জ্ঞান গর্ভ আলোচনা, সাহিত্য, আমি সেই বিষ্টা পরিষ্কার করব। আপনি আমাকে ইরিটেটিং গুন্ডা বলুন কোন আপত্তি নেই, আমি বরং জানব যে শুকুরের বিষ্টার সাথে মানুষের খাদ্যের পার্থক্য আপনি ভুলে গেছেন, আর আপনাকে মনে করিয়ে দিয়ে আমি উপকার করছি। আপনার কৃতজ্ঞতা আমার দরকার নেই, বরং আপনাকে যে আমি শুকুরের বিষ্ঠা থেকে পরিষ্কার করেছি সেই আমার আত্মপ্রসাদ।

আমার আত্মপ্রসাদ যে আমি সেই জাতির সন্তান যে ৩০৩ রাইফেল দিয়ে পাকিস্তানি সেনাবাহিনকে যুদ্ধে থামিয়েছে। আমার আত্মপ্রসাদ যে আমার পুর্বপুরুষ ভাবেন নি কি করে অস্ত্র শস্ত্র সজ্জিত একটি পাক হানাদার বাহিনীকে থামাবে। আপনি সুশীল হউন, নিরাপত্তাহীনতায় ভুগেন জামাতের রাজনীতি ব্যান করলে কি হবে, আমি গালিবাজ- আমি ডিষ্টার্বিং এলিমেনট- আমি ইরিটেটিং গুন্ডা থাকি, যুদ্ধটা তো কাউকে না কাউকে করতে হবে।আপনার কৃতজ্ঞতা আমার দরকার নেই, বরং আপনাকে যে আমি শুকুরের বিষ্ঠা থেকে পরিষ্কার করেছি সেই আমার আত্মপ্রসাদ


এই পোষ্টের ১৬ নং মন্তব্য



১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৪
লেখক বলেছেন: আমার ব্লগ জীবনের পড়া অন্যতম সেরা মন্তব্য।

জাস্ট স্যালুট দিলাম লেখককে।

৯১. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৯
সায়েম মুন বলেছেন: পোষ্টে সহমত জানাইলাম।

ব্লগার হাসান মাহবুব এবং রাজসোহানের আনব্যান দাবী করছি।

৯২. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৩
আলিসন আলভা বলেছেন: ব্লগে যে কজন চিহ্নিত গালিবাজ আছে ব্লগে শুধু মাত্র তারাই মুক্তিযুদ্ধার ছেলে সন্তান ? ছাগু তারানোর দায়িত্বটা কি শুধু তাদের ?? নাকি যে মুখোস পরে ছাগু তারাচ্ছে তার আড়ালে তাদের উদ্দেশ্য (ভন্ডামি) হাসিল করছে। আর অভিযুক্ত সব গুলি গালিবাজ নাস্তিক। আর এমনও দেখিছি সাধারন একটা ধর্মীয় পোস্ট থেকে বিতর্ক করতে করতে ভাদা-ছাগু প্রসঙ্গে চলে গেছে এবং কেউ প্রতিবাদ করলে ছাগু টেগ দিয়ে দিচ্ছে। এখন এটাকে কি বলবেন আপনি ??

এখন কথা হচ্ছে তারা আসলে কি ব্লগ থেকে ছাগু তাড়াচ্ছে না ব্লগে এসে ছাগু তাড়ানোর নামে তাদের নাস্তিকতা ফলাচ্ছে !!

এ কারনে বল্লাম যে ব্লগ থেকে রাজাকার খেদানোর নামে ভন্ডামি করছে এবং সবগুলা চিহ্নিত গালিবাজই নাস্তিক ! এর মধ্যে কিছু সলিট ভাদা আছে। শুধু আমার একার কথা নয়





যিনি ছাগুদের গদাম দিতে সদা ব্যস্ত থাকেন। প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য কি ! আমার আগে কমেন্টা আরেকটি ভাল ভাবে পড়ুন ড়ডড়ে বুঝার চেস্টা করুন। কস্ট হলে দরকার নেই।



৯৩. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৯
মাশফিক হক বলেছেন: @আলিসন আলভা: আস্তিক নাস্তিক নিয়ে অনেক পুরানো ক্যাচাল লেগে আছে। আসিফ মহীউদ্দিন, শয়তান, প্রলাপ সহ অনেকে যাচ্ছেতাই বলে ইসলামকে ছোট করছে। সহমত। আবার এটাও মনে রাখবেন এদেরকে যুক্তি এবং প্রমাণ দিয়ে বিতর্ক করার জন্য কিছু ব্লগারও পাল্টা পোস্ট দিচ্ছে। অামার মনে হয় বিষয়টা ২ পক্ষের অালোচনার সময় অনেক কিছু শিখার থাকে (নাস্তিকদের গালাগালি ছাড়া)। আর হাসান মাহবুব ভাইয়ের ব্যানের ব্যপারে এই জিনিসটা অপ্রাসংগিক।

হাসান মাহবুব ভাই ব্লগের ১ জন সেরা লেখক নিঃসন্দেহে। উনার ব্যান খাওয়াটা সম্পূর্ণ হতাশাজনক। রাজি ভাইয়ার সাথে একমত। ব্লগে রাজাকারীয় মন মানুষিকতার কিছু ব্লগার আছে যারা উস্কানি দিয়ে যাচ্ছে। কিছু বললেই ভাদা ট্যাগ লাগাচ্ছে। গত ২ সপ্তাহের গড় হিসেব করলে দেখা যাবে ভাদা ট্যাগ লাগানোর জন্য ১৭/১৮ টা সরাসরি পোস্ট এসেছে রাজাকার পক্ষ থেকে। কথায় পারে না ছাগু ট্যাগ লেগে যায়, সাথে সাথে এন্টি টপিকস থাকে ভাদা। হাস্যকর!

গালাগালি হলে সেটা তদন্ত হোক। হাসান মাহবুব ভাইয়ের অানব্যান চাই। সব ভালো ব্লগার ব্যান/নির্বাসনে গেলে ব্লগ তো বাজার হয়ে যাবে। কিছুদিন অাগে দেখলাম জুলভার্ন ভাইয়ের ব্লগ নির্বাসন এখন হাসান মাহবুব ভাইয়ের ব্যান। অদ্ভুত!






0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন

পিসি ইউজাররা উপরের(ফেইসবুক কমেন্ট) অথবা নিচের যেকোনো বক্সে কমেন্ট করতে পারেন। আর মোবাইল ব্যবহারকারীরা যে বক্সটি দেখা যাচ্ছে সেটিতে কমেন্ট করুন।

 
টেমপ্লেট ডিজাইন আলিম আল রাজি | ব্যাক্তিগত ব্লগসাইট খেয়ালিকা'র জন্য খেয়ালিকা | যোগাযোগ