Pages

শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

গ্র্যাভিটেশনাল ওয়েভ বিষয়ক...

বিজ্ঞানের জগতে একটি সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। 'গ্র্যাভিটেশনাল ওয়েভ' আবিষ্কৃত হয়েছে।
কিন্তু জিনিসটা একটু কঠিন হওয়ায় ফেসবুকবাসী এটা বুঝতে পারছেন না এবং এটা নিয়ে 'হিট' লেখার জন্ম দিতে পারছেন না।
গ্র্যাভিটেশনাল ওয়েভ নিয়ে কীভাবে হিট লেখা লিখবেন এটা জানাতেই এই স্ট্যাটাসের অবতারণা -


পদ্ধতি ১ - গ্র্যাভিটেশনাল ওয়েভ + দেশপ্রেম
দেশপ্রেমের সাথে গ্র্যাভিটেশনাল ওয়েভের কঠিন এক প্যাচ দিয়ে দেন। দেখবেন ভালো একটা বস্তু দাঁড়িয়ে গেছে।
নমুনা-
আবিষ্কার হয়ে গেলো গ্র্যাভিটেশনাল ওয়েভ।
আমাদেরও স্বপ্ন ছিলো একটি স্বাধীন দেশ, স্বাধীন মাটি, স্বাধীন মানচিত্র, স্বাধীন সবুজ মাঠ। সেই সবুজ মাঠে শুয়ে আমরা বাংলার নীলাকাশের দিকে তাকিয়ে থাকবো। নীল আকাশ দিয়ে ঝাকে ঝাকে পাখি উড়ে যাবে পাখি, পাখির ফাঁক দিয়ে দেখা যাবে অনন্ত নক্ষত্র বীথি। সেই নক্ষত্র বীথির মধ্যে দেখা যাবে গ্র্যাভিটেশনাল ওয়েভ। আমাদের গ্র্যাভিটেশনাল ওয়েভ। সে ওয়েভে আমরা রোজ ঘুরতে যাবো।
এই স্বপ্ন কি বেশি কিছু ছিলো? না ছিলোনা। কিন্তু স্বপ্ন পূরণে আমরা ব্যার্থ হয়েছি। গ্র্যাভিটেশনাল ওয়েভ আজ অন্য দেশের।
সময় এসেছে নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করার - কেন ১৬ কোটি মানুষের ৩০ কোটি হাত দিয়ে আমরা গ্র্যাভিটেশনাল ওয়েভ আবিষ্কার করতে পারলাম না? কেন?
আমরা কি পারিনা চিৎকার করে বলতে, 'ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাদের গ্র্যাভিটেশনাল ওয়েভ।'
আসুন, হাতে হাত রাখি, আরেকবার দেখিয়ে দেই, আমরাও পারি।

পদ্ধতি ২ - গ্র্যাভিটেশনাল ওয়েভ + মিডলক্লাস সেন্টিমেন্ট
মধ্যবিত্ত জীবন নিয়ে আবেগ মেশানো লেখা ইদানিং ফেসবুকে খুব চলছে। গ্র্যাভিটেশনাল ওয়েভের সাথে এই জিনিস মিশিয়ে ট্রাই করতে পারেন।
নমুনা -
মধ্যবিত্ত ঘরের ছেলেগুলো খুব শক্ত হয়। বাবার ঘামে ভেজা পয়সা, মায়ের হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকায় সংসার চলেনা। বই কেনার টাকা কোথায়? বাধ্য হয়ে বেছে নিতে হয় টিউশনির পথ।
যে বিকেলে ঘুমানোর কথা, বন্ধুদের সাথে আড্ডা দেয়ার কথা সেই বিকেলে মধ্যবিত্ত ঘরের ছেলেটি রিক্সা ভাড়া বাঁচিয়ে হেটে যায় ছাত্রের বাড়িতে। দুটো বিস্কুট আর এক কাপ চা খেয়ে নতমুখে পড়ায় তার ছাত্রকে। স্বপ্ন একটাই - মাস শেষে ১৫০০ টাকা হাতে আসবে। সেই টাকা দিয়ে পদার্থ বিজ্ঞানের বই কিনবে। বই কিনে পড়ালেখা করে একদিন গ্র্যাভিটেশনাল ওয়েভ আবিষ্কার করবে।
কিন্তু সেই স্বপ্নে হানা দেয় জীবন বাস্তবতা। মধ্যবিত্ত ঘরের ছেলেটির ইন্টারনেট লাইন বন্ধ হয়ে যায়। ১৫০০ টি টাকা চলে যায় গ্রামীনফোন ইন্টারনেটের বিল দিতে। বই আর কেনা হয়না। গ্র্যাভিটেশনাল ওয়েভ আবিষ্কারের স্বপ্ন বন্দি হয়ে যায় গ্রামীনফোন নামক বিদেশী বেনিয়ার শুভ্র পকেটে।
আর কতকাল মধ্যবিত্তদের গ্র্যাভিটেশনাল ওয়েভ আবিষ্কারের স্বপ্নে হানা দেবে বিদেশী বেনিয়ারা?

পদ্ধতি ৩ - গ্র্যাভিটেশনাল ওয়েভ + প্রেম/ভালোবাসা
এটাও ইদানিং খুব চলছে। ট্রাই করে দেখতে পারেন।
নমুনা -
যে ছেলেটি সারাদিন হাসি ঠাট্টা করে বেড়ায় তারও একটি দুঃখ আছে। যে মেয়েটি চোখে কাজল দিয়ে বান্ধবীদের সাথে হ্যাং-আউট-এ বের হয় তারও একান্ত নিজের কিছু ব্যাথা আছে।
রোজ রাতে ছেলেটি কাঁদে, রোজ রাতে মেয়েটি বালিশ ভেজায়। নাহলে তারাও গ্র্যাভিটেশনাল ওয়েভ আবিষ্কার কইরা উলটায় ফালাইতো।

পদ্ধতি ৪ - গ্র্যাভিটেশন ওয়েভ + আশার বানী
মানুষ আশার বানী শুনতে চায়। গ্র্যাভিটেশন ওয়েভের সাথে দেশ, সমাজ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয়ক কিছু আশার বানী মিক্স করে দেখতে পারেন।
নমুনা -
বিশ্বব্যাংকের সহযোগীতা ছাড়াই আমেরিকা বানিয়ে ফেললো গ্র্যাভিটেশন ওয়েভ। অন্যদিকে আমরা বিশ্বব্যাংকের সহযোগীতা ছাড়াই বানিয়ে ফেললাম পদ্মাসেতু। এর থেকে এটা পরিষ্কার যে বড় কিছু করতে হলে বড় কারো সহযোগীতা লাগেনা। নিজেরা নিজেরাই করা যায়।
যেমন ধরুন বিসিএস। বিসিএস ভাইবায় বড় কারো সহযোগীতা লাগেনা। পড়ালেখা করলে নিজেই পারা যায়। আমি যখন...

1 টি মন্তব্য:

পিসি ইউজাররা উপরের(ফেইসবুক কমেন্ট) অথবা নিচের যেকোনো বক্সে কমেন্ট করতে পারেন। আর মোবাইল ব্যবহারকারীরা যে বক্সটি দেখা যাচ্ছে সেটিতে কমেন্ট করুন।