আলিম আল রাজি 'র হ-য-ব-র-ল মার্কা ব্লগ

স্বাস্থ্যসংক্রান্ত কোনো বই পড়ার সময় সাবধান। ছাপার ভুলের কারণে আপনার মৃত্যু হতে পারে। মার্ক টোয়েন, সাহিত্যিক।। আমি সব সময়ই বিখ্যাত ছিলাম, কিন্তু এত দিন সবাই জানত না। লেডি গাগা, আমেরিকান পপশিল্পী।। যদি আপনার পিতা-মাতার কোনো সন্তান না থাকে, তাহলে আপনারও নিঃসন্তান হওয়ার সম্ভাবনা আছে। ডিক ক্যাভেট, সাবেক আমেরিকান টিভি উপস্থাপক।। ঈশ্বর রোগ সারান কিন্তু সম্মানী নেন ডাক্তার। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকান রাজনীতিবিদ, লেখক ও বিজ্ঞানী।। প্রলোভনের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো তার বশবর্তী হওয়া। অস্কার ওয়াইল্ড, অভিনেতা ও সাহিত্যিক।। ভুল করার পরও কেউ হাসার অর্থ হলো, সে ইতিমধ্যে দোষ চাপানোর মতো অন্য কাউকে পেয়ে গেছে। রবার্ট ব্লক, সাহিত্যিক।। আমি অনেক বছর যাবৎ আমার স্ত্রীর সঙ্গে কথা বলিনি। আমি তার বক্তব্যে বাধা দিতে চাই না। রডনি ডেঞ্জারফিল্ড, আমেরিকান কৌতুকাভিনেতা।। একজন পুরুষ বিয়ের আগ পর্যন্ত অসম্পূর্ণ থাকে এবং বিয়ের পর সে শেষ হয়ে যায়। সা সা গাবুর, হাঙ্গেরিয়ান-আমেরিকান অভিনেত্রী।। সবার হৃদয়ে নিজের নামটি লিখুন, মার্বেল পাথরের দেয়ালে নয়। চার্লস স্পার্জান, ব্রিটিশ লেখক।। শুধু দালমা আর জিয়াননিনাই আমার বৈধ সন্তান, বাকিরা সবাই আমার অর্থ ও ভুলের ফসল। ডিয়েগো ম্যারাডোনা, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।। কোনো পুরুষ যদি স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয়, তাহলে হয় গাড়িটা নতুন অথবা তার নতুন বিয়ে হয়েছে। প্রিন্স ফিলিপ, ব্রিটেনের রাজপুত্র।। আমি শিশুদের ভালোবাসি। কারণ আপনারা জানেন কি না জানি না, আমি নিজেও শিশু ছিলাম একসময়। টম ক্রুজ, হলিউড অভিনেতা।। জীবনের সব কাক্সিত বস্তুই হয় অবৈধ, কিংবা নিষিদ্ধ, কিংবা চর্বিযুক্ত, কিংবা ব্যয়বহুল, নয়তো বা অন্য কারও স্ত্রী। গ্রুশো মাক্স, সাহিত্যিক।। যতক্ষণ আপনি কোনো ছেলেকে অপছন্দ করবেন, সে আপনার জন্য তার সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। যখন আপনি তাকে ভালোবাসতে শুরু করবেন, ততণে সে তার আগ্রহ হারিয়ে ফেলবে। বিয়ন্স নোয়েলস, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।। আমার একটা অ্যালার্ম ঘড়ি আছে। মজার বিষয় হলো, সেটা কোনো আওয়াজ করে না। এটা আলো দেয়। যতই সময় যেতে থাকে, সেটি ততই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। একপর্যায়ে আলোর চোটে আমার ঘুম ভেঙে যায়। আমার সেই অ্যালার্ম ঘড়িটার নাম জানালা। জে লেনো, মার্কিন কৌতুক অভিনেতা।। আমাকে একটি গিটার দাও, আমি সেটা বাজাব। আমাকে একটি মঞ্চ দাও, আমি গাইব। আমাকে একটি অডিটরিয়াম দাও, আমি তা পরিপূর্ণ করে দেব। এরিক ক্যাপটন, সংগীতজ্ঞ।। আমার স্বামীর সঙ্গে দেখা হওয়ার আগে আমি কখনো প্রেমে পড়িনি, কয়েকবার পা রেখেছিমাত্র। রিটা রুডনার, মার্কিন কৌতুক অভিনেত্রী ও লেখিকা।। অবিবাহিত পুরুষদের ওপর উচ্চহারে কর বসানো উচিত। তারা কেন অন্যদের চেয়ে সুখে থাকবে? অস্কার ওয়াইল্ড, আইরিশ লেখক ও কবি।। বিয়ে হলো কল্পনার কাছে বুদ্ধির পরাজয়। দ্বিতীয় বিয়ে হলো আশার কাছে অভিজ্ঞতার পরাজয়। স্যামুয়েল জনসন, ব্রিটিশ লেখক।। বিয়ে হলো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতোই প্রাকৃতিক, অযৌক্তিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ। লিসা হফম্যান, অভিনেতা ডাসটিন হফম্যানের স্ত্রী।। বুকমার্ক কেনার জন্য ডলার খরচ করার দরকার কী? ডলারটাকেই বুকমার্ক হিসেবে ব্যবহার করুন। স্টিভেন স্পিলবার্গ, চলচ্চিত্র পরিচালক।। আমার মনে হয়, যেসব পুরুষের কান ফুটো করা, তারা বিয়ের জন্য ভালোভাবে প্রস্তুত। কারণ, তারা ব্যথা সহ্য করেছে এবং অলংকারও কিনেছে। রিটা রুডনার, আমেরিকান কৌতুকাভিনেত্রী, লেখিকা ও অভিনেত্রী।। ডায়েটের প্রথম সূত্র হলো : খাবারটা যদি তোমার খেতে খুব ভালো লাগে, তাহলে অবশ্যই জিনিসটা তোমার জন্য তিকর হবে। আইজ্যাক আজিমভ, বিজ্ঞান কল্পকাহিনিকার।। আমার জন্মের পর আমি এত অবাক হয়ে গিয়েছিলাম যে পাক্কা দেড় বছর কথাই বলতে পারিনি। গ্রেসি অ্যালেন, মার্কিন কৌতুকাভিনেত্রী।। আমি কোনো দিন বিখ্যাত হতে পারব না। আমি কিচ্ছু করি না। কিছুই না। আগে দাঁত দিয়ে নখ কাটতাম। এখন তা-ও করি না। ডরোথি পার্কার, আমেরিকান রম্যলেখিকা।। আমি কখনোই আমার স্কুলকে আমার শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে দিইনি। মার্ক টোয়েন, সাহিত্যিক।। সত্যবাদিতাই সর্বোত্তম পন্থা, যদি না আপনি একজন অসাধারণ মিথ্যেবাদী হতে পারেন। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। আলস্য পুরোপুরিভাবে তখনই উপভোগ করা সম্ভব, যখন হাতে প্রচুর কাজ থাকে। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। যখনই টিভিতে পৃথিবীর সব অনাহারি ও দরিদ্র শিশুকে দেখি, কান্না ধরে রাখতে পারি না। মনে হয়, ইশ, আমার ফিগারটাও যদি ওই রকম হতো। মারায়া ক্যারি, সংগীতশিল্পী।। সুষম খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য। ফ্র্যান লেবোউইটজ, মার্কিন লেখক।। ধূমপান মৃত্যু ডেকে আনে। যদি আপনার মৃত্যু ঘটে, তাহলে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি হারাবেন। ব্রুক শিল্ডস, অভিনেত্রী।। বক্সিংয়ে এ পর্যন্ত ইনজুরি, মৃত্যু-দুটোই হয়েছে। কোনোটিই তেমন মারাত্মক ছিল না। অ্যালান মিন্টার, বক্সার।। অন্যের শেষকৃত্যানুষ্ঠানে সব সময় যাওয়া উচিত। তা না হলে তারাও আপনার শেষকৃত্যানুষ্ঠানে আসবে না। ইয়োগি বেরা, বেসবল খেলোয়াড়।। এমন কাজ তোমার করার দরকার নেই, যেটা আগামীকাল অন্যের ঘাড়ে এমনিতেই চাপবে। ডেভিড ব্রেন্ট, অভিনেতা।। আমাকে কোনো প্রশ্ন কোরো না, তাহলে আমাকেও কোনো মিথ্যা বলতে হয় না। ওলিভার গোল্ডস্মিথ, আইরিশ লেখক ও কবি।। মডেলরা হলো বেসবল খেলোয়াড়দের মতো। আমরা খুব তাড়াতাড়ি বিপুল অর্থের মালিক হই, কিন্তু বয়স ৩০ হতে না হতেই আবিষ্কার করি যে আমাদের উচ্চশিক্ষা নেই, কোনো কিছু করারই যোগ্যতা নেই। কিন্তু আমরা খুবই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। এমন সময় সবচেয়ে বুদ্ধির কাজ হলো কোনো মুভিস্টারকে বিয়ে করে ফেলা। সিন্ডি ক্রাফোর্ড, মডেল।। ফিলাডেলফিয়ার পথঘাট খুবই নিরাপদ। শুধু মানুষই সেগুলোকে অনিরাপদ বানিয়ে রেখেছে। ফ্রাংক রিজো, আমেরিকার ফিলাডেলফিয়ার সাবেক মেয়র।। সব সময় মনে রাখবেন, আপনি অনন্য। ঠিক আর সবার মতো। মার্গারেট মেড, নৃতত্ত্ববিদ।। বিশেষজ্ঞরা বলেন, রাগের মাথায় কখনো বাচ্চাদের মারবেন না। আমার প্রশ্ন হলো, তাহলে কখন মারব? মনে যখন আনন্দ থাকে তখন? রোজেইন বার, লেখক।। টেলিভিশন আমার কাছে খুবই শিক্ষামূলক। বাড়ির সবাই যখন টেলিভিশন দেখে, আমি তখন অন্য ঘরে গিয়ে বই পড়তে শুরু করি। গ্রুশো মার্ক্স, কৌতুকাভিনেতা।। হাল ছেড়ো না। একটা ডাকটিকিটকে দেখো। নিজ গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত তা একটি খামের সঙ্গেই লেগে থাকে। জশ বিলিংস, লেখক।। কেউ মহৎ হয়েই জন্মায়, কেউ অনেক চেষ্টা করে মহৎ হয়। বাকিরা পাবলিক রিলেশন অফিসারদের ভাড়া করে। ড্যানিয়েল জে বুরর্স্টিন, ইতিহাসবিদ।। বাস্তব ও কল্পকাহিনির মধ্যে পার্থক্য হলো, কল্পকাহিনিকে সব সময় যুক্তিপূর্ণ হতে হয়। টম ক্যান্সি, লেখক।। অস্ট্রেলিয়ার মানুষের অন্যতম প্রিয় শখ হচ্ছে কবিতা না পড়া। ফিলিস ম্যাকগিনলে, লেখক।। চলচ্চিত্রের দৈর্ঘ্য মানুষের ব্লাডারের সহ্যমতার সমানুপাতিক হওয়া উচিত। আলফ্রেড হিচকক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।।



.

সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

কনফেশন : যেমন ছিলো আমাদের নির্বাচন

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 1 টি .

ওয়ামী লীগ সমর্থন করে কিন্তু 'আমি আওয়ামী লীগ সমর্থন করি' এটা ফট করে ফেলতে পারেনা আশপাশের বেশিরভাগ মানুষই। উত্তর দিতে গিয়ে 'যদি, কিন্তু...' দিয়ে বাক্য ভারী করে ফেলতে দেখি তাঁদেরকে।
- আমি শেখ হাসিনার আওয়ামীলীগ না, আমি বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করি...
- আমি আওয়ামীলীগ চিনি না, মুক্তিযুদ্ধের পক্ষে...
- বিকল্প নাই তাই আওয়ামীলীগ করি...
ইত্যাদি, ইত্যাদি এবং ইত্যাদি...।

আমি এত 'যদি... কিন্তু'র মাঝে নেই। একজন নাগরীক হিসেবে একটা দল সমর্থন করার অধিকার আমার আছে। তাই স্বীকার করতে আমার দ্বিধা নেই - আমি আওয়ামীলীগ সমর্থন করি।
এখন আসি আমি কেমন আওয়ামীলীগ সমর্থক।
আমি পাঁচ বছরই আওয়ামীলীগের গোষ্ঠী উদ্ধার করি। খাবার টেবিলে আমার আর আব্বার মাঝে প্রতিযোগীতা থাকে কে বেশি আওয়ামীলীগের সমালোচনা করতে পারে। কোনো আগন্তুক যদি আমাদের আলোচনা শুনে ফেলে তাহলে আমাদেরকে তারেক জিয়ার শশুর বাড়ির লোক ভেবে বসে থাকবে সন্দেহ নেই।
সরকার দলীয় কেউ শুনলে ঘটনাস্থল থেকেই দুইজনকে ধরে থানায় নিয়ে যাবে - এ ব্যাপারেও বিন্দুমাত্র সন্দেহ নেই।
... এই যখন অবস্থা - তখন দেশে দ্বাদশ সংসদ নির্বাচন আসলো এবং ঐক্যফ্রন্ট গঠিত হলো।
আব্বা আর আমার গালাগালিও চলতে থাকলো।
বাসায় ২/৩ টা পত্রিকা রাখা হয়। নভেম্বরের 'প্রথম আলো' তখন ঐক্যফ্রন্টের মুখপত্র। আমরা প্রথম দিকে খুব খুশি হলাম - এইবার আওয়ামীলীগ বুঝবে রাজনীতি কী জিনিস! দুনিয়া এত ইজি না। কামাল সাহেব সাঙ্ঘাতিক লোক। অনেক অভিজ্ঞতা। হুহ!
আমরা দুইজনেরই মন খারাপ হয়ে গেলো ডিসেম্বরে এসে। প্রথম আলোর পাতায়, অনলাইন ভার্সনে জনাব মাহমুদুর রহমান মান্না, বঙ্গবীরদের কঠিন সব উচ্চারণ - 'আছেনই তো আর ১০/১২ দিন... ', '২৪ তারিখের পর পরিস্থিতে বদলে যাবে...', 'আপনাদের দিন শেষ...' ইত্যাদি।
এর মধ্যে একদিনের ছবি দেখে আব্বার মনে হলো শেখ হাসিনার কপালে নাকি দুঃশ্চিন্তার ভাজ!
আমার আর আব্বার ভয় বেড়ে তখন দ্বিগুন। তাহলে কি আওয়ামীলীগ হেরে যাবে?
অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে - আব্বা খাওয়া দাওয়া ছেড়ে দিলেন প্রায়। আমারও একই অবস্থা।
আম্মা আমাদেরকে ঝাড়ির উপর রাখেন - 'বাপ ফুয়ার অইছে কিতা? আওয়ামীলীগের খাও না পরো? তোমরারে টেকা দেয় নি?' (সাবটাইটেল - বাপ ছেলের হয়েছে কী? আওয়ামীলীগের খাও না পরো? তোমাদেরকে টাকা দেয় নাকি?)
আব্বা আর আমি আম্মার কথায় কান দেই না। তাঁকে কী করে বুঝাই - আওয়ামীলীগ একটা অনুভূতির নাম! এখানে দেনা পাওনার কোনো সম্পর্ক নেই। আমার দাদা আওয়ামী লীগ সমর্থন করতেন, আব্বা সমর্থন করেন, আমি সমর্থন করি, একদিন আমার ছেলেও করবে। এভাবে জ্বিন থেকে জ্বিনে বয়ে যাবে 'জয় বাংলা'।
যাই হোক - শুধু তো চিন্তা করলে হবেনা। দলের জন্য তো কাজও করতে হবে।
আব্বা শুরু করলেন তার মতো করে প্রচারণা। এলাকায় প্রভাবশালী হিসেবে তাঁর পরিচিতি আছে। কোর্টে, চেম্বারে মামলা মোকদ্দমার কঠিন আলোচনার ফাঁকে চট করে বলে ফেলতে ভুলেননা - ভোটটা তাইলে নৌকায় দিবা, ঠিক আছে তো? নেইন চা খাইন। (সাবটাইটেল - ভোটটা তাহলে নৌকায় দেবেন। ঠিক আছে তো? নেন, চা খান।)
আমিও প্রচারণা চালাই।
ডিপার্টমেন্টে বিএনপি সমর্থক ভাইদের সাথে প্রতিদিন তর্ক-বিতর্ক চলে।
সিলেটে পাঠাও তখন জনপ্রিয় হয়েছে। পাঠাও-তে উঠে চালকের সাথে আড্ডা জমাই। বলি - উন্নয়ন দরকার। ভোট নৌকায় দেবেন।
সিএনজিওয়ালার সাথে কথা বলি।
লিফটে উঠলে লোকজনকে শুনিয়ে আলোচনা করি - আমাদের নেত্রী কতো পারফেক্ট!
এর মধ্যে জানতে পারলাম, শেখ হাসিনা আসছেন সিলেটে। আমার উৎসাহ দেখে কে? আব্বাকে বললাম - সমাবেশে যাবো। আপত্তি করবা না।
আব্বার ধারণা এসব সমাবেশে গেলেই গ্রেনেড মেরে দেবে। তাই পারমিশন দেবেন না ধরেই নিয়েছিলাম।
আমাকে অবাক করে দিয়ে আব্বা বললেন, 'তুই যা। আমিও যাওয়ার চেষ্টা করবো।'
২২ তারিখ আসলো। হসপিটাল থেকে ছুটি নিলাম। দুপুর ১২ টায় দাঁড়ালাম সোবহানিঘাট পয়েন্টে। নেত্রী এদিক দিয়েই যাবেন।
অনেকক্ষণ অপেক্ষার পর অনেকগুলো গাড়ি সামনে দিয়ে চলে গেলো। এই গাড়িগুলোর কোনো একটাতে করেই যাচ্ছেন নেত্রী, আমাদের নেত্রী, আমাদের শেখ হাসিনা, বঙ্গবন্ধুর রক্ত!
আমার চোখ তখন ছলছল। গলায় আটকে গেলো কিছু একটা। স্লোগান দিলাম 'জয় বাংলা... জয় বাংলা...।'
(সেখানে দাঁড়িয়ে থেকে একটা জিনিস মাথায় আসলো। আমার মনে হলো শেখ হাসিনা আমার জন্য যেমন আবেগের যায়গা বেগম জিয়াও অনেকের কাছে তেমন আবেগের যায়গা। আমার মনে হলো এবার যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসেন তাহলে আমি বেগম জিয়ার মুক্তি চাইবো। এই স্ট্যাটাসের মাধ্যমে আমি বেগম জিয়ার মুক্তি চাইছি।)
১টার সময় মিছিল করতে করতে সমাবেশে গেলাম। মানুষ ঠেলে আমি আর কবির গেলাম একেবারে সামনে। মানুষ আর মানুষ।
দুইটার দিকে শেখ হাসিনা আসলেন সমাবেশে। দুই চোখ ভরে নেত্রীকে দেখলাম। বারবার চোখ ভিজে উঠলো নেত্রীর কথা শুনতে শুনতে। নেত্রী... আমাদের নেত্রী! বঙ্গবন্ধুর কন্যা!
৩০ তারিখ আসলো। সকাল ৭টায় উঠে আমি আর বোন গেলাম ভোট দিতে। আমাদের সেন্টারে আমরা দুইজনই প্রথম।
ভোট দিয়ে এসে টিভি বন্ধ করে বসে রইলাম। এত টেনশন নেয়া সম্ভব না।
বিকেলের দিকে বুঝতে পারলাম - পরিবেশ ভালো। জিতে যাচ্ছি।
আব্বা বাইরে যেতে চাইলেন। না করলাম। পরিস্থিতি খুব একটা ভালো না। কী দরকার!
আব্বা জোর করে গেলেন। একটু পরেই ফিরলেন। দুই হাতে মিস্টির প্যাকেট। আমরা মিস্টি খেলাম আর টিভির দিকে তাকিয়ে রইলাম।
এমন খুশির দিনে ঘরে বসে থাকা যায়?
আব্বা আম্মার নিষেধ উপেক্ষা করে চলে গেলাম আমাদের প্রার্থী জনাব মোমেন সাহেবের নির্বাচন কন্ট্রোল রুমে। হাফিজ কমপ্লেক্স পুরোটাই তখন কন্ট্রোল রুম।
একটু পর পর মিছিল আসছে। আমি প্রতিটা মিছিলের সাথে 'জয় বাংলা' বলে ঢুকি। আবার বের হয়ে যাই। আবার মিছিলের সাথে ঢুকি। কী আনন্দ! কী আনন্দ!
তখন মোবাইলে নেট এসে গেছে। ভাবলাম মোবাইল দিয়ে একটু পুরো দেশের ফলাফলটা দেখি।
একটু সময় দেখলাম। দেখে মাথা ধরে গেলো। এরকম বিজয় তো চাইনি!
আমি সোয়েটারের পকেটে হাত ঢুকিয়ে রাস্তার এক পাশ দিয়ে হেটে হেটে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বার গালাগালি শুরু হয়ে গেছে।
সে রাতে আমার নাইট ডিউটি ছিলো না। ইচ্ছা করে নাইট ডিউটি নিলাম এবং ডিউটি করলাম।
আমাদের বাসায় আগে পরিবেশ ফিরে এসেছে। আব্বা এবং আমি দুইজনই এখন 'আওয়ামীলীগের গোষ্ঠী উদ্ধার' মুডে আছি। উদ্ধার চলবে আগামী ৫ বছর। আবার যদি কখনো শেখ হাসিনার কপালে চিন্তার দাগ দেখি তাহলে আবারও আলিয়া মাদ্রাসা মাঠে চলে যাবো...।


1 টি মন্তব্য :

  1. How to make money from gambling in a casino
    How do you bet in a casino? You will be asked to make money from your casino หารายได้เสริม balance at your chosen time on the 1xbet site. How Do I Use Money at an Online Casinos? 바카라 사이트

    উত্তরমুছুন

পিসি ইউজাররা উপরের(ফেইসবুক কমেন্ট) অথবা নিচের যেকোনো বক্সে কমেন্ট করতে পারেন। আর মোবাইল ব্যবহারকারীরা যে বক্সটি দেখা যাচ্ছে সেটিতে কমেন্ট করুন।

 
টেমপ্লেট ডিজাইন আলিম আল রাজি | ব্যাক্তিগত ব্লগসাইট খেয়ালিকা'র জন্য খেয়ালিকা | যোগাযোগ