Pages

শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম

প্রথমে ভরাট করলাম ১২৫টি বৃত্ত। এর মধ্যে ৮০/৮৫টা প্রায় শিউর। বাকিগুলো ফিফটি ফিফটি।
ঘড়িতে তখন ১০টা বেজে ৩০ মিনিট। হাতে পাক্কা ১ ঘন্টা।
আমি মাথা ঘুরিয়ে পুরো হলের দিকে তাকালাম। দেখলাম সবাই মনযোগ দিয়ে বৃত্ত ভরাট করছে।

সবাই পরীক্ষা দিচ্ছে আর আপনি চোখ বড় করে বসে আছেন, এর অর্থ হতে পারে দুইটি -
১. আপনি সব পারেন এবং আপনার পরীক্ষা শেষ
২. আপনি কিছুই পারেননা এবং লেখার কিছুই পাচ্ছেনা।

পাশে বসেছিলো এক মেধাবী চেহারার মেয়ে। আমার চাহনী সে দেখে ফিশফিশ করে জিজ্ঞেস করলো, 'আপনার পরীক্ষা শেষ!?'

প্রশ্নের ধরণ দেখেই বুঝে গেলাম এই মেয়ে ধরে নিয়েছে আমি দুই নম্বর ক্যাটাগরির মাল - কিছুই পারিনা এবং লেখার কিছুই পাচ্ছিনা।

এতবড় অপবাদ মেনে নেয়া যায়না।
আমি গম্ভীর গলায় তাকে যে জবাব দিলাম - 'আরে নাহ, সবই তো বাকি।'
চেহারায় যে ভাব ফুটিয়ে তুললাম - 'হাউ ফানি! বিসিএস কি ফাইজলামী নাকি? কী ঘোড়ার ডিম জানো বিসিএস-এর? এখনো তো সবই বাকি। তোমার পরীক্ষা তুমি দাও। ডোণ্ট ডিশটাব মি।'

এক ঘন্টা কী করা যায়?
একটা অংক এসেছে এরকম ১+৫+৯+......+৮১=?
এর উত্তর আপনি দুইভাবে বের করতে পারেন।
১. সূত্র দিয়ে
২. সবগুলা সংখ্যা বের করে খাতায় বসিয়ে তারপর যোগ করে।

প্রথম উপায়টা সহজ, ১০ সেকেন্ডসদের মামলা।
কিন্তু সূত্রই তো পারিনা। শেষবার অংক করেছি ৭ বচ্ছর আগে।
বাধ্য হয়ে দ্বিতীয় উপয়টাই বেছে নিলাম। পুরা প্রশ্নপত্র জুড়ে 'রাফ' করলাম এবং উত্তর বের করলাম। এক মার্কের জন্য লাগলো ১৫/২০ মিনিট।

ঘড়িতে তখনও সময় বাকি ৪০ মিনিট। উত্তর পত্রে বৃত্ত বাকি ৮০টা।

নিজেকে অসহায় লাগলো। সবাই নিশ্চয়ই বৃত্ত ভরাট করে শেষ করে ফেলছে। আর আমি ৮০টা খালি মাল নিয়ে বসে আছি! এ হতেই পারেনা।
তাছাড়া উত্তরপত্রটা দেখতেও খুব একটা ভাল্লাগছেনা। কেমন যেনো অগোছালো।
এটাকে গোছানোর দায়ীত্ব নিলাম। বৃত্ত ভরাট করে এটাকে একটা 'শেপ'এ আনার চেষ্টা করলাম। একটার 'ক' ভরাট করলে ঠিক পরেরটার করলাম 'খ'। তারপরেরটার 'গ'। এরপর 'ঘ'। এভাবে চলতে থাকলো।
কিছুক্ষণ পর আমার উত্তর পত্রটা দাঁড়ালো অনেকটা ওয়াটসন ও ক্রিকের ডিএনএ মডেলের মতো।

আমার উত্তর পত্র দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম।

ঘন্টা বাজলো। পরীক্ষক আসলেন এবং ডিএনএ'র মডেল নিয়ে গেলেন। আমার বিসিএস শেষ হয়ে গেলো।

‪#‎বিসিএস_বিলাস‬
‪#‎ডোন্ট_ট্রাই_দিস_অ্যাট_হোম‬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পিসি ইউজাররা উপরের(ফেইসবুক কমেন্ট) অথবা নিচের যেকোনো বক্সে কমেন্ট করতে পারেন। আর মোবাইল ব্যবহারকারীরা যে বক্সটি দেখা যাচ্ছে সেটিতে কমেন্ট করুন।